বন্ধ চোখের পাতা,
আর পেয়না ভয়,
রাক্ষসেরা নেই,
পালিয়েছে অনেক দুরে আর বাবা আছে কাছে,
মায়াবী,
মায়াবী, মায়াবী,
মায়াবী ছেলে,
ঘুমাতে যাবার আগে,
একটু করো প্রার্থনা,
সবদিন, সবভাবে,
ভাল থেকে আরো ভালভাবে,
মায়াবী,
মায়াবী, মায়াবী,
মায়াবী ছেলে,
বাইরে সমুদ্র বয়ে চলে,
আর আমি প্রতিক্ষা কাতর,
তোমার বড় হবার অপেক্ষায়,
কিন্তু আমাদের দুজনাকেই,
ধৈর্যশীল হতে হবে আরো,
আরো লম্বা পথ দিতে হবে পাড়ি,
আর ততদিন,
রাস্তা পাড়ি দেবার আগে,
আমার হাতটি ধোরো,
জীবন ঘটে যায় তোমার সাথে,
যখন তুমি ব্যস্ত অন্য কাজে,
মায়াবী,
মায়াবী, মায়াবী,
মায়াবী ছেলে,
প্রিয়, প্রিয়,
প্রিