আমি এক জন্ম-কুঁড়ে
ভাবছি বসে এক দুপুরে
কোন বা পথে এভারেস্টে যাই
ও মন রে...
থাকব না তো আস্তাকুড়ে
উঠব ঠিকই জগৎ ফুড়ে
আমি আর আমাতে যে নাই
ও মন রে...
এই না ভেবে দিলাম পাড়া
হঠাৎ হলাম বিছানা ছাড়া
আমি কি হায় স্বপ্ন দেখছি, সাঁই
ও মন রে...
মনটা হলো এমন তেতো
চিরকালই বাঙালি ভেতো
স্বপ্ন দেখার সাধ্য আমার নাই
ও মন রে...
কুটুমবাড়ি
মন্তব্য
ভালো। তবে ছন্দ-পতন আছে।
লিখতে একটু ত্বরা হইছে
না-গান, না-ছড়া হইছে!
আগাগোড়া ছন্দ নিয়া
ঠাট্টা-মস্করা হইছে!!
তবু বলছেন, 'ভালো'!
চোখ ছানাবড়া হইছে (আমার)
নাই সুর, নাই তালও
না-মিঠা, না-কড়া হইছে
কুটুমবাড়ি
নতুন মন্তব্য করুন