কি হতো আর দুই দিন পর খাঁচাটা খুললে??

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৭/০৮/২০১০ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খাঁচাটা খোলা আজ
পাখি থাকত চেয়েছিলো বারবার ঐ বদ্ধ অলিন্দে
কিন্তু শুনেনি ঘাতক
মহামান্য
আপনি এত নির্মম কেন, এত কঠোর কেন??
পাখিটা তো চিরকাল থাকতে চায়নি
শুধু কয়েকটা দিনের আকুতি
তার যে কিছু কাজ বাকি পড়ে আছে
অলকের পাওনা টাকাটা দেয়া হয়নি
পাশের বুনো ফুল তার গন্ধ নেয়া বাকি
আর চারুলতা অপেক্ষা করে আছে সবচেয়ে সুন্দরতম কথাটা শোনার জন্য
কিছুই হলোনা, শুধু বাকির খাতাটা পরিপূর্ন;

কি হতো আর দুই দিন পর খাঁচাটা খুললে??

ইশতিয়াক


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

গল্প আছে। কবিতায় গল্প কতটুকু থাকবে সেটা ঠিক করবেন কবি। কিন্তু আমার ধারণা, গল্পটা আরেকটু কম বললে কবিতাটা উজ্জ্বল হতো।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ইশতিয়াক এর ছবি

ধন্যবাদ অনিন্দ্য ভাই।

আপনার কথার সাথে একমত যে কবিতায় কতটুকু গল্প থাকবে তার একটা সীমারেখা আছে।

বেচে থাকার আকুতিটায় একটু জোর দিতে চেয়েছি।

ইশতিয়াক

রিম্মী চৌধুরী [অতিথি] এর ছবি

ভাল লাগলো পড়ে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।