আজ সারারাত ভ'রে
অঝোর ধারায় বরষণ হবে ধরনী শীতল করে
শ্রাবণের ধারা সেঁচে
হাসবো-খেলবো-গান গেয়ে যাবো-আমরা বেড়াবো নেচে
মেলে রাখি আঁখি দুটি
বৃষ্টিতে আজ লুটোপুটি হবে, আর হবে ছুটোছুটি
বুকে নেমে এলে মেঘ
আজ নিশ্চিত গলে ধুয়ে যাবে ঘৃণা-কাম-উদ্বেগ
মনে জাগে বড়ো আশা
আজ মুছে যাবে আত্মার দাহ— লালসার ভুল ভাষা
গান গেয়ে বিধাতার
আত্মাকে মোরা শুদ্ধতা দেব— স্নিগ্ধতা আর বার
দ্বিধা লাজ সব ভুলে
মুখ বুক আর শ্রোণি ধুয়ে নেব আমরা বসন খুলে
আদিম মাটির ঘরে
বিজলী আলোতে সংগম হবে— বজ্রের শিৎকারে
দুটি মন পেলে ভাষা
আদিম রমণে পথ খুঁজে পাবে আমাদের ভালোবাসা
প্রভাতের প্রান্তিকে
শিশির স্নিগ্ধ বনের গোলাপ— ফুটে র'বো দিকে দিকে।
(Ahmmed Bulbul Islam রচিত "Black Rains" এর ছায়া অবলম্বনে)
রোমেল চৌধুরী
মন্তব্য
দারুণ লাগলো। মনে হলো বৃষ্টির পরশ।
বিধাতার কৃপাবর্ষণে আমাদের সকলের জীবন হোক সবুজ অরণ্যের মতো কলুষমুক্ত । মাত্রাবৃত্তে আমার ক্ষুদ্র প্রচেষ্টাটুকু আপনাকে আনন্দ দিয়েছে জেনে ভালো লাগলো ।
আজ সকাল হইতেই নির্মেঘ আকাশ রৌদ্রস্নাত নীলে ভরিয়া উঠিয়াছে। সেই নীলের অবারিত সীমানায় ব্যাপ্ত হইতে হইতে কি এক অসীম স্নেহে পৃথিবীকে আশীর্বাদ করিতে মহাকাশ দিগন্তরেখায় নত হইয়াছেন। তারই পরশে অন্তরাত্মা কেমন পূর্ণ হইয়া এক অনন্তযাত্রার সারথি হইতে উন্মুখ হইয়া আছে- প্রাণমন তাহারই সন্ধানে ব্যাকুল হইয়া নিজেকেই নিজের হইতে মুক্ত করিয়া আরো বৃহৎ হইয়া উঠিল। গত রাতে নিদ্রা আসিতেছিল না। কবিগুরুর ছিন্নপত্র খানার পাতা উল্টাইতে উল্টাইতে বারংবার কি এক অজানা অনুভূতিতে আচ্ছন্ন হইয়া পড়িতেছিলাম। কখনযে রাত্রির বুকে ভাসমান অন্ধকারের আলোকমালা একে একে নিভিতে শুরু করিল তাহা টেরও পাই নাই। টের পাইলাম তখন - যখন সূর্যদেবের সোনালী আভা জানালার পথ ধরিয়া তাহার পরশ বুলাইয়া গেল। কি এক অপরূপ দৃশ্য। জানালা দিয়া বাইরে দৃষ্টি মেলিয়া তাকাইতেই ... আমাদের এই ক্লান্ত মৃতপ্রায় নগরীটি যেন লাফ দিয়া উঠিল। তখনো সকালের ব্যস্ততা শুরু হয় নাই। শূণ্য পথে ছিন্নহৃদয়ের আনাগোনা তখনো ব্যাতিব্যস্ত ত্রস্ততায় আগ্রাসী হইয়া ওঠে নাই। আমি পড়ার টেবিলে আসিয়া কম্পিউটার যন্ত্রখানা চালাইয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া রহিলাম। কিম্পউটার যন্ত্রখানার ভেতর হইতে সুবিনয় রায় এক অপার্থিব গলায় গাহিয়া চলিয়াছেন...
