অন্ত বাবুর দন্ত রোগী
এলো যখন চেম্বারে,
বউয়ের সাথে ঝগড়া করে
ছিলেন তিনি টেম্পারে।
ছেলেপুলে নেইকো বাবুর
দুঃখ বড় মনে,
দিবারাত্রি ঝগড়া বাধে
তাইতো বধুর সনে।
অন্ত বাবুর উঁচু নাকে
চশমা এটে যান,
দিবারাত্রি চুন মিশিয়ে
চিবুন কড়া পান।
দাঁতের রোগী এলে পরে
হাত ডুকিয়ে মুখে,
একে একে গুনেন দাঁত
তিনি মহা সুখে।
আজকে রুগীর স্কেলীং হবে
ফিলিং হবে কাল,
সহকারী আসতে দেরী
রেগেই মারেন ফাল্।
অন্ত বাবুর হট কানেকসন্
বড় নেতার সাথে,
চায়নীজেতে ডিনার সারেন
তিনি প্রতি রাতে।
ডাক্তারী আর জনসেবায়
দিনে তিনি গুনী,
ধনের পিছে অন্ধ বাবু
রাত্রে সাজেন খুনী।
বানবাসীদের রিলিফ বেঁচে
টাকায় গোলা ভরে,
রিলিফের টিন জমিয়ে আরো
লাগান আপন ঘরে।
সাপে কিংবা শনির ভরে
ভাগ্য খুলে যার,
আমার দেশের নেতা নেত্রী
নেই তুলনা তার।
বাংলাদেশের রাজনীতিতে
আছে চিচিং ফাঁক,
ত্বরায় আস রাজনীতিতে
বদলে যাবে লাক।
অহিদ
মন্তব্য
ভালো লাগলো।
ডুকিয়ে মনে হয় ঢুকিয়ে হবে
সাপে মনে হয় শাপে হবে
ভাল লেগেছে জেনে আনন্দি। বানান সংশোধনের জন্য ধন্যবাদ।
(তালিয়া)
অনকে অনকে ধন্যবাদ।
চিচিং ফাঁক, ভালো হয়েছে
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ধন্যবাদ
ভালো লেগেছে।
ভাল লেগেছে জেনে খুব খুশী হলাম। ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন