জহিরুল ইসলাম নাদিম
[প্রায়শঃই দেখি সচল,হা-চল সুযোগ পেলেই (না পেলেও!) স্মৃতিচারণ করেন। তখন অচল আমাদের বুক ফাইট্টা যায়। তো ভাবলাম একটু স্মৃতিকাতর আমরা অচলরাও হই। অনেক আগে এই ছড়া লেখা হইছিল। কিন্তু সচলায়তেন প্রকাশ পাওয়ার জন্যই বোধয় সেইটা লাপাত্তা হইয়া গেছিল -- এখন যখন খুঁইজা পাইলাম তো সেটা প্রকাশের চেষ্টা লওয়া যাক। কী কন আপ্নেরা?!]
তাক ধিনা ধিন ধিন
আমি মুড়ির টিন,
রাজধানীতে আলসেমিতে
বেড়াই সারাদিন।
রামপুরা টু সদরঘাটে
আপ-ডাউনে সময় কাটে
বলতে গেলে রাজার হালে-
বলুক সবাই হীন!
আমি মুড়ির টিন।
বসিয়ে সিটে বাদুড় ঝুলে
পৌঁছে দেব আসল কূলে
সেই আশাতে বাজিয়ে চলি
আমার ভেঁপু-বীণ।
আমি মুড়ির টিন।
আমার গতিবেগের জুড়ি
কেবল সুতো কাটা ঘুড়ি
রুদ্ধশ্বাসের জীবনে দেই
স্বস্তি-সময় ঋণ।
আমি মুড়ির টিন।
মন্তব্য
- হা হা হা
মজার তো! আরও দিয়েন এরকম থাকলে।
কলেজে একটা পাক্ষিক পত্রিকা বের হতো, বাংলায় "ঢাক-ঢোল", আংরেজীতে "চিট-চ্যাট"। তো ঢাক-ঢোলের প্রকাশিত এক পোলার একটা ছড়ার দুয়েকটা লাইন এখনও মনে আছে। কলেজে আসার সময়ে রাস্তার জ্যাম আর কালো ধোঁয়া নিয়ে লিখেছিলো।
ছড়াটা ভীষণ মজার ছিলো। আমার বাজে স্মৃতিশক্তির কারণে ভুলে গেছি।
ইংরেজীর ক্লাস তার।
(মনে নাই)
কী-হে, তুমি নিগ্রোর বেশে!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ ধুগো! মনে হয় আছে। তবে খুঁজতে হবে।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
হে হে
মজা পাইলাম...
অনন্ত
ধন্যবাদ অ আ!
মজা পাইলাম! সুর বসায় দিলে বাসের ভেতর গনসঙ্গীত হিসেবে পারফেক্ট!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ ওডিন আপনাকে। কেউ কি সুর স্রষ্টা আছেন কাছাকাছি?
দুইবার- তাই ঘ্যচাঙ!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
নতুন মন্তব্য করুন