আঁধার নিরবতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৭/০৮/২০১০ - ৯:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন করে সইবো সখি
কেমন করে বল,
অবাক হয়ে চেয়ে দেখি,
বৃষ্টির চোখে জল।।

হৃদয় আমার কাঁদে সখি
প্রানটা আমার পুড়ে
কষ্ট নামের মেঘ জমেছে
আমার আকাশ জুড়ে।।

চোখের জলে ভিজে সখি
পদ্ম ফুলের পাতা
মন আকাশে মেঘ জমেছে
আঁধার নিরবতা।।


মন্তব্য

অনিন্দ্য রহমান এর ছবি

নাম কী? লেখক/লেখিকার?
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

ছন্দটা ভালো লেগেছে। “বৃষ্টির চোখে জল” কথাটা দারুণ লাগলো। মন্তব্যে লেখকের নাম দিয়ে যাবেন আশা করি।

ফারুক হাসান এর ছবি

খুব ভাল্লাগছে। আরো লিখুন।

"বৃষ্টির চোখে জল" লাইনটা কেন যেন মনে হলো এর আগে কোথায়ো পড়েছি/শুনেছি। সেটা ব্যাপার নাহ।

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল। শুভকামনা।

সুবীর কর

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।