আমরা!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ২৬/০৮/২০১০ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

[আরিফ বুলবুল]

আমরা কোনদিন ছিলাম না শিশু
কিন্তু শৈশবস্মৃতি দুরন্ত শিশুর মতো
কলকলিয়ে আমাদেরর তাড়া করে ফেরে
আমরা কোনদিন পাই নি ব্যাথা
তবু ব্যাথাতুর হৃদয়ের কান্না
বেজে চলে প্রতিক্ষণ আমাদের বুকে।

এরকম আমরা কয়েকজন;
সন্ধ্যায় সূর্যাস্তকে সামনে রেখে
দিগন্তে তৈরি করি কিছু স্বপ্নময় সিলুয়েট;
দূরবর্তী কোন জীবনের সম্ভাবনা আমাদের
উদ্দীপ্ত করে; যেমন আচ্ছন্ন করে রাখে
অতীতের মোহন হাতছানি।

যুগপৎ আকর্ষণে বিলুপ্ত হয় অতীত আর
ভবিষ্যতের শাসন; সে এক নতুন জীবনের গল্প;
কিন্তু সে জীবনে আমরা কোনদিন যাব না।

আমরা যেন থেকেও নেই;
আমারা যেন কোনদিন জন্মাই নি;
তবু বহু জন্ম জন্মান্তরের আনন্দ বেদনার স্বাক্ষী
এই আমরা--

পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতী, আড়িয়াল খাঁ
শীতলক্ষ্যার ঠান্ডা জলে স্নান করে
সূর্যকে দিয়েছি বহু প্রণাম;
তবু সূর্যাস্তকে সামনে রেখে
কিছু স্বপ্নময় সিলুয়েট ছাড়া
আর কিছুই নই।

আমরা যেন কেউ ক্ষুধার্ত নই
আমরা যেন কেউ কামার্ত নই
আমাদের যেন কোন উচ্চাশা নেই
আমারা যেন কেউ ভয়ার্ত নই;

তবু ক্ষুধা আমাদের পীড়িত করে
কাম আমাদের আহত করে
আমাদের অথর্ব করে দেয়;
উচ্চাশা আমাদের তাড়া করে ফেরে;

যেভাবে অন্ধকারে বেড়াল তাড়ায়
নোংরা ধূসর ইদুঁর।

--আরিফ বুলবুল


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুদ্ধ বানানে আরো ভালো কবিতা চাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

অসাধারণ একটি কবিতা ! যুগযন্ত্রণার সত্যনিষ্ঠ ও অনুপম প্রকাশ ! কবিকে তো সময়ের সত্যচিত্র আঁকতেই হবে স্ফটিক স্বচ্ছতায় আর নির্মোহ আন্তরিকতায় ! বিমুগ্ধ ঈর্ষা রইলো !!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।