যদি বিধান হয়
অদ্ভুত কোন কন্ট্রাপ্যাসোতে আমায় ভুগতে হবে আজীবন
আমি মেনে নেব
কেননা নিদারুণ খরা ও গ্রহণের সময়
আমি বলে দিতে পারিনি
কোন দিকে হেঁটে যেতে হবে
পথ খুঁজে খুঁজে কতটা হেঁটে গেলে
পাবো মনোহর মরূদ্যান কোন
চঞ্চুতে কতটুকু মেখে নিলে ভোরের শিশির
সম্পন্ন মেঘ হয়ে ঠাঁই পেতে পারি আকাশের গায়
মিথস্ক্রিয়ায় কতটুকু পারঙ্গমতা
দিতে পারে নোতুন জন্মের আশ্বাস।
যদি বিধান হয়
কোন ব্যর্থ নীহারিকাবিদের মতো পেছনে ঘুরিয়ে দেয়া হবে
ধড় থেকে মুন্ডুকে আমার
আমি মেনে নেব, মেনে নেব নির্দ্বিধায়;
কেননা অসভ্য দূষণ ও দখলের সময়
আমি ঠিক ঠিক বলে দিতে পারিনি
কতটুকু পরিমিত সিঞ্চনে শুদ্ধতা জাগে
গোলাপের গায়, শিষ্টাচারের কতটুকু মাত্রাজ্ঞান
দখল ঠেকায়।
কিন্তু কতটুকু পিছমুখো হেঁটে যেতে হবে আমায়?
আজ এই অবেলায় পিছ ফিরে দেখি
কত কালি, কত রাশি রাশি ভুলের পাহাড়
পূর্বপুরুষের ভিটায় ঘোড়ার বিষ্ঠা, ঘরময় উল্লুকের বমি
নোনা জলে একাকার যাবতীয় পাললিক জমি;
তবু কতটুকু পেছনে হেঁটে যেতে হবে আমায়?
কেননা কিছুদূর এগিয়ে নিশ্চিত খুঁজে পাবো
বাবাও হাঁটছেন সেই একই প্রায়াশ্চিত্তের পথে
সময়ের রথে আমরা কেউই জুড়ে দিতে পারিনি
সূর্য কিম্বা রামধনু।
রোমেল চৌধুরী
মন্তব্য
বেশ ভালো লেগেছে আপনার কবিতা! নিয়মিত পড়তে চাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খুব সুন্দর। লিখতে থাকুন।
আপনার একটা কবিতা প্রথম পাতায় আছে, সচলে এক লেখকের একটির বেশি লেখা প্রথম পাতায় থাকার নিয়ম নেই। এই নিয়মটা আপনি হয়ত জানেন না এবং মডুরা লক্ষ্য করেনি।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নিয়মটা জানা ছিল না এবং আমি ভীষণ লজ্জিত। 'মডুরা' কি?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কবিতাটা খুব ভালো লেগেছে। বলিষ্ঠ একটা কবিতা। চালিয়ে যান।
সাহস পেলাম, প্রেরণাও! সেই সাথে বুকে দুরু দুরু, যেন দ্রুত ঘূর্ণায়মান একটি চাকতির ওপর দাঁড়িয়ে আছি আমি! আপাততঃ পিঠটান দিচ্ছি না!
এ বিশ্ব কে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার
অবশেষে সব কাজ সেরে
আমার বুকের রক্তে
নতুন শিশু কে
করে যাবো আশীর্বাদ
তারপর হব ইতিহাস।
সময়ের রথে সূর্য কিংবা রামধনু আমাদের ই জুড়তে হবে।
আমরা শুরু করব...পরের কেউ এসে হয়ত এগিয়ে নেবে।
এই আশা এখন ও আমায় বাঁচিয়ে রাখে।
বিষয়বস্ত নিয়ে এটুকুই বলেছি,তবু আরও বলার ছিল।
কবিতার কারুকাজ ও লেখনী নিয়ে বলার ভাষা অপ্রতুল।
আকাশমীনা
এমন প্রত্যয়দীপ্ত বোধই বোধহয় ক্রান্তিকালেও আমাদের বলিয়ে নেয়,
আমরা করবো জয় একদিন....
চমৎকার কবিতা । খুব ভাল লাগল, রোমেল ।
……………………………………
বলছি এক জ্যোতির্ময়ীর কথা
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ভাল লাগল।শুভেচ্ছা।
আপ্লুত, শুভপ্রীতি !
কবিরাই কবিদের কবিতাতে কবিতা দিয়ে মন্তব্য করে দেখছি
কন্ট্র্যাপ্যাসোটা কী?
'কন্ট্রাপ্যাসো' হলো একধরনের কাব্যিক বিচার যা দান্তের 'ইনফেরনো'তে বহুল ব্যবহৃত। এমন বিচারে কৃত পাপের সাথে সাযুজ্যপূর্ণ কিম্বা বিপরীত ধারার শাস্তি প্রদেয়। নরকের চতুর্থ বৃত্তে এমনি ধারার শাস্তিতে ব্যর্থ জ্যোতির্বিদ, মেকী পয়গম্বর কিম্বা জাদুকরদের মাথা পেছনের দিকে ঘুরিয়ে দেয়া হয় আর বলা হয় পিছমুখো হয়েই উল্টোরথে হেঁটে যেতে হবে পেরিয়ে আসা পশ্চাতের পথে, কারন তাদের দূরদৃষ্টি ব্যর্থ হয়েছিল ঠিক ঠিক ভবিষ্য দর্শনে। পঞ্চাশ সালের বিখ্যাত জাপানী ছবি রাশোমনেও এমনি কাব্যিক বিচারের শিল্পরূপ চিত্রায়িত হয়েছে।
দান্তে পড়া হয়নি। শুধু জানি বিয়াত্রিশ নামে উনার একজন প্রেমিকা ছিলেন যার সাথে বিচ্ছেদ কবির অনেক লিখায় এসেছে। রোমেল ভাই এর 'কন্ট্রাপ্যাসো' পড়ে দান্তে পড়তে ইচ্ছে করছে।
পড়ুন না, একবার কষ্ট করে দাঁত বসাতে পারলে ডাসা ফলের চিরযৌবনা স্বাদ পাবেন। লিংক দিয়ে দিলাম:
http://etcweb.princeton.edu/dante/index.html
নতুন মন্তব্য করুন