ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে। ছবিগুলো জমে ছিলো অনেকদিন, আজ ভাবলাম কয়েকটা শেয়ার করি সচলায়তনে।
৪
এইখানে এই তরুর তলে
তোমার আমার কৌতুহলে
যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে
৯
নিজের একখান ফটুক না দিলে ক্যামনে হয়!
তারাপ কোযাস
মন্তব্য
ছবিগুলো প্রথম পাতা লেআউটে সমস্যা করছিল দেখে আপনার পোস্টের প্রথম লাইনটি কয়েকবার পেস্ট করে পোস্ট করা হল। পরিবর্তন করতে চাইলে এডিট করে পুনরায় মডারেশনে জমা দিন। অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
একই লাইন এত বার রিপিট হওয়ার কারণতো বুজলাম না
তারাপ কোয়াস
ধন্যবাদ, সমাধানটা ভালই হয়েছে
তারাপ কোয়াস
আমি তো এই ভেবে মজা পাচ্ছিলাম যে লেখক শুরুতে আর কিছু খুঁজে না পেয়ে ইচ্ছে করেই একটা লাইন দশবার লিখে দিয়েছেন।
৪, ৫ ছবি দুইটা ভাল্লাগ্লো।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ
তারাপ কোয়াস
সমুদ্রের কিনারে পাথরের উপর বসে থাকতে ইচ্ছে করতেছে রে ভাই!
চইলা আসেন পান্থ ভাই
তারাপ কোয়াস
ভালো ছবি, সাথে ইট্টু বিবরণ দিলে আরো ভালো লাগতো
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভাই, পরের কিস্তিতে আরও একটু বেশি বিবরণ যোগ করার চেষ্টা করবো।
তারাপ কোয়াস
ছবিগুলো খুব সুন্দর! আরো বর্ণনা দিবেন না! আপনি তো খুব কিপটে দেখা যাচ্ছে!
টেকনিক্যাল টপিক (টিটি): আচ্ছা, ছবিগুলা একটার নিচে আরেকটা না এসে পাশ বরাবর আসছে কেন?
ধন্যবাদ ফারুক হাসান। সামনেরবার আরো বেশি বণর্না দেবার চেষ্টা করবো।
টিটি: আপনি যদি Opera ব্যাবহার করে থাকেন তাহলে নিচের তরিকা চেষ্টা করে দেখতে পারেন :
Settings>Preferences>Webpages>fit to width চেকবক্স সিলেক্ট করনু।
তারাপ কোয়াস
দারুণ সব ছবি!
কি মাঝি, ডরাইলা?
অনেক ধন্যবাদ দ্রোহীদা।
তারাপ কোয়াস
আপনি কি বারমুডায় থাকেন? শুনেছি, ভয়ংকর ছবি বান্ধব জায়গা।
আরো ছবি পোষ্টান তাহলে।
সেই সাথে বারমুডার জীবন, সংস্কৃতি, মানুষ- চমৎকার সব ব্লগপোষ্ট হবে।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ হাসান ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। বছরদুয়েক ধরে আছি এখানে! আসলেই অসাধরণ জায়গা বারমুডা। যেদিকেই তাকাই মনে হয় একটা ছবি তুলে রাখি। আপনার সাজেশনটা মাথায় রইলো।
তারাপ কোয়াস
সবগুলোই ভালো লেগেছে। তবে ৩,৫,৭[i] নম্বরগুলো একটু বেশীই ভালো লাগলো।
ভাললাগার জন্য ধন্যবাদ হে অতিথি লেখক
তারাপ কোয়াস
লা জবাব!
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ধন্যবাদ!
তারাপ কোয়াস
মিয়া, বারমুডা থাইকা বাঁইচা আছেন ক্যামনে? বারমুডার সৌন্দর্য তো 'মইরা যামুগা' টাইপের। এই জিনিস দেখে ফেললে মানুষের বাঁইচা থাকার কোনো মানে হয়!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে হে ধুগোদা কিন্তুক একটা চিন্তাদ্রেককারী কথা কইছেন!
তারাপ কোয়াস
ফুটুক তুলেন টো ভাল কথা। কিন্তু এতো বালা ফুটুক তুল্লেন কেন?
এইগুলান কিতা কন বা ধন্যবাদ!
তারাপ কোয়াস
ভাই এগুলা কোন ক্যামেরায় তোলা? একটা ক্যামেরা কিনব ভাবতেসি...
Canon PowerShot SX110 এ তোলা।
ছোট্ট সাজেশান: যদি এ্যামেচার ফোটোগ্রাফিতে থাকতে চান তাইলে কমপ্যাক্ট ক্যামেরার দিকে ঝুকেন অন্যথায় Dslr ক্যামেরা কিনেন।
তারাপ কোয়াস
নতুন মন্তব্য করুন