অনিবার্য কবিতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৬/০৯/২০১০ - ৭:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

তোমার হাতে হাত রেখেছি
হাত কি লাগে হাতে?
মাঝখানে যে সূক্ষ্ম ফারাক
পর্দা দেয়া তাতে!

সরল মনে তোমার চোখে
যখন রাখি চোখ
হৃদয় নদীর পাড় ধসে যায়
উথলে ওঠে শোক।

তোমায় ভীষণ ভালোবাসি
বলছি বারংবার
সত্যি আমি বইতে পারি
এমন কথার ভার?

দোষ যে কোথায় ঠিক জানি না
সত্যি প্রিয়তমা
তবুও যদি ভুল হয়ে যায়
পারলে কোরো ক্ষমা।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বাহ, মন জুড়ালো !

রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ দিয়ে আর খাটো করব না তাহলে!

জহিরুল ইসলাম নাদিম

অতিথি লেখক এর ছবি

হা, হা, হা...ভালো বলেছেন, এমনিতেই বেঁটে বামুন !
রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

ভাল লিখেছেন। চর্চা অব্যাহত রাখুন হাসি

সত্যান্বেষী

অতিথি লেখক এর ছবি

পড়া ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।