রোড

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৪/০৯/২০১০ - ১:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উত্তর-দক্ষিণ, পুনরায় ফিরে দেখা রোডের
বিশ্রাম। ইতস্তত বাজপাখি অনুসরণ করে
প্রকৃতি; আর প্রান্তে এসে, যার প্রতিফলন বৃহদাকার
শূন্যবাঁক আর ফাঁকা চিহ্নের সঙ্গে লড়াই-লাইন
বাড়ি ফেরত মানুষের ঢল, বিন্দু-বিন্দু ঘাম
বদলে নেয়া আর বদলে যাবার প্রস্তুত সময়ে
দলিল পরিবর্তনের মোহাচ্ছন্ন আবাস
ঘাম-গ্রন্থি উদ্বায়ী, জোড়-বিজোড়
মনোপুলি খেলায়
আমরা যেখানে সময় বিক্রি করি
মাত্র আট দশমিক পঞ্চাশ সেন্ট

------------------------------------------
হামিদা আখতার
-"প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন"


মন্তব্য

সৈয়দ আফসার এর ছবি

সুন্দর!!!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আফসার

------------------------------
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

rezowan এর ছবি

সুন্দর লেখনী

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ rezowan

-------------------------------------
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

অতিথি লেখক এর ছবি

আমাকে মনে করিয়ে দেয় Archibald MacLeish এর সেই বিখ্যাত উক্তিঃ

"A poem should not mean
But be."

এমন লেখা আরো পড়তে চাই!

রোমেল চৌধুরী
rommel189@yahoo.com

অতিথি লেখক এর ছবি

রোমেল, আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। এমন মন্তব্য লেখাকে গতিশীল করে। লেখা যেন প্রাণ পায়।

-------------------------------------
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

আমরা যেখানে সময় বিক্রি করি
মাত্র আট দশমিক পঞ্চাশ সেন্ট

ছুঁয়ে গেলো....

হোম - টুইটার - ফেইসবুক - উইকিপিডিয়া - এ্যাকাডেমিয়া

অতিথি লেখক এর ছবি

আমরা যেখানে সময় বিক্রি করি
মাত্র আট দশমিক পঞ্চাশ সেন্ট

ধন্যবাদ আপনাকে

-------------------------------------------
হামিদা আখতার
-প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।