৩ | লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৩:১৩অপরাহ্ন)
না, স্বরবৃত্তে এটাও হয়। গো+ড়ি+এ ধরলে ৩ সিলেবল। কিন্ত পড়ার সময় গোড়্+ইয়ে হয়ে যায়, মানে ২ সিলেবল। লোককবিতায় এমন উদাহরণ আছে। ছন্দচর্চা ভালো লাগল।
___________________________ Any day now, any day now,
I shall be released.
৪ | লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (যাচাই করা হয়নি) (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৪:২৯অপরাহ্ন)
অনিন্দ্য আপনার ছন্দ বিচার ! তবে লেখাটির মূল সুর কিন্তু ছন্দচর্চায় নয় বরং কল্পনার ডানাকে আরো দূরে মেলে দিতে গিয়ে একটু ছন্দবিচ্যুতি যে মার্জনীয়, সেটাই বলবার সাহস করেছি ! ধন্যবাদ, আপনার মন্তব্যে আমার উত্তরণ !
৫ | লিখেছেন অনিন্দ্য রহমান (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৬:২২অপরাহ্ন)
কবিতার মূল সুর ছন্দচর্চা নয়। আমিও সেরকমটা বলতে চাইনি। উপরন্তু আমার ছন্দ বিচারে ত্রুটি থাকতে পারে
___________________________ Any day now, any day now,
I shall be released.
৮ | লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (যাচাই করা হয়নি) (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৮:০৬অপরাহ্ন)
ইশতিয়াক ভাই,
এক । এজরা পাউন্ডের একটি দু’লাইনের আলোড়ন তোলা কবিতার কথা মনে পড়লোঃ
"The apparition of these faces in the crowd:
Petals in a wet, black bough."
আমার মনে হয়েছে আমি যা বলতে চেয়েছি তিন স্তবকে তা বলা হয়ে গেছে । আসুন না, আমরা সবাই আরো অনেক অনেক লিখি । আর প্রতিটি লেখায় নোতুন নোতুন আবিষ্কারে মেতে উঠি ।
দুই । দেখুন তো কি ভুলই না করেছি ! নিজে বুড়ো বলে আর সবাইকে বুড়ো ভেবে বসে আছি ! সচলায়তনে ব্লগ পোষ্ট ফর্ম পূরণের সময় ভুলটি করেছি ! আমি মনে করেছিলাম ওখানে নতুন লেখকের বয়সসূচক কোন সংখ্যা বসাতে হবে হয়তো ! না রে ভাই, মান অভিমানের মোহন খেলায় মেতে উঠাতে বয়সের বাধ্যবাধকতা নেই, বোধকরি ! আপনার উদার মন্তব্য আমায় পরিমিত অনুপ্রেরণার জলসিঞ্চনে সিক্ত করেছে ! অনেক ধন্যবাদ আপনাকে !
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ, ধৈবত ভাই! হ্যাঁ, মুছে দেয়া যায় হয়তো, মুছে দিতে গিয়েওছিলাম একবার। কিন্তু ঐ কবিতার চরণকটি মনে পড়ে গেল, থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
মন্তব্য
অনেক সুন্দর।
প্রথম স্তবকে স্বরবৃত্তকে ঠিকঠাক রেখে বাগদেবীর বেণী বাঁধতে চেয়েছি ! দ্বিতীয় স্তবকে 'আঁধার করে গড়িয়ে পড়ে' তে একটু ইচ্ছাকৃত মাত্রাফের ! শেষ স্তবকটি বক্তব্যধর্মী, 'কল্পনাবিকাশেই কবিতার পূর্ণতা' এটি বলার বিনীত প্রচেষ্টা ! কতটুকু সুন্দর হয়েছে জানিনা তবে আপনাদের আনন্দ দিলে ধন্য হই !
