একটি দুপুর মগ্ন কিশোর দরজা খোলা
একটি দুপুর কেমন যেন আপন ভোলা
একটি দুপুর গুটি গুটি কাছে আসে
একটি দুপুর থমকে থাকে বুকের পাশে;
একটি দুপুর হঠাৎ করেই দমকা হাওয়া
একটি দুপুর নিঝুমপুরি ভূতে পাওয়া
একটি দুপুর চুপিচুপি একলা মাঠে
একটি দুপুর ঝিম মেরেছে পুকুর ঘাটে;
একটি দুপুর স্বপ্ন আনে বইয়ের পাতায়
একটি দুপুর আঁকছে ছবি ছেঁড়া খাতায়
একটি দুপুর ঘরের চালে কুমড়ো ফুলে
একটি দুপুর দুলছে শাখায় দুলে দুলে;
একটি দুপুর চমকে ওঠে ঘুঘুর ডাকে
একটি দুপুর যেতে যেতে একটু থাকে
একটি দুপুর ভাঙ্গছে শাসন ইচ্ছে মত
একটি দুপুর রক্ত ঝরা গভীর ক্ষত;
একটি দুপুর ছাদের কোনে হাসাহাসি
একটি দুপুর যায় শুনিয়ে স্মৃতির বাঁশি
একটি দুপুর করছে হিসাব গোপন ব্যাথার
একটি দুপুর পায় না খুঁজে নিজেকে আর;
একটি দুপুর পোয়াচ্ছে রোদ গুটিশুটি
একটি দুপুর খিলখিলিয়ে লুটোপুটি
একটি দুপুর ঝিকিয়ে ওঠে হালের ফালে
একটি দুপুর ক্লান্ত কিষাণ জমির আলে;
একটি দুপুর রঙিন ফিতের চঞ্চলতা
একটি দুপুর তেপান্তরের কল্পকথা
একটি দুপুর পথে পথে ফেরিয়ালা
একটি দুপুর খুলেছে তার মনের ডালা;
একটি দুপুর কাটছে জাবর আপন মনে
একটি দুপুর ঘুমিয়ে থাকে ঘরের কোণে
একটি দুপুর ঢেকির তালে তুলছে তেহাই
একটি দুপুর ঘড়ির কাঁটা সময় যে নাই;
একটি দুপুর ঝাপসা চোখে ছবি আঁকে
একটি দুপুর হারিয়ে গেল পথের বাঁকে।
--আরিফ বুলবুল
(bulbulj29@gmail.com)
মন্তব্য
চমৎকার!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
ধন্যবাদ! প্রেরণা দেবার জন্য।
--আরিফ বুলবুল
"থাকুক তোমার একটু স্মৃতি থাকুক,
একলা থাকার খুব দুপুরে, একটি ঘুঘু ডাকুক..."
#রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
খুব, খুউব ভাল্লাগলো!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ! আপনার মন্তব্য প্রথম থেকেই পাচ্ছি আগামীতেও পাব আশা করি। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।
--আরিফ বুলবুল
অসম্ভব সুন্দর।
ধন্যবাদ!
সুন্দর সুন্দর!! মুগ্ধ এবং নস্টালজিক!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
পড়ার জন্যে এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ!
বাহ্
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ!
চমৎকার হয়েছে।
ধন্যবাদ!
ভাল লেগেছে।
(কিন্তু একটু অবসার্ভেশন, মাঝেমাঝে 'একটি দুপুর' বাদ দিলে জোরে পড়লে/আবৃত্তির সময় বাধত না হয়ত, একটু একঘেঁইয়ে লাগছে। একান্তই আমার নিজস্ব মত অবশ্য)।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আপনার এই মন্তব্য আমি এড়িয়ে যেতে পারছি না। আবৃত্তি করতে গেলে আসলেই হয়তো একঘেয়েমী আসতে পারে। কিন্তু আবৃত্তির ব্যাপারটা আমার মাথায় ছিল না। আমি শুধু দেখতে চাচ্ছিলাম
--আরিফ বুলবুল
দারুণ হয়েছে !
আবৃত্তির জন্যেও কোন সমস্যা তো দেখছি না !
