ফেরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৬/০৭/২০১০ - ১০:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডাক্তার মেয়েটা বাসায় ফিরছিল,
রাত ডিউটি ছিল ওর।
কে আছে ওর বাসায়?
হয়ত মা কিংবা বাবা,
অথবা নব-পরিণীতা
মেয়েটির স্বামী; সে হয়ত
অফিসে যাওয়ার তোড়-জোরে ব্যস্ত।
শিশু কি নেই একটি?
ঘর আলো করে থাকা,
নাড়ী ছেড়া ধন।
মেয়েটির চোখ-মুখেরঔজ্জ্বল্য,
গভীর শান্তির কথাই যেন ঘোষণা করছে।
ঘরে ফিরবার আনন্দ
ওর চোখে-মুখে দীপ্যমান।
ঘরে পা দেয়া মাত্রই শিশুটি দৌড়ে
এসে কোলে ঝাঁপিয়ে পড়লেই বুঝি
সারা রাতের ক্লান্তি নিমেষে বিলীন হবে।

ঘরে ফেরা আমাদের এইসব
আশার কাছে, ফেলে আসা
স্বপ্নের কাছে।
এ যেন বিশ্রামের কাছে আমাদের আত্ম সমার্পন,
আমাদের স্বপ্নের কাছে,
স্বস্তির অন্বেষায় ফেরা।।

অনন্ত আত্মা


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো ভালো কবিতা চাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো লেখা না দিলে কিন্তু মন্তব্য একটাও মাটিতে পড়বেনা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।