অসমাপ্ত ভালবাসা
এখনও চেয়ে চেয়ে পিপীলিকার ওঠানামা দেখি চৌকির পায়ায়
হুইসেলের শব্দে বন্দি জীবনে কত ট্রেইন আসে , প্রস্থান আসে
ভাবনার বেড়াজালে দেখে পিপীলিকার ব্যস্ততা , সময় চলে যায় ।
কখনও কখনও চিন্তাগুলোকে দেয়ালের ফোকরে ঢুকিয়ে দিয়ে ,
স্বান্তনার প্রলেপ বুলিয়ে যাই ।
অজস্র নারিকেল ছায়ায় মুখ লুকিয়ে কাদতে ইচ্ছা হয়,ভালবাসা
কেন যেন শেষ হয়ে আসে ।
সময় সময় হলুদ দুপুরে আকাশের নিসঙ্গতা চেয়ে চেয়ে দেখি
হঠাত্ চমকে উঠি,দেখে আকাশের গায়ে নিজের প্রতিচ্ছবি;
রূপকথার কোনো সোনালী ডানার চিল কখনও আকাশ ভালবাসে
আবার আকাশে আঁধার মেশে,চিলের ভালবাসা ফিকে হয়ে আসে;
অনন্ত নক্ষত্র বীথির কোলে,কখনও জাগ্রত প্রহর আসে
আসে রঙ্গীন স্বপ্ন বোনার সাদাকালো প্রহর,
স্বপ্ন ভাঙ্গার কাঁচে অনেকেই হয়েছে রক্তাক্ত,আমিও আজকাল
উড়তে পারিনা , ডানা ভেঙ্গে গেছে।
পৃথিবীতে আমার কাব্য ছড়ায়েছে সোনালী রোদ,আবার
অনেকেই ভুল বুঝে স্বপ্ন বুনেছে অন্য কোনো নক্ষত্র লোকে;
তবুও অজস্র ঢেউয়ের পরে হাজার তারার ভালবাসা হয়নি ফিকে
শুধু তোমাদের অজস্র নতুন স্বপ্নের তোড়ে আমার স্বপ্ন গিয়েছে ভেসে,
বাতাসের বুকে আজও লিখে চলেছি অজস্র নিসংগতার কবিতা,
থামব না আমি ,
কেউ পাশে নেই বলে।।
-সৌরভ ( e mail id: )
মন্তব্য
আমিও একসময় খাটের মশারি স্ট্যান্ডে পিঁপড়ের ওঠা দেখতাম। নামা ও দেখতাম।
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
সচলে স্বাগতম।
কবিতাটি পড়ে আমাকে অনুপ্রাণিত করার জন্য ধণ্যবাদ।
নতুন মন্তব্য করুন