মেঘ-জীবন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৯/০৮/২০১০ - ৭:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

[বিষণ্ণ বাউন্ডুলে]

তপ্ত দূর্বিসহ দিন..
যেনো;
শুস্ক মরুভুমি,
তৃষিত প্রান্তর..

তার-ই মাঝে কোন একদিন,
কোথা থেকে যেনো আসে..
এক টুকরো;
কাঠ-গোলাপের গন্ধ মাখা,
অচীন দেশের মেঘ..

বড়ো আদরের,
খুব ভালোবাসার..
ঠিক যেনো;
রুপকথার গল্পে শোনা,
ছোট্ট রাজপুত্তুর..

ভেসেই চলে,
মনের আকাশ জুড়ে..
স্বপনছোঁয়া,
আদরের নৌকা যেনো..

দিন যায়,
বেড়ে উঠে উড়ো মেঘ..
দুরন্ত;
দুর্বার তারুন্যে
সুবিশাল,
সে যে ভয়ংকর সুন্দর..

ঝর-ঝর ঝরে যায়..
ছুঁয়ে চোখ,
ভরে মন..
প্রতিদিনকার হাসি-কান্নায়;
মিশে যায়,
নিঃশর্ত ভালোবাসায়..

তারপর,
কোন একদিন..

সময়ে..
অথবা;
আর সবার চোখে,
অসময় সময়ে..

বুঝি সে হারিয়েই যায়-
হঠাৎ করেই..নেই..

চলে যায় সে..
তবু রয়ে যায়,
তার স্মৃতি মাখা স্মৃতিতে..
বড় বেশি করে,
তার না থাকার মাঝেই..

বুঝি সে,
জানতে-ও পারেনা..

কত না রাত-জাগা চোখ,
পথ চায়..
শুধু আরো একবার,
তার ভালোবাসায় ভেসে যাবে বলে..।।


মন্তব্য

নাশতারান এর ছবি

বানানে এত ভুল থাকলে পড়ে আরাম পাই না।

দূর্বিসহ > দুর্বিষহ
যেনো > যেন
শুস্ক > শুষ্ক
মরুভুমি > মরুভূমি
কোন > কোনো
অচীন > অচিন
রুপকথার > রূপকথার
তারুন্যে > তারুণ্যে
ঝর-ঝর > ঝরঝর
পারেনা > পারে না

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পড়লাম। আরো লিখুন।

মানিক চন্দ্র দাস এর ছবি

চলুক। আরো লেখা পড়তে চাই।

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

@বুনোহাঁস আপু,
বানানে এত ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।বাংলা লেখার বেলায় বরাবর-ই খুব দুর্বল।হয়তো এখানে লিখতে লিখতে উন্নতি হবে।দোয়া করবেন,যেন তাই হয়।ভাল থাকুন।

@প্রকৃতিপ্রেমিক ও মানিক দা,
ধন্যবাদ।চেষ্টা করব।ভাল থাকুন।

তিথীডোর এর ছবি

লিখতে থাকুন, পড়তে খাকি.. হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

[বিষণ্ণ বাউন্ডুলে] এর ছবি

খাকি > থাকি

ওয়াও।তিথীপু'র লেখায় ভুল ধরছি।জীবন ধন্য!!

থ্যাঙ্কস,আপি।ভাল থাকুন। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।