কেগো অন্তর তরসে...
সোনালী রূপালী সবুজে সুনীলে
এমন মায়া কেমনে রচিলে...
তাহারই আড়ালে চরণ বাড়ালে
দুয়ালে সে সুধা হরষে...
গানটাই বাজিয়া চলিয়াছিল। বাতাস গুঞ্জরিত করিয়া, মন মর্মিরত করিয়া। তবু ভাবনার পথ রুদ্ধ হয় নাই। বরঞ্চ সুরের আবেশে এস ছুটিয়া ছুটিয়া বেড়াইতেছিল।...
সব ভাবনার গতিরেখা যদি অনুসরণ করা যাইতো তবে হয়ত কয়েক আলোকবর্য সমপরিমাণ পথের সন্ধান মিলিত। তবে সেই বিস্তৃত পথের সামান্য কিছু যাহা মনের মধ্যে টিকিয়া গেল তাহার মধ্যে এইটুকু ছিল- আপনার প্রথম পোস্টটি পড়িব। শুধু আপনার, তাহা নহে- কয়েকজনের মুখই (আমার কছে নামটাই মুখচ্ছবি হয়ে এসেছে) একে একে চোখের উপর ভাসিয়া উঠিল.. আমি তাহাদের প্রথম পোস্ট নাড়িয়া চাড়িয়া দেখিলাম..। আপনার পোস্টটিতে মন্তব্য রাখিতে গিয়া আজ যে কথার অনর্গল স্রোত বইছে তাহার কারণ অন্য কিছু নয়, সকালের মুগ্ধতাবোধের রেশটুকু আপনার শব্দে শব্দে ধ্বনিময় হইয়া উঠিয়াছিল...
এটা যে আপনার স্বাগত পোস্ট কিনা তাহা নিশ্চিত হইলাম না। কিন্তু আমার হৃদয় বলিয়া উঠিতেছে- ইহাই প্রথম। কারণ সূচনালগ্নের আনন্দময় মঙ্গলধ্বনি চরাচর ছাড়াইয়া নিখিল ভূবনে ব্যপ্ত হইয়া উঠিয়াছে...
আরেকটি জরুরী কথা মনে পড়িয়া গেল...
আপনার ছন্দের পাঠশালায় আমি মন বসাইতে যথাসাধ্য চেষ্টা করিতেছি... যদিও পূর্ণ অভ্যাসটি এখনও রপ্ত করিয়া উঠিতে পারি নাই।
আমার এই রুগ্ন পোষ্টটিকে সহস্র শতদলের অনিন্দ্য সমাহারে ভরে দেবার জন্য অশেষ কৃতজ্ঞতা!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
Ahmmed Bulbul Islam রচিত `Black Rains'কবিতাটি পড়বার কোন সুযোগ আছে কি?
নিশ্চয়ই, এই নিন!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সুন্দর। ভারী সুন্দর। এই কবির সাথে আমার কোন পরিচয় নেই। আমার কাছে তার অস্তিত্ব জন্ম নিল আপনার মাধ্যমে। আমি জানি না... আপনার সাথে তার কোন যোগাযোগ আছে কিনা। যদি থেকে থাকে... তাকে আমার হয়ে ভালবাসা জানিয়ে দেবেন।
যোগাযোগ আছে, তিনি বর্তমানে নাখালপাড়ায় থাকেন। ইংরেজি ভাষার উপর তাঁর দখল দেখে মুগ্ধ হয়েছি। আপনার ভালোবাসা পৌঁছে দেব। আপনি চাইলে দেখাও হতে পারে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
সাগ্রহী অপেক্ষার জন্ম হলো...
নতুন মন্তব্য করুন