রোমেল চৌধুরী
না, স্বরবৃত্তে এটাও হয়। গো+ড়ি+এ ধরলে ৩ সিলেবল। কিন্ত পড়ার সময় গোড়্+ইয়ে হয়ে যায়, মানে ২ সিলেবল। লোককবিতায় এমন উদাহরণ আছে। ছন্দচর্চা ভালো লাগল।
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অনিন্দ্য আপনার ছন্দ বিচার ! তবে লেখাটির মূল সুর কিন্তু ছন্দচর্চায় নয় বরং কল্পনার ডানাকে আরো দূরে মেলে দিতে গিয়ে একটু ছন্দবিচ্যুতি যে মার্জনীয়, সেটাই বলবার সাহস করেছি ! ধন্যবাদ, আপনার মন্তব্যে আমার উত্তরণ !
রোমেল চৌধুরী
কবিতার মূল সুর ছন্দচর্চা নয়। আমিও সেরকমটা বলতে চাইনি। উপরন্তু আমার ছন্দ বিচারে ত্রুটি থাকতে পারে
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আমিও এই কথাটা বলতে যাচ্ছিলাম। আপনি বলে ফেলেছেন। আপনাকে ধন্যবাদ।
--আরিফ বুলবুল
খুব ভাল লাগল। মনে হচ্ছিল এত তাড়াতাড়ি শেষ হল কেন??
রোমেল ভাই, ৩০ এর নিচে বয়স হলে কি মান ভাঙানো লাগেনা?শুধু +৩০ ই এর জন্য কেন?
ইশতিয়াক ভাই,
এক । এজরা পাউন্ডের একটি দু’লাইনের আলোড়ন তোলা কবিতার কথা মনে পড়লোঃ
"The apparition of these faces in the crowd:
Petals in a wet, black bough."
আমার মনে হয়েছে আমি যা বলতে চেয়েছি তিন স্তবকে তা বলা হয়ে গেছে । আসুন না, আমরা সবাই আরো অনেক অনেক লিখি । আর প্রতিটি লেখায় নোতুন নোতুন আবিষ্কারে মেতে উঠি ।
দুই । দেখুন তো কি ভুলই না করেছি ! নিজে বুড়ো বলে আর সবাইকে বুড়ো ভেবে বসে আছি ! সচলায়তনে ব্লগ পোষ্ট ফর্ম পূরণের সময় ভুলটি করেছি ! আমি মনে করেছিলাম ওখানে নতুন লেখকের বয়সসূচক কোন সংখ্যা বসাতে হবে হয়তো ! না রে ভাই, মান অভিমানের মোহন খেলায় মেতে উঠাতে বয়সের বাধ্যবাধকতা নেই, বোধকরি ! আপনার উদার মন্তব্য আমায় পরিমিত অনুপ্রেরণার জলসিঞ্চনে সিক্ত করেছে ! অনেক ধন্যবাদ আপনাকে !
কবিকে স্বাগতম! গলার স্বর চেনা চেনা লাগে।
--আরিফ বুলবুল
কবি আরিফ বুলবুল,
“কবি কবি বলে আমায় দিচ্ছো কেন ধিক
আমি তো ভাই ছন্দ মেলাই নেহাত ছান্দসিক”
শুভকামনা !
ছন্দের জাদুকর আবার বাংলার বুকে ফিরে এলো নাকি?
রোমেল ভাই এর কাছ থেকে আরো অনেক অনেক ছন্দের খেলা চাই।
বেশ বেশ। ছন্দটন্দ বুঝি না, সঙ্গিনী ও নাই, তবুও ছড়াটা বেশ লাগল।
কৌস্ত্তভ,
ধন্যবাদ আপনাকে, বেশ লাগার রেশটা চুপি চুপি ছুটে এসে আমায় পুলকিত করলো !
ওরে বু বু সরে দাড়া......
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
দারুণ কবিতা রোমেল ভাই।
অটঃ যেহেতু অ্যাকাউন্ট পেয়ে গেছেন, পোস্টের নিচে নাম ও মেইল আইডিটা কী মুছে দেয়া যায়না। ওগুলো এখন বাহুল্য মনে হচ্ছে।
ধন্যবাদ, ধৈবত ভাই! হ্যাঁ, মুছে দেয়া যায় হয়তো, মুছে দিতে গিয়েওছিলাম একবার। কিন্তু ঐ কবিতার চরণকটি মনে পড়ে গেল,
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন