আমাকে টেনে রাখছে শূন্যতা। অবিকল দু'হাত ধরে, আমার সমস্ত সত্তায় যখন ভর করে; সে বিশ্বস্ত হাতে আরও চেপে ধরে… গ্রাস করে সমস্ত কিছু। আহার, নিদ্রা নাই। সে আমার কানে ফিসফিস করে বলে- আপন কথা
ট্যাবের জলে সেও ঝলঝল করে, জলরঙ মাখি। রাতের রঙ ফিকে হয়ে আসে। সূক্ষ তারতম্যের স্তরে-স্তরে প্রলোভিত করে। আকাশের নীল রঙ লীন হয়ে আসো। মোহজটিলতা ঘুরপাক খায়
-------------------------------------------
-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
মন্তব্য
মোহজটিলতা ঘুরপাক খায় অনিশ্চিত ভবিষ্যতের চেতনে।
প্রলোভন এবং জটিলতা এড়িয়ে চলাই উত্তম।
"প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন"। ভালই লাগলো। ভালো থাকবেন।
আইডি-শাফিউদ্দীন
অতিথি লেখক।
Password: guest
Email:
ধন্যবাদ।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
পাঠের জন্য সবাইকে ধন্যবাদ
-------------------------------------
-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
নতুন মন্তব্য করুন