ইউটিউব কথন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৭/০৯/২০১০ - ৮:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

টিউব সাইটগুলোর মধ্যে ইউটিউব সবসময়ই শীর্ষে ছিল। ভিডিও স্ট্রিমিংয়ের এই আসাধারন সাইটটি ব্লগারদের জন্যও অনেক গুরুত্ব বহন করে। এই পোস্টে ইউটিউব ব্যাবহারের কিছু "টিপস অ্যান্ড ট্রিকস" দেয়া হল।

ভিডিও ডাউনলোড

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডের কম করে হলেও হাজারখানেক নিয়ম আছে। সবচেয়ে জনপ্রিয় হচ্ছে OK পদ্ধতি।

ধরুন আপনি http://www.youtube.com/watch?v=5baDknt6Z7w এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তাহলে এড্রেসবারে youtube কথাটির আগে OK লিখে Enter চাপলেই হবে। অর্থাৎ http://www.OKyoutube.com/watch?v=5baDknt6Z7w লিখে Enter চাপলেই দেখবেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে।

এরকম আরও নিয়মের মাঝে একটি হচ্ছে OK এর জায়গায় kiss লিখা। অর্থাৎ যদি http://www.youtube.com/watch?v=5baDknt6Z7w ভিডিওটা ডাউনলোড করতে হয় তবে এড্রেসবারে http://www.youtube.com/watch?v=5baDknt6Z7w লিখলেই চলবে!

আপনি যদি কোন নির্দিষ্ট ফরম্যাটের ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে youtube000 পদ্ধতিটি আপনার উপযোগি। এখানে, যদি লিঙ্ক হয় http://www.youtube.com/watch?v=5baDknt6Z7w তাহলে ডাউনলোডের লিঙ্ক হবে http://www.youtube.com000/watch?v=5baDknt6Z7w । এখানে flv, mp4 , 3gp তিনটা ফরম্যাট থেকে আপনাকে বেছে নিতে হবে ।

আর আপনার যদি হাইকোয়ালিটি ভিডিও(HQ/HD) প্রয়োজন হয়, তাহলে youtube এর জায়গায় keephd লিখলে অর্থাৎ http://www.youtube.com/watch?v=5baDknt6Z7w এটা ডাউনলোড করতে http://www.keepHD.com/watch?v=5baDknt6Z7w লিখলে আপনি Flash, For mobile, Mp4, HQ MP4(720p), HQ MP4(1080p) ফরমাটের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।

হাই কোয়ালিটি ভিডিও দেখা

ইউটিউবের সব ভিডিও হাই কোয়ালিটিতে থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলে তা হাই কোয়ালিটিতে দেখতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে,
url এর শেষে ‘&fmt=18′ অথবা ‘&fmt=22′ যোগ করতে হবে।

উদাহরনঃ http://www.youtube.com/watch?v=Lm3mS6rvsv তে ভিডিও টি সাধারণ কোয়ালিটিতে আছে এক্ষেত্রে আপনি http://www.youtube.com/watch?v=Lm3mS6rvsv&fmt=18 অথবা http://www.youtube.com/watch?v=VT4E_BkEx5k&fmt=22 তে হাই কোয়ালিটি ভিডিও পাবেন।

হাই-কোয়ালিটি ভিডিও এমবেড করা

এর জন্য শেষে “&ap=%26fmt=18″ অথবা “&ap=%26fmt=22″ যোগ করতে হবে।

ভিডিওর নির্দিষ্ট অংশ দেখা

ধরুন, আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। ১ মিনিট ২২ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) যোগ করুন।

ভিডিওর নির্দিষ্ট অংশ এমবেড করা

এটি ব্লগারদের জন্য খুবই গুরুত্বপুর্ন। ধরুন আপনি একটি ৩০ মিনিটের ভিডিও এমবেড করেছেন, কিন্তু সেটির শেষ ৫ মিনিট আপনার পোস্টের প্রয়োজন। এটিকে খুজে বের করতে পাঠকদের ( এমনকি আপনাকেও ) ঝামেলা পোহাতে হয়। এর ছেয়ে ঢের ভালো ভিডিওটির ৫ মিনিট ( ৫*৬০=৩০০ সেকেন্ড ) পর থেকে এমবেড করুন। সেজন্য আপনার url এর শেষে ‘&start=300′ যোগ করলেই চলবে।

