বেকুব ট্রাফিক সার্জেণ্ট এবং বিজ্ঞ স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৪/০৭/২০১০ - ১০:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১. আমাদের দেশের মাননীয় সংসদ সদস্যদের জন্য এক্সপ্রেস হাইওয়ে গঠনের জোর দাবি জানাচ্ছি। তারা কত কষ্ট করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, তাদের কি আর দশটা আমজনতার সাথে যানজটের কষ্ট মানায়? সুতুরাং মাননীয় সংসদ সদস্য ট্রাফিক সার্জেণ্টকে মারধর/গালিগালাজ করেছেন, বেশ করেছেন। তিনি আমাদের মুরুব্বি। তা ছোটদের উপর মুরুব্বিরাতো একআধটু শাসন করেই, সে নিয়ে হইচৈয়ের কোনো মানে আছে? মাননীয় সংসদ সদস্যের অসীম কৃপা যে তিনি উক্ত ট্রাফিক সার্জেণ্টের এত বড় বেয়াদপি সহ্য করেছেন, অন্যকেউ হলে ক্রসফায়ারে ফেলতো নিশ্চিত!

২. স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে যোগ্যতম এবং নিরপেক্ষ লোকজন দ্বারাই পরিচালিত হয় তা আরেকবার দেশ ও জাতির সামনে প্রমাণিত হলো। মাসস (মাননীয় সংসদ সদস্য) -এর ঘটনা তাদের ডিপার্টমের্ণ্টের নজর এড়িয়ে যেতে পারেনি। তারা ঘটনা পর্যবেক্ষণ করে নতুন নিয়ম জারি করেছেন মাসস-রা অতিমানব, তাদের ছোটোখাটো ভুলত্রুটি নিয়ে মামলা করতে গেলে স্বম(স্বরাষ্ট মন্ত্রালয়) এর অনুমতি লাগবে!

স্বম-র কাছে আকুল আবদেন অবিলম্বে আরেকটি নিয়ম জারি করুন যে মাসস ছাড়াও মাননীয় ছাত্রলীগ নেতা এবং তাদের সদস্যদের বিরুদ্ধেও মামলা করতে হলে স্বম-র অনুমতি লাগবে। এই নিয়ম বলবৎ হলে নিশ্চিত আমাদের সরকার বাহাদুরের ভাবমূর্তি এত উজ্জ্বল হবে যে রাত্রিবেলায় তা বৈদ্যুতিক বাতির বিকল্প হিসাবে অনায়াসে ব্যবহার করা যাবে!

তারাপ কোয়াস



মন্তব্য

হিমু এর ছবি

দুইদিন পর সাংসদদের সামনে হেঁটে যেতে গেলে পায়ের জুতা আর মাথার টুপি খুলে বগলে নিয়ে যেতে হবে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ফাহিম এর ছবি

বাহ! চমৎকার তো...

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

দুর্দান্ত এর ছবি

মাননীয় সাংসদের চেহারা দেখেছেন ভাই? ডিপজল ফেল!

মাসকাওয়াথ আহসান এর ছবি

এসব মলকীটদের পাখা উঠেছে মরিবার তরে।

যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।

হাসান মোরশেদ এর ছবি

মামলার বাদি সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, ‘স্যার আমার শার্টের কলার চেপে ধরে আমাকে চড়-থাপ্পর মারতে থাকেন। এ সময় তাকে আমি আমার পরিচয় দিয়ে বলি- স্যার আপনি আওয়ামী লীগের এমপি আর আমার বাড়ি গোপালগঞ্জ।

যেনো গোপালগঞ্জ না হয়ে সার্জেন্টের বাড়ি সুনামগঞ্জ হলে স্যারের চড়-থাপ্পর জায়েজ হতো।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, সাংসদেরা সম্মানিত ব্যক্তি, জনপ্রতিনিধি। তাঁদের বিরুদ্ধে হুট করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

জ্বি। অ-সম্মানিত জনগনের জন্যই যতো মামলা-হামলা-ক্রসফায়ার।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতিথি লেখক এর ছবি

"আইনে র চো খে সকলেই সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারি" -আর্টি কে ল ২৭।
বাংলাদেশের সংবিধানে ২৭ অনুচ্ছেদে লেখা বিধানটি তুলে দিলেই হয় । স্বরাষ্ট্র সংবিধান সংশোধন করার বিল সংসদে আনবে কি ?
জয়তু স্বরাষ্ট্র !

