আজকে পত্রিকায় একটা খবরের দিকে চোখ পড়ল। মনে হয় আপনাদের অনেকেই এই খবরটা খেয়াল করেছেন। নিউইয়র্ক ভিত্তিক অনলাইন সাময়িক 'নিউজ উইক' তাদের চলতি সংখায় বিশ্বের ১০০টি সেরা দেশের একটি তালিকা করেছে যাতে বাংলাদেশ কে স্থান দেওয়া হয়েছে। 'নিউজ উইক' এর জরিপ অনুসারে ১০০ টি দেশের মধ্যে বাংলাদেশ এর অবস্থান ৮৮ তম। কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই জরিপ হলো এমন একটা চিন্তা মাথায় আসতেই নিউজ উইক এর ওয়েব সাইট খুলে বসা। ১৯৩৩ সাল হতে প্রচারিত প্রাচীন নিউজ উইকের ওয়েব সাইট টি অনেক তথ্যের আধার। কিছুক্ষন খুজে পেয়ে গেলাম কাঙ্খিত সেই জরিপ। জরিপে মুলত পাচটি বিষয়ের উপর ভিত্তি করে সেরা ১০০ টি দেশ নির্বাচন করা হয়েছে। বিষয় গুল হলো - শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজনৈতিক পরিস্থিতি। জরিপে ৮৮তম স্থান লাভ করা বাংলাদেশ শিক্ষায় ৯৫তম, স্বাস্থ্যে ৮২তম, জীবনযাত্রার মানে ৮৬তম অর্থনৈতিক সমৃদ্ধিতে ৮৮তম এবং রাজনৈতিক পরিস্থিতির সূচকে ৭৬তম। এখানে একটি গ্রাফ তৈরি করা হয়েছে যাতে এই সূচক গুলো চিহ্নিত করে দেখান হয়েছে। যে কেউ ঢু মেরে দেখে আসতে পারেন এখানে।http://www.newsweek.com/2010/08/15/interactive-infographic-of-the-worlds-best-countries.html
এলেবেলে
_____________________
অস্থির চিত্তের বিস্ময়কর পদচারনা
মন্তব্য
আপনার বক্তব্য কী?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দাদা, আমি একজন নতুন ব্লগার। জানার আগ্রহ থেকেই এই জগতে আগমন।
জরিপে যা দেখলাম তাতে ঠিক বুঝে উঠতে পারলাম না এটা কি উন্নতি নাকি অবনতির লক্ষন। যেখানে শিক্ষার মান ৪৮.৪%, একজন শিশু মাত্র ৮.৪ বছর পড়ালেখা করতে পারে সেটাকে আমি ভাল বলি কন দৃষ্টিতে সেটাই বধোগম্য নয়।
ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।
লেখার মান উন্নয়নের উপদেশ দেবেন এই আশায় রইলাম।
এলেবেলে
_________________________
অস্থির চিত্তের বিস্ময়কর পদচারনা
ঠিকাছে। খবর শেয়ারের পাশাপাশি আপনার মতামত জানতে পারলে উপভোগ্য হয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দাদা, চেষ্টার ত্রুটি করবনা।
মজার বিষয় হল আমাদের ঠিক পেছনেই পাকিস্তানের নাম
ওরা মার খেয়ে গিয়েছে রাজনৈতিক পরিস্থিতির কারনে।
এলেবেলে
_________________________
অস্থির চিত্তের বিস্ময়কর পদচারনা
নতুন মন্তব্য করুন