এমবেডেড ভিডিও অটোপ্লে করা

কোন সাইটে কোন ভিডিও এমবেড করার পর, সাধারণত ভিডিওর উপর ক্লিক না করা পর্যন্ত শুরু হয় না। শেষে ‘&autoplay=1′ যোগ করলে পেজ লোড হবার সাথে সাথে ভিডিও প্লে হওয়া আরম্ভ করবে। আর ক্লিক করার দরকার হবে না।

এমবেডেড ভিডিও অটোমেটিক্যালি রি-প্লে করা

‘&loop=1′ যোগ করে আপনি এটা করতে পারেন। অর্থাৎ ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে এটি আবার শুরু হবে। আবার শেষ হলে আবার, তারপর আবার দেঁতো হাসি

রিলেটেড ভিডিও ডিজেবল করা

ইউটিউবের ভিডিও শেষ হবার পর পরই বিরক্তিকর অনেকগুল রিলেটেড ভিডিও এসে হাজির হয়। এক্ষেত্রে ‘&rel=0′ যোগ করলেই রিলেটেড ভিডিও ডিজেবল।

এমপিথ্রি ডাউনলোড

এই সাইটে গিইয়ে youtube link টি দিলেই সেখান থেকে mp3 ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে।

নিবন্ধন-নাম : বিধান
ইমেইল :


মন্তব্য

নাশতারান এর ছবি

দারুণ কাজের পোস্ট। প্রিয় পোস্টের শেলফে তুলে রাখলাম। কাজে দেবে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ বুনোহাঁস হাসি

তানভীর এর ছবি

রিয়েল প্লেয়ার ব্যবহার করে ইউটিউবসহ যে কোনো জায়গা থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়। এতো কষ্ট করা লাগে না।

অতিথি লেখক এর ছবি

আমি আগেই বলেছিলাম, ভিডিও ডাউনলোডের হাজারখানেক উপায় আছে। তারপরো তথ্যের জন্য ধন্যবাদ। হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বাহ! কাজের, সবগুলো এখনই গুঁতিয়ে দেখতে পারছি না, সময় নিয়ে করে দেখব।
আমি আগে ভিডিও সেভ করতে ব্যবহার করতাম কিপভিড। আর ইউটিউব থেকে MP3 করবার এই সাইটটাও ভাল।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অতিথি লেখক এর ছবি

কিপভিড আসলেই কাজের সাইট। আপনার অন্য লিঙ্কটিও ব্যাবহার করে দেখব :)।

অনিন্দ্য রহমান এর ছবি

গুড জব দেঁতো হাসি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি

শিশিরকণা এর ছবি

প্রিয়তে রাখলাম। কাজে দিবে অনেক। বিশেষ করে গান নামানোর জন্য।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি লেখক এর ছবি

কাজে দেবে জ়েনে খুশি হলাম হাসি

শিশিরকণা এর ছবি

হ। আমার মত গরীব লোক যাদের নিজের ল্যাপি নাই, আম-জাম প্রোগ্রাম ইন্সটল করার পারমিশন নাই, তাদের জন্য এইসব কারিগরি জানা অনেক কাজের জিনিস। দেঁতো হাসি
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

অতিথি পাঠক এর ছবি

(গুড়) জব দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি

আরিফ জেবতিক এর ছবি

খ্রাপ না পোস্টটা। কম্পুকানাদের জন্য উপকারী।

অতিথি লেখক এর ছবি

জেনে আনন্দিত দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

একখান কামের পোস্ট। নেন (গুড়) খান।

অনন্ত

অতিথি লেখক এর ছবি

খেলাম খাইছে

রানা মেহের এর ছবি

কাজের পোস্ট। ধন্যবাদ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

আপ্নাকেও হাসি

মনমাঝি [অতিথি] এর ছবি

অসঙ্খ্য ধন্যবাদ। একটু আগেই চোঙা থেকে একটা ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় সেটা নিয়ে মাথা ঘামাচ্ছিলাম (রিয়েল প্লেয়ার-ফ্লেয়ার নাই, চাইও না)। এমন সময় আপনার এই পোস্ট এসে হাজির। ঠিক যা চাচ্ছিলাম একদম তাই। আপনি কি টেলিপ্যাথি জানেন নাকি ভাই ? দেঁতো হাসি

