জাহিদুল ইসলাম রবি
০১
এক সময় ছাপানোর জন্য বাংলা বর্ণমালা নিয়ে বড় ধরনের জটিলতা ছিল। সমস্যা সমাধানকল্পে কেউ কেউ যুক্তাক্ষর ভেঙে লেখার মতো চেষ্টাও করেছিলেন তবে সেইসব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কিন্তু কম্পিউটারে বাংলা বর্ণ প্রক্রিয়াকরণের সুবিধা সৃষ্টির সাথে লিপি সংক্রান্ত অনেক জটিলতা খুব সহজেই সমাধান হয়ে গেছে। বানান সংক্রান্ত অসংহত এবং বিশৃঙ্খল অবস্থা নিরসনের ক্ষেত্রেও কম্পিউটার আমাদের জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। কম্পিউটার মানুষের মতো বিজ্ঞ না হলেও সে গাণিতিক ক্রিয়ায় পরিশুদ্ধ এবং মানবিক ভুল মুক্ত।
মুদ্রণের কাজে কম্পিউটারের ব্যবহার মুদ্রণ শিল্পে বিপ্লবের সৃষ্টি করেছে। এখন ছাপার প্রিপ্রেস কাজের জন্য কম্পিউটারের ব্যবহার হচ্ছে সর্বত্র। অর্থাৎ প্রতিটি মুদ্রিত কাগজই কম্পিউটার দ্বারা প্রক্রিয়াকৃত। ছাপার প্রক্রিয়ার এই কম্পিউটার নির্ভরতা বাংলা বানানবিধি প্রয়োগের জন্যও একটি সুযোগ।
আমরা ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কম্পিউটারে স্পেলচেকার ব্যবহার হতে দেখেছি। স্পেলচেকারে একটি শব্দভাণ্ডার থাকে যার সাথে সে প্রক্রিয়াকৃত প্রতিটি শব্দ মিলিয়ে দেখে। যদি শব্দটি শব্দভাণ্ডারে না থাকে তবে শব্দভাণ্ডার থেকে সম্ভাব্য শব্দের একটি পরামর্শ তালিকা তৈরি করে। ব্যবহারকারী এই পরামর্শ তালিকা থেকে বানানটি শুদ্ধ করতে পারেন অথবা পুনরায় টাইপ করতে পারেন অথবা বানানটি যেরূপ রয়েছে সেরূপ রেখে দিতে পারেন। এর ফলে ব্যবহারকারী প্রতিটি বানান সম্পর্কে নিশ্চিত হতে পারেন। বাংলা ভাষায় স্পেলচেকার দ্বারা আমরাও বানানের শুদ্ধতা নিরূপণের জন্য কম্পিউটারে সহযোগিতা গ্রহণ করতে পারি। আমরা যদি স্পেলচেকারকে একটি নির্দিষ্ট বানানবিধি অনুসারে উন্নয়ন করি তবে তা কম্পিউটারে প্রক্রিয়াকৃত বাংলা ডকুমেন্টের সকল বানান একটি সুসংহত রূপে নিয়ে আসতে পারবে। ফলে মানবিক সীমাবদ্ধতার কারণে বানানের নিয়ম রক্ষা করে মুদ্রণকার্য সম্পন্ন করার যে অসুবিধা রয়েছে তা আর থাকবে না। অর্থাৎ টাইপসেটিংয়ের সংক্রান্ত সমস্যার মতো মুদ্রণের সময় বানান নিয়ে আমাদের যে ব্যাপক অসুবিধা রয়েছে সেটাও কম্পিউটারের সাহায্যে দূরীভূত করা যাবে বলে আশা করা যায়।
বানানবিধি প্রণয়ন অপেক্ষা বানানের বিধানসমূহ সকলকে দিয়ে ব্যবহার করানোটাই সবচে বড় অসুবিধা। আমাদের প্রথমেই খুঁটিয়ে দেখতে হবে বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এই অসুবিধার মূল কারণসমূহ। প্রণীত বানানবিধি মানা হয় না কারণ আমরা সকলেই বিভিন্ন ব্যস্ততার কারণে বানানের বিধানটি অধ্যয়ন করার মতো সময় ও সুযোগ করতে পারি না। বানানবিধিতে যে নিয়মগুলি উল্লেখ থাকে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে কোন শব্দের বানান কীরূপ হবে তা নির্ধারণ করা সহজ নয়। ফলে বানান বিধান অধ্যয়ন করেও যে আমরা সঠিকভাবে বানান লিখতে পারব তা নয়। এ সমস্যা সমাধানের জন্য সব সময় অভিধান খুলে দেখাটাও আমাদের জন্য অসুবিধাজনক । বিধায় স্বাভাবিকভাবেই আমরা যা জানি যা বুঝি তাই লিখে উদ্ধার হতে চাই। অর্থাৎ সমস্যার মূলে হলো প্রণীত বানানের বিধান ব্যবহার করার জন্য আমাদের কাছে সহজ কোনো উপায় নেই। যার ফলে ইচ্ছে করলেই আমরা আধুনিক বানানবিধি অনুসারে লিখতে পারি না। এক্ষেত্রে আমাদের বানান বিষয়ক সংস্কারের বিষয়টি বাদ দিলাম কারণ বানান সংক্রান্ত সংস্কার সৃষ্টি হয় ভূত সংক্রান্ত সংস্কারের মতো অপরজনের কারণে।
