যেতে চায় যেতে দি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৭/০৯/২০১০ - ১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

যেতে চায় যেতে দি
প্রখর রোদ্দুর____

ঠিক যেমন নদী জানে-
গড়িয়ে যাবে জল
নিয়ে যাবে নুড়ি, গুল্ম
নিয়ে যাবে চর,
ধীরে ধীরে নিয়ে যাবে একে বেকে
সমগ্র সর্পিল শরীর ময় সাম্পান ভাটিয়ালি।

যেমন নীড় জানে-
উড়ে যাবে পাখি তার
একদিন সাঁঝ নেই, গোধূলি কিচির
বাতাস উপযাচক টানে উড়িয়ে নেবে, খড় কুটো
ধীরে ধীরে পচনের হাতে সমস্ত ডালটাই
ন্যাতানো নুলো ভিখিরি।

রাতের তারারা হারাবে আলোর অভিসারে,
জেনেও পেতে দেয়- চৈতালী হাওয়ার
হিসেব হীন হালখাতার মরা ইতিহাস,
চাঁদ ডাকে রাই কিশোরীর সুডৌল যৌবনে।
খসে পড়া তারার মাতমে,
শিশিরের জল ঢালে ঘাসেদের চোখে।

ছাড়িয়ে গ্রাম, সবুজ, আর ফিসফাস কথা
কুঝিক ঝিক ছুটে যাবে হাজার টিকিটি ভাড়ায়।
তবুও আল খেত ছুটে চলে, গুড়ো পাথরের রুপে
আসবেনা জেনেও অনশন করে দুই রেল লাইন
জোনাকির সম্বলে, ঝিঝি মন্ত্র মায়ায়।

ফুরিয়ে গেছে যার জল, সেই নদী
উড়ে গেছে যে পাখি, সেই নীড়
তারা হী্‌ন, আলোর বেলেল্লা পনার বিধবা আকাশ
পিছলে পড়ে থাকা একা প্লাট ফর্ম, ট্রেন যার ছলনার কৃষ্ণ নাগর
ঠিক আমি যেমন তুমি চলেই যাবে জেনেও............


মন্তব্য

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

খুব খুব ভালো লেগেছে ! এমন মনোরম বিন্যাসে ফুটুক অনেক জুঁই, চামেলী কিম্বা গন্ধরাজ ! ঘাতক কাঁটাকে ফিরিয়ে দিয়ে এবার আমরা গোলাপ নেবই নেব ! শুভকামনা !

প্রখর-রোদ্দুর এর ছবি

অনেকেই বলেন বুক ফাটা চিৎকার কিন্ত বুক ফাটেনা মনে হয় নইলে তার যে শব্দ আমাদের চার পাশে প্রতি নিয়ত বাজতো তাতে আমাদের কানে তালা লেগে যাওয়ার কথা ।
বোবা বেদোনাকে মুখ বুঝে আরো বোবা হয়ে সয়ে নিতে হয় কেননা আমরা বড় হইনা বড়র মতো শিশু মনটাকে সবার কাছে তুলে ধরি । সেই বেদনা লুকিয়ে থাকা গভীর গোপন দির্ঘ শ্বাসে ।

আপনার আশা ব্যাঞ্জক উৎসাহর জন্য ধন্যবাদ । আপনার উপস্থিতি ভালো লাগা এনে দিলো ।

অতিথি লেখক এর ছবি

খুবই কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত একটি লেখা। হৃদয়গ্রাহী প্রারম্ভিকা, সমুন্নত প্রসারণ অবশেষে অতুলনীয় পরিসমাপ্তি কবিতাটাকে দিয়েছে পরিপূর্ণতা। কবির প্রতি শুভেচ্ছা রইলো।

প্রখর-রোদ্দুর এর ছবি

অনুভুতি মিলে গেলে সমুন্নত হয় পথের দিশা । রেখে যাওয়া স্মৃতি বয়ে চলে একা নয় তবু একাকিত্বের সাথে ।

ভালো লাগা মিলে মিশে মুগ্ধতা আনে ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।