যাহোক, আবারো ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

ইন্টারনেতে ঘুরতে ঘুরতে হয়ত টেলিপ্যাথি কিছু গজিয়েও গেছে চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

JDownloader দিয়ে ইউটিউব, আইটিউব সব টিউব থেকেই অডিও-ভিডিও দুইটাই ডাউনলোড করা যায় অনায়াসে। তবে আপনার পোস্টটা কাজের।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

অতিথি লেখক এর ছবি

অবশ্যই । কিন্ত প্রয়োজনের সময় হাতের কাছে যদি এই সফটয়্যারগুলো না থাকে, তাহলে এই পদ্ধতিগুলো কাজে দিতেও পারে হাসি । মন্তব্যের জন্য ধন্যবাদ হাসি

দ্রোহী এর ছবি

আমি Yousable Tubefix স্ক্রিপ্ট আর Video Downloadhelper অ্যাড অন ব্যবহার করি।

Firefox আর Greasemonkey থাকলে দুনিয়ার কোন কিছুই সমস্যা না।


কাকস্য পরিবেদনা

অতিথি লেখক এর ছবি

তথ‌্যের জন্য ধন্যবাদ। ant.com এর এড অনটিও অনেক কাজের।

শাফায়েত এর ছবি

প্রথম বাংলা ব্লগ লেখার জন্য অভিনন্দন। চালায় যা হাসি

অতিথি লেখক এর ছবি

ধইন্যবাদ খাইছে

শাহেনশাহ সিমন এর ছবি

প্রিয়তে নিলাম
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

পৃথি [অতিথি] এর ছবি

ইউটিউব ব্যবহারের আরো টিপস এই আর্টিকেলে পাবেন।

অবাঞ্ছিত এর ছবি

এই কাজ কি লিগাল?

(এম পি থ্রি করা টাইপ জিনিসপাতি)

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অতিথি লেখক এর ছবি

যারা ইউটিউবে ভিডিও প্রচার করে, তারা এইসব বিষয়গুলো জেনেই করে। তাই ডাউনলোড করা দোষের কিছু বলে মনে হচ্ছেনা।

মনমাঝি [অতিথি] এর ছবি

আমি যদি, ধরুন সচলায়তনে, ব্লগ লিখতে গিয়ে একই পোস্টে একাধিক ভিডিও এমবেড করতে চাই - কিন্তু সেই সাথে চাই যে সবগুলি ভিডিও একটাই প্লেয়ার / উইন্ডো-র মাধ্যমে দেখা যাক - তাহলে কি করতে হবে ? অর্থাৎ আমি চাই না ৫টা ভিডিওর জন্য ৫টা ভিডিও স্ক্রিন / উইন্ডো দেখা যাক। একটাতেই যেন ৫টার কাজ হয়ে যায়। এতে স্থানও বাঁচবে, পোস্টটাও দৃষ্টিকটু হবে না। এটা কি সম্ভব? সম্ভব হলে কি করনীয়?

মনমাঝি [অতিথি] এর ছবি

উদাহরনঃ

এই পৃষ্ঠায়: http://encyclopediadramatica.com/The_Kazantzakis_Guide_to_Article_Building -- 'Multiple Video Embed Example'-শীর্ষক অনুচ্ছেদের নীচে দেখুন। এখানে একটা নমুনা আছে যেমনটি আমি চাচ্ছি তার কাছাকাছি। এদের কোডটা কাট-পেস্ট করে নিজের লিঙ্ক বসিয়ে দিলে কোন কাজ হয় না অবশ্য। এবিষয়ে আমার দৌড় ঐটুকুই অবশ্য ! দেঁতো হাসি

পৃথিবী [অতিথি] এর ছবি

এনসাইক্লোপিডিয়া ড্রামাটিকার মত একটা ডার্ক হিউমারের ওয়েবসাইটে এমন গঠণমূলক নিবন্ধ দেখে টাসকি খাইলাম!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।