গালিবী শের –দ্বিতীয় পর্ব

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০১/০৯/২০১০ - ৭:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

- অনন্ত আত্মা

[মির্যা গালিবের শের এবং গজলে অবশ্যম্ভাবী অনুসঙ্গ হিসেবে যেমন এসেছে নারী ও প্রেম; তেমনিভাবে বিদ্রূপাত্মক ঢঙে এসেছে সুরা ও সাকী প্রসঙ্গ। গালিবের শেরের দূরবর্তী ছায়া অবলম্বণে এবারও তিনটি শের লেখার চেষ্টা করলাম।]

৪.
সুন্দর মুখ ভালবাসি
সবসময়ই আমি।
আমার ঘরে আয়নাতো
নেই, আমি কেমন জানি?

৫.
সুর, সুরা সবই আছে,
ভেসে যাও স্রোতে;
উন্মাদ হয়ে মাতো
নারী ও প্রেমেতে।
কান খুলে শুনে রাখো মোর উপদেশ,
সততা, সাধুকে রেখ দূর চীন দেশ।

৬.
বন্দী আছে যাবজ্জীবন
কামনা বাসনা লক্ষ;
রক্তাত্ত সেই কারাগার,
আমার আপন বক্ষ।

onnajagat@yahoo.com


মন্তব্য

অনিকেত এর ছবি

আপনার প্রথম কিস্তিটাও ভাল লেগেছিল। এইটাও লাগল।
বিশেষ করে ৬ নং-টা।

আরো আসতে থাকুক---

শুভেচ্ছা অহর্নিশ!

অতিথি লেখক এর ছবি

আপনাদের ভাল লাগলে অহর্নিশ চেষ্টা থাকবে ভাল কিছু দেবার। পড়ার, মন্তব্য করার আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ।

অনন্ত আত্মা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

৬ নম্বরের ৫

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পিপিদা।

অনন্ত আত্মা

অহদি এর ছবি

বিশেষ করে নাম্বার ৬ ভাল লেগেছে

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ অহদি।

অনন্ত আত্মা

আব্দুর রহমান এর ছবি

৬ নম্বরের জন্য ৬।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক এর ছবি

আপনার কাছ থেকে মন্তব্য পাওয়াটাই অনেক বড় নম্বর। ধন্যবাদ অসংখ্য।
ধন্যবাদ ক্ষমতাধর মডুদেরও; তিনবার পোস্টানোর পর অনুগ্রহ করে ছাপানোর জন্য।

অনন্ত আত্মা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।