শেষ বার কবে যেন দেখেছি
মনে আমার নাইবা এলো।
আধো আধো মনে আছে
তোমার বসে থাকাটা,
ঢাকাই রিক্সায় ঋজু শালবন বসে থাকাটা।
কপালে ঘাম-বিন্দু-রেখা
না হয় বাদ দেয়া গেলো ।
তাই বলে তোমার শুকিয়ে যাওয়া কীর্তিনাশা হাসিখানি
চরে ঝাঁক ঝাঁক কাশবন হাসিটুকু,
নাচুরে ফিঙ্গের চটুল চোখের মণিদুটো
কি আমার কখনো চোখ এড়িয়ে গেছে?
তোমার ঠোঁটে কালো তিল আর চড়াই উৎরাই
না হয় কালিদাস অথবা তোমার বরের জন্য রেখে দিলেম।
তাই বলে মুখ বাঁকিয়ে টিপ্পনী কাঁটার ভঙ্গিখানি
আমার জন্য রেখো।
তোমার পাশে বসা হবু বরকে বাদ দিলে
তুমি ঠিক আগের তুমিটিই আছো।
তাই না গো--
কৃষ্ণ কানহাইয়া
মন্তব্য
সুন্দর। শাহবাগ এলাকার ঘ্রাণ পেলাম, কি কারণ জানিনা। মনে হলো শাহবাগে দেখছি...........................
"ঢাকাই রিক্সায় ঋজু শালবন বসে থাকাটা। "
শ্যামল
শাহবাগ নয়। রোকেয়া হলের সামনে।
ভাল লাগল। শুভকামনা।
সুবীর কর
নতুন মন্তব্য করুন