ওলি
oli

দ্রোহী এর ছবি

বাংলাদেশের সাংসদ আর সৃষ্টিকর্তা প্রায় সমান ক্ষমতার অধিকারী- এটা সবাই বুঝে আর এই গাধা পুলিশ বুঝে নাই। মাইর খাওয়াই যুক্তিযুক্ত হয়েছে।


কি মাঝি, ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- শাস্ত্রে আছে, "পুলিশে ছুইলে ছত্রিশ ঘা, আর মাননীয় সাংসদে ছুইলে বাহাত্তর ঘা!"

শাস্ত্র না পইড়া পুলিশ হইলে তো হবে না। আগে শাস্ত্রপাঠ, তারপর পুলিশগিরি। একটা সিস্টেম আছে না সবকিছুর?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তারাপ কোয়াস [অতিথি] এর ছবি

সারাদিন দৌড়ের উপর থাকায় কারও মন্তব্যের জবাব দিতে বা ধন্যবাদ জানাতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।

@হিমু ভাই সরকার বাহাদুর কিন্তু উত্তর কোরিয়ার মড়েল ফলো করতে পারে, বাধ্যতামূলক সম্মান প্রদর্শন(এটা কি ওদের সংবিধানে লিখিত কিনা তা জানা নাই তবে একটা ডকুমেণ্টারীতে দেখেছি!)। আমাদের দেশে টুপি বা জুতা বগলে না নিয়ে ধরেন ষষ্ঠাঙ্গে প্রণাম জাতীয় কিছু চালু করা যায় অনায়াসে। যতক্ষণ মাসস বা সরকার দলীয় লোকজন চোখের আড়াল না হচ্ছে ততক্ষণ মাটি থেকে মাথা তোলা যাবে না!

@ফাহিম ধন্যবাদ

@দুর্দান্ত দেঁতো হাসি

@মাসকাওয়াথ আহসান, কেউ ইতিহাস থেক শিক্ষা নেয় না ভাই।

@হাসান ভাই, ট্রাসা নাম ভাঙ্গাইয়া বাকি মাইরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সর্টকাট ওয়ে ধরছিলো, মনে হয় কাজ হয় নাই( তা না হইলে মামলা পর্যন্ত ব্যাপারটা যেতো না)। আমজনতা সারাজীবন অ-সন্মানিতই রয়ে গেলো!

@ওলি সংবিধানের ২৭ অনুচ্ছেদের গোমর ট্রাসা ধরতে পারে নাই! ফলাফল আগে কিছুটা পেয়েছে বাকিটা অচিরেই পাবে !

@দ্রোহী ভাই ট্রাসা-র চউক্ষে খুব সম্ভবত ফুটপাত থেকে কেনা রোদ চশমা ছিল, তা না হলে তিনি ঠিকই মাসস-কে চিনতে পারতেন।

@ধুগোদা

শাস্ত্র না পইড়া পুলিশ হইলে তো হবে না। আগে শাস্ত্রপাঠ, তারপর পুলিশগিরি। একটা সিস্টেম আছে না সবকিছুর?

অবশ্যই। এই ধরনের বেকুব ট্রাসা-এর কারণে জাতির ভাবমূর্তি একটু ঝাপসা হইয়া গেছে। অবিলম্বে স্বম কর্তৃক এদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার!

মন্তব্য করার জন্য সবাইকে আবারো ধন্যবাদ।

তারাপ কোয়াস


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।