অবশ্য এটা আমার ব্যক্তিগত মতামত।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতেও আপনার দেখা পাব, মন্তব্য পাব।
--আরিফ বুলবুল
অন্যরকম,
অসাধারন।।
আরো লেখা দেখার প্রত্যাশা রইল,
ভালো থাকুন।।
আপনার মন্তব্য অনেক সাহস দিল। আপনার প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব নিশ্চয়।
অনেকদিন পর একটি কবিতা পড়লাম। বলাবাহুল্য, অসাধারণ লেগেছে। চালিয়ে যান।
পলাশ রঞ্জন সান্যাল
পলাশ, আপনাকে ধন্যবাদ!
অনেক ভাল লাগলো পড়ে।
তিথীডোর বলতো এটা মাইলস্টোন একটা কাজ করছে??
উদ্ধৃতি
'তিথীডোর, বলতো এটা মাইলস্টোন একটা কাজ করছে??'
ইয়ে, বুঝলাম না ঠিক!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আরে আপু civil dress এ চুরি করে আমাদের পরীক্ষা নিচ্ছে। এটা কি ঠিক??
তুমি তো বাংলাদেশী তাইনা?
ধন্যবাদ!
মাঝখানে কোথায় ডুব দিয়েছিলেন?
আমার ব্যক্তিগত মত 'একটি দুপুর'কে endurance limit পার না করানোই ভালো। নয়তো আবৃত্তি করার জন্য ঠেকুক বা না-ঠেকুক, পাঠক নিজে নিজে পড়তে গিয়ে একটু হোঁচট খাবার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পান্ডবকে দেখে ভালো লাগল। আমি কবিতাটা যা এখানে যা আছে তার দ্বিগুন লিখেছিলাম। তারপর নিজের বিচারবুদ্ধিমত বাদ দিয়ে এইটকি রেখেছি। বাকিটুকু পাঠকের ইচ্ছা।
ভালো কথা, এইমাত্র 'স্বপ্ন ছিল' নামে একটা কবিতা পোস্ট দিয়েছি। কিন্তু নিজের নাম এবং ইমেল লিখতে ভুলে গেছি। কী করা যায়? কোন সমস্যা হবে না তো।
কবিতাটা প্রকাশিত হলে মন্তব্যর ঘরে আপনার নাম, ই-মেইল ঠিকানা জানিয়ে দিন। তাতে পাঠক-মডারেটর সবারই সুবিধা হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
বলতে ভুলে গেছি, এর আগে আরও দুটো কবিতা পোস্ট দিয়েছি। মন্তব্য পাব নিশ্চয়।
--বুলবুল
একটু কষ্ট করে নাম দুটো কোনোভাবে জানাবেন। তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
'একটি মানুষ ও একটি দুপুর'
'তুমি আর আমি'
অসাধারন বুঝাতে কতটা লম্বা করে লিখতে হয় জানা নেই কারন আমার আর কোন ভাষা নেই ।
অনেক লিখুন ।
আপনাকে ধন্যবাদ!
প্রখর-রোদ্দুর, আপনাকে ধন্যবাদ!
--আরিফ বুলবুল
প্রখর-রোদ্দুর, আপনাকে অনেক ধন্যবাদ!
--আরিফ বুলবুল
শুরুকেই রিটন ভাইয়ের মন্তব্য দেখে মনে পড়ে গেলো তার একটা ছড়ার দুটো লাইন-
ভাই আপনার ছন্দজ্ঞ্যান খুবই ভালো এবং ছন্দের উপর নিয়ন্ত্রণও ভালো। পড়ে খুব ভালো লাগলো। আরো লিখুন, নিয়মিত লিখুন। তবে একখান কথা-কাহিনী ভিত্তিক পদ্য/কবিতা লিখুন, যাতে শুরু আছে, ধারাবাহিকতা আছে আর সবশেষে একখান 'শেষ' আছে। আপনার শুভকামনায়-
রাতঃস্মরণীয়
প্রথমেই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তবে
উপরের কথাটা হয়তো ঠিক বুঝতে পারি নি। যদি ঠিক বুঝে থাকি তাহলে আপনার জন্য একটা লিংক দিলাম
http://www.sachalayatan.com/guest_writer/31646
আপনারা চাইলে আরও লিখব। লিখতে পারলেইতো সুখ্। আপনাকে আবারও কৃতজ্ঞতা জানাই।
উত্তরের অপেক্ষায় রইলাম।
--আরিফ বুলবুল
নতুন মন্তব্য করুন