বানান সংক্রান্ত অভ্যাস গড়ে ওঠার বড় নিয়ন্ত্রক হলো পাঠ্যবই, সংবাদপত্র, বিভিন্নরকমের বই ও মুদ্রিত কাগজপত্র। এই সব ছাপার কাজে একটি আধুনিক বানানের বিধান অনুসারে স্পেলচেকার ব্যবহার হয় তবে আধুনিক বাংলা বানানবিধি প্রয়োগের জন্য খুব সহজ একটি উপায় হবে। সাধারণ শিক্ষিত মানুষ যে ভাষাবিজ্ঞানিদের অক্লান্ত পরিশ্রমে প্রণয়নকৃত আধুনিক বানান পদ্ধতির প্রতি অশ্রদ্ধাশীল তা নয়Ñতাদের সমস্যা হচ্ছে এই পদ্ধতি প্রয়োগের সহজ উপায়। অধিকাংশ মুদ্রিত কাগজপত্রে যদি বানানবিধির প্রয়োগ ঘটে তবে বানানবিধির বানানগুলির সাথে মানুষ অভ্যস্ত হয়ে উঠবে। ক্রমে চোখে দেখা বানানগুলি কলম দিয়ে লিখতেও শুরু করবে এবং পুরোনো বানানগুলিকে ভুল বলে প্রতিভাত হবে। ভাষাবিজ্ঞানিরা তখন আমাদের জন্য আরও প্রয়োজনীয় কিছু ভাবার অবসর এবং সাহস পাবেন।
স্পেলচেকার প্রযুক্তির ব্যাপক ব্যবহার আধুনিক বাংলা বানানবিধির পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ নিশ্চিত করে আমাদের বাংলা বানানকে একটি সুসংহত রূপ প্রদানে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়।
০২
বিনা মূলে ব্যবহার করতে পারবেন এরকম একটি বাংলা স্পেল চেকারের লিংক দিলাম।
http://sourceforge.net/projects/shuddhoshabdo/files/
মন্তব্য
ইন্টারেস্টিং। সচলায়তনে এফ সিকে এডিটরের সাথে একটা স্পেল চেকার যুক্ত করতে চাই। আপনার প্রজেক্টকে কীভাবে ব্যবহার করা সম্ভব?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দেখতে পাচ্ছি আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট গন্যু অ্যাস্পেলে বাংলার একটা ডিকশনারী বানিয়েছে। ব্যবহার করেছেন এটা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ রবি।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দারুণ উদ্যোগ। পঞ্চতারকা খচিত হলো
ইউনিকোডে কাজ করে না মনে হচ্ছে। তাই ব্যবহার করতে পারছি না। একটা ইউনিকোড ভার্সন কি করা যায়? খুব উপকার হতো তাহলে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
পাঠক,
Aspell 0.60 আমি ব্যবহার করিনি।
আমি প্রজেক্টটা ভিবি ৬ এ করেছিলাম। ওটা ইউনিকোড সাপর্ট করত না। করাতে হলে বেশ ঝক্কি ছিল। তাই আমিও আর কষ্ট করিনি। তবে ভাবছি কিছু করবো। জানি না কবে।
রশিদ ভাই আমার কোনো জবাব নাই।
রবি
সচলায়তনে তোমাকে অভিনন্দন রবি
০২
সচলায়তনের সবার জন্য কিছু তথ্য:
প্রায় শুরু থেকে এখন পর্যন্ত রবির স্পেল চেকার শুদ্ধশব্দর বিরতিহীন ব্যবহারকারী আমি
একবাক্যে অসাধারণ একটা স্পেল চেকার
যেখানে মূল অভিধানের সাথে নিজস্ব বিশেষ বানানের অভিধানও ইচ্ছামতো তৈরি করা যায় (যেমন আমি নিজের জন্য তৈরি করেছি আঞ্চলিক বাংলা এবং সাধু ভাষার আলাদা আলাদা ডিকশনারি)
