মান ভাঙানোর ছড়া

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৭:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্বরবৃত্তে বাঁধতে পারি
তোমার চুলের বেণী
দিলেম না হয় চারের চালে
মাত্রা একটুখানি;

আঁধার করে গড়িয়ে পড়ে
তোমার চুলের ঝাড়
নিলেম না হয় একটুখানি
ছন্দ ভাঙার ছাড়;

তাই বলে কি কল্পনা মোর
মেলবে নাকো পাখা
নইলে কেন চোখ রাঙিয়ে
কপট ও রাগ আঁকা ?

রোমেল চৌধুরী


মন্তব্য

রিম্মী চৌধুরী [অতিথি] এর ছবি

অনেক সুন্দর।

অতিথি লেখক এর ছবি

প্রথম স্তবকে স্বরবৃত্তকে ঠিকঠাক রেখে বাগদেবীর বেণী বাঁধতে চেয়েছি ! দ্বিতীয় স্তবকে 'আঁধার করে গড়িয়ে পড়ে' তে একটু ইচ্ছাকৃত মাত্রাফের ! শেষ স্তবকটি বক্তব্যধর্মী, 'কল্পনাবিকাশেই কবিতার পূর্ণতা' এটি বলার বিনীত প্রচেষ্টা ! কতটুকু সুন্দর হয়েছে জানিনা তবে আপনাদের আনন্দ দিলে ধন্য হই !

রোমেল চৌধুরী

অনিন্দ্য রহমান এর ছবি

না, স্বরবৃত্তে এটাও হয়। গো+ড়ি+এ ধরলে ৩ সিলেবল। কিন্ত পড়ার সময় গোড়্+ইয়ে হয়ে যায়, মানে ২ সিলেবল। লোককবিতায় এমন উদাহরণ আছে। ছন্দচর্চা ভালো লাগল।
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

অনিন্দ্য আপনার ছন্দ বিচার ! তবে লেখাটির মূল সুর কিন্তু ছন্দচর্চায় নয় বরং কল্পনার ডানাকে আরো দূরে মেলে দিতে গিয়ে একটু ছন্দবিচ্যুতি যে মার্জনীয়, সেটাই বলবার সাহস করেছি ! ধন্যবাদ, আপনার মন্তব্যে আমার উত্তরণ !

রোমেল চৌধুরী

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতার মূল সুর ছন্দচর্চা নয়। আমিও সেরকমটা বলতে চাইনি। উপরন্তু আমার ছন্দ বিচারে ত্রুটি থাকতে পারে হাসি
___________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

আমিও এই কথাটা বলতে যাচ্ছিলাম। আপনি বলে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ।

--আরিফ বুলবুল

ইশতিয়াক এর ছবি

খুব ভাল লাগল। মনে হচ্ছিল এত তাড়াতাড়ি শেষ হল কেন??

রোমেল ভাই, ৩০ এর নিচে বয়স হলে কি মান ভাঙানো লাগেনা?শুধু +৩০ ই এর জন্য কেন?

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

ইশতিয়াক ভাই,
এক । এজরা পাউন্ডের একটি দু’লাইনের আলোড়ন তোলা কবিতার কথা মনে পড়লোঃ
"The apparition of these faces in the crowd:
Petals in a wet, black bough."
আমার মনে হয়েছে আমি যা বলতে চেয়েছি তিন স্তবকে তা বলা হয়ে গেছে । আসুন না, আমরা সবাই আরো অনেক অনেক লিখি । আর প্রতিটি লেখায় নোতুন নোতুন আবিষ্কারে মেতে উঠি ।

দুই । দেখুন তো কি ভুলই না করেছি ! নিজে বুড়ো বলে আর সবাইকে বুড়ো ভেবে বসে আছি ! সচলায়তনে ব্লগ পোষ্ট ফর্ম পূরণের সময় ভুলটি করেছি ! আমি মনে করেছিলাম ওখানে নতুন লেখকের বয়সসূচক কোন সংখ্যা বসাতে হবে হয়তো ! না রে ভাই, মান অভিমানের মোহন খেলায় মেতে উঠাতে বয়সের বাধ্যবাধকতা নেই, বোধকরি ! আপনার উদার মন্তব্য আমায় পরিমিত অনুপ্রেরণার জলসিঞ্চনে সিক্ত করেছে ! অনেক ধন্যবাদ আপনাকে !

অতিথি লেখক এর ছবি

কবিকে স্বাগতম! গলার স্বর চেনা চেনা লাগে।

--আরিফ বুলবুল

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

কবি আরিফ বুলবুল,
“কবি কবি বলে আমায় দিচ্ছো কেন ধিক
আমি তো ভাই ছন্দ মেলাই নেহাত ছান্দসিক”
শুভকামনা !

ইশতিয়াক এর ছবি

ছন্দের জাদুকর আবার বাংলার বুকে ফিরে এলো নাকি?

রোমেল ভাই এর কাছ থেকে আরো অনেক অনেক ছন্দের খেলা চাই।

কৌস্তুভ এর ছবি

বেশ বেশ। ছন্দটন্দ বুঝি না, সঙ্গিনী ও নাই, তবুও ছড়াটা বেশ লাগল।

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

কৌস্ত্তভ,
ধন্যবাদ আপনাকে, বেশ লাগার রেশটা চুপি চুপি ছুটে এসে আমায় পুলকিত করলো !

কবি-মৃত্যুময় এর ছবি

আসলেই স্বরবৃত্তের রাঙা ঘোড়া টগবগিয়ে ছুটিয়ে নিয়ে মাতোয়ারা করল।

রোমেল চৌধুরী এর ছবি

হো হো হো ওরে বু বু সরে দাড়া......

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

ধৈবত(অতিথি) এর ছবি

দারুণ কবিতা রোমেল ভাই।
অটঃ যেহেতু অ্যাকাউন্ট পেয়ে গেছেন, পোস্টের নিচে নাম ও মেইল আইডিটা কী মুছে দেয়া যায়না। ওগুলো এখন বাহুল্য মনে হচ্ছে। দেঁতো হাসি

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ, ধৈবত ভাই! হ্যাঁ, মুছে দেয়া যায় হয়তো, মুছে দিতে গিয়েওছিলাম একবার। কিন্তু ঐ কবিতার চরণকটি মনে পড়ে গেল,
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।