ভুল জীবনে ভালোবাসার মিথ্যে সহবাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ১৯/০৭/২০১০ - ৯:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

• সুলতানা পৃথ্বী

অ.
স্বপ্ন কুড়াতেই কেউ কেউ জন্মায়
কুড়ানি মেয়ে স্বপ্ন কুড়ায়
স্বপ্নগুলো উড়ে যায়

আ.
লেপে পুঁছে নিকানো উঠোন
ক্ষতগুলো ঢাকে মসৃন প্রলেপ

ই.
ঝগড়া আর আপোসে কাঁদি অকারণে
কখনোই ভাবিনি ভালোবাসার কী যে মানে

ঈ.
ভুল বানানে ভুল বাক্যে ভুল পদ্যের বসবাস
ভুল জীবনে ভালোবাসার মিথ্যে সহবাস


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

চিন্তিত
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

ভুল বানানে ভুল বাক্যে ভুল পদ্যের বসবাস
ভুল জীবনে ভালোবাসার মিথ্যে সহবাস

অদ্ভূত সুন্দর।

দ্রোহী এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

ভুল বানানে ভুল বাক্যে ভুল পদ্যের বসবাস
ভুল জীবনে ভালোবাসার মিথ্যে সহবাস

বাহ্।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

মহাদেব সাহার আর সবই ভুল কাজ কবিতার কথা মনে পড়ল:

শুধু এই ভালোবাস ছাড়া আর সবই ভুল কাজ, ভুল লেখাপড়া
আর তো উপায় নেই শোধরাতে পারি এই সব ভুল পাঠ, ভুল হস্তলেখা,
এই একটাই শুদ্ধ কাজ জীবনে করেছি, যেখানে সেখানে পাগলের মতো
ভালোবেসে ফেলা;
বিচারবুদ্ধিহীন বেহিশেবি এই ভালোবাসাই হয়তো আমার দোষ
কিন্তু আমি জানি এই বেহিশেবি কাজটুকু ছাড়া আর সবই ভুল
কর্ম, পন্ডশ্রম, ভুল দস্তখত।

সেই যে ভালোবাসার জন্য প্রথম যাতনা, দুঃখ, জাগরণ
সেইটুকু শুধু জীবনের একমাত্র শুদ্ধ শিল্প,
আর সবই ভুলপথ, ভুল যাত্রা, ভুল আরোহণ
এই একটাই ঠিক কাজ জীবনে করেছি বোকার মতন ভালোবাসা।

জহিরুল ইসলাম নাদিম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।