জহিরুল ইসলাম নাদিম
তোমার জন্য সাত সমুদ্র
তিন শ তের নদী
আমার হাতে হাতটি রেখে
একটু হাঁট যদি।
আমাজনের ঘন সবুজ
নীলের সুনীল জল-
আমায় ভেবে ডাগর দুচোখ
করলে ছলোছল্।
বিষধরের ফণা থেকে
আনব মণি ছিনে
হাজার জনের মধ্যে যদি
আমাকে নাও চিনে!
মাতাল করা বাতাস দেব
সঙ্গে চাঁদের আলো
ভুল করেও আমায় যদি
একটু বাসো ভালো!!
মন্তব্য
সুন্দর হয়েছে।
[হাঁট > হাঁটো, দেব > দেবো]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ বুনোহাঁস আপনাকে।
আচ্ছা বানান দেখার জন্য সংসদ ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য অন লাইন বাংলা অভিধান কি আছে?
সংসদটা ব্যবহার বান্ধব নয়। যে এন্ট্রি দেই অন্য কিছু হাবিজাবি জিনিস চলে আসে!
আমি অনলাইনে বানান দেখি না। ডিকশনারি কোলে নিয়ে পাতা উলটে উলটে দেখি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এইগুলা করে করেইতো মেয়েদের মাথায় তুলসেন মিয়া
তাইলে আপ্নে নামায়া দ্যান!
নতুন মন্তব্য করুন