আজ দুপুরে আম্রিকান এম্বাসী থেকে পাসপোর্ট হাতে পাইলাম; একটু ভারী, ভিসা স্টিকারটার জন্য।
সেই সাথে মনটাও একটু ভারী, সব প্রিয়জন কে একসাথে হারাবার আগাম ব্যথায়।
মাথা আনন্দে গিজগিজ করছে; আর মন ব্যথায়।
দ্বিত্বতা মানুষের সব কিছুতেই; চাওয়া-পাওয়া সব কিছুতেই। আর মানুষেরই বা কি করা; মানুষের DNA টাই তো double-helix ।
কিছুদুর রিক্সায় এসে এরপর উঠলাম ঢাকার ঐতিহ্য ৬ নম্বর বাসে। বাস চললো ধুকে ধুকে। কিন্তু এখন ২৭-বছর ধরে চেনাজানা ঢাকার সবকিছুই কেমন যেনো ভাল লাগতে শুরু করেছে। এমনকি রাস্তার জ্যাম, ঘামে ভেজা মানুষগুলার বেছে থাকার সংগ্রাম, একটা বাচ্চা মেয়ের বাসে উঠে স্লিপ বিলিয়ে কাঁচা ভাষায় সাহায্য চাওয়া, গুলশান লেক থেকে ভেসে আসা বাতাস; সবকিছুই। মানসিক এই প্রতিক্রিয়াটার কি কোন নাম আছে? কি বলা যায়, Pre-emptive Nostalgic Syndrome (PNS)? জ্ঞানী-গুনী কারো জানা থাকলে একটু বইলা দিয়েন।
এখন হুরাতাড়া করে সব গোছাও, শপিং গুলা সারো, টিকেট কনফার্ম করো, ব্যাগ গোছাও, কি নিবা কি ছাড়বা ঠিক করো... ইত্যাদি ইত্যাদি।
এম্বাসী ভিসা দিতে দেরি করলো অনেক; তাই তাড়াহুড়া।
কিন্তু এই তাড়াহুড়ার ভাঁজে-ভাঁজে কি প্রিয়জন হারানোর ব্যথা ভুলে থাকার অভিনয় নেই ?
মন্তব্য
লেখকের নামধাম নাই কেন?
আম্রিকার কোথায় যাচ্ছেন?
আম্রিকার টেনেসিতে, ইউনিভার্সিটি অফ মেমফিস
তাড়াহুড়া করে লেখা তাই নাম লিখতে ভুলে গেসিলাম
ঘটনা কী? কেন যাচ্ছেন কিছুই তো বললেন না। নতুন জীবন মানে কী? ডিভি পেয়েছেন নাকি?
পিপিদা: না, ডিভি না, F-1, Bioinformatics এ MS করতে যাইতেছি
কনগ্র্যাটস। ভালো করে পড়াশুনা করবেন।
পিপিদা: ধন্যবাদ;
কিন্তু এস.এস.সি এর পরে সেই যে "ভালো করে পড়ালেখা" ছাড়ছি, আবার সেইটা শুরু করতে পারি নাকি দেখি
-- কেমন সুর
আপনার সফলতা কামনা করি।
দেশ ছেড়ে থাকা অনেক কষ্টের।
দুধের শিশু মাকে ছেড়ে থাকলে যতটা পায়।
সবে তো শুরু। দেশ ছেড়ে আসলে দেখবেন দেশের প্রতি আপনার প্রেম ছলকে উঠবে। আমি মাঝে মাঝে ভাবি, দেশে থাকতে এই এক্সট্রা প্রেম কৈ ছিল!
ঠিক ই বলেছেন; এখনি অনেকটা বুঝতে পারতেছি
মেমফিসে স্বাগতম
ওস্তাদ, আপনে কই ? ঠিকানা পরিচয় দেন না !
অবশ্য মেমফিস যে পিচ্চি শহর, আপনারে এমনেই খুইজা বাইর কইরা ফেলামু
-- কেমন সুর
এইখানে আপনার জন্য অত্যন্ত দরকারী একটা পোস্ট আছে। পড়লে বুঝবেন কিংকং কতো বড় একটা কাজ করেছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অনেক ধন্যবাদ, বিশেষ করে জ্যাকেটের দাম টা কাজে লাগসে;
আজকেই বঙ্গ তে গেসিলাম. এক দোকানে ঢুকলাম, কোড বললাম "ক্যানাডার জ্যাকেট", সেই ধীরে ধীরে সব আইটেম বীর কইরা দিলো, সব নিলাম, সে তার দাম গুলো লিখসে, এরপর আমি তার তাল থিকা ১হাজার মাইনাস কইরা বলসি, দিলে দিয়া দ্যান.
দিয়া দিছে. ঘটনা শ্যাষ
Bioinformatics তো বেশ গরম একখান বিষয় এখন। মাঝেমধ্যে এ নিয়ে সচলে একআধটা পোস্ট দেবেন তাহলে।
ভবিষ্যতের জন্য শুভকামনা।
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
নতুন মন্তব্য করুন