শুদ্ধশব্দের আরেকটা বৈশিষ্ট্য হলো এর ট্রাডিশনাল বাংলা ফন্ট কনভার্টার। যে কোনো ট্রাডিশনাল প্রোগ্রামের লেখা বাংলাকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায় (আমি নিজে আমার প্রথম যুগের প্রবর্তনে লেখা টেক্সটগুলো কনভার্ট করেছি বিজয়ে)
এবং শুদ্ধশব্দ পুরোপুরি সাপোর্ট করে এমএস ওয়ার্ড
এ যাবতকালে আমার হাত দিয়ে যতগুলো প্রকাশনা গেছে সবগুলোই গেছে এই স্পেল চেকারের ভেতর দিয়ে (সচলাতন প্রকাশনা সহ)
কিন্তু এই স্পেল চেকারটা এখনও ইউনিকোড সাপোর্ট করে না
০৩
বহু বহু বছর ধরে গায়েব থাকার পরে রবির আবার ফিরে আসা আমাদের সবার জন্যই সুসংবাদের
শব্দশুদ্ধি এবং শুদ্ধশব্দ। দুই পক্ষেই প্রাথমিক আলাপ সারা হয়ে গেছে আমার। সহসাই বসছি আমরা
০৪
মেহদীর ইউনিকোড ভিত্তিক শব্দশুদ্ধিকে যদি রবির শুদ্ধশব্দের সাথে যুক্ত করে দেয়া যায় তবে ট্রাডিশনাল এবং ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার বানান নিয়ে হাপিত্যেশের যুগ শেষ হয়ে যাবে আমাদের
০৫
মেহদীর অভ্র + মুর্শেদের কনভার্টর+ রবির স্পেল চেকার (ইউনি+ ট্রাডিশনাল)....
ভাষা হোক উন্মুক্ত। ভাষা হোক শুদ্ধ
দারুণ ব্যাপার তো!
কুটুমবাড়ি
আমাকেও কাইন্ডলী লুপে রাখবেন। সম্মিলিতভাবে ওয়েবভিত্তিক স্পেল চেকার বানাতে চেষ্টা করবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এনকিদু আপনার সাথে আলাপ করেনি?
টেকনিক্যাল বিষয় নিজে বুঝতে এবং বোঝাতে পারি না বলে তাকে বাংলায় বুঝিয়ে বললাম আপনার আর মেহদীর সাথে টেকনিক্যাল আলাপ করতে
উঁহু, করে নাই। কদুরে মাইনাচ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সেদিন ফেসবুকে এই লিঙ্কটা পেয়ে ফাইল ডাউনলোড করে রেখেছি। এটা কি কম্পুতে ইনস্টল করতে হবে ?
উত্তরটা আমার জানা দরকার...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
কী আশ্চর্য ! কেউ উত্তর দেয় না, ফাইলটাতে ডাবলক্লিক করবো কিনা ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হ। ডাবল ক্লিক করেই দেখতেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ইনস্টল করুন এবং মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করুন।
ধন্যবাদ, এখনি করছি...
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনি ইনস্টল করুন এবং মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করুন।
শুদ্ধশব্দর বিস্তারিত লিংক--
http://www.shuddhoshabdo.blogspot.com/
http://www.facebook.com/pages/shuddhoshabdo/130367287003306
ধন্যবাদ
ভাই রবি,
লীলেন দার কাছে আপনার গল্প শুনেছি অনেক। এই শুদ্ধশব্দ সম্পর্কেও। আমি বানানে হাফেজ, নির্দ্বিধায় বানান ভুল করি। তাই এই জিনিসটা আমার খুবই কাজে লাগবে। ইনস্টল করে রেখেছি। কিন্তু ব্যস্ততার কারণে এখনো ঘেঁটে দেখা হয়নি।
অনেক ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ ভাই নজরুল,
আমিও বাংলা বানানের এক জন কারি সাহেব ছিলাম! সেই জন্য এই নরম জিনিসটা বনানোর জন্য এত খাটা খাটনি করেছিলাম। আমাকে ব্যবহার করে জানাবেন সবার অভিজ্ঞতা। ভালো হয় যদি শুদ্ধশব্দর ব্লগ বা ফেসবুকের ফ্যান পেজে জানান।
আবারও ধন্যবাদ
নতুন মন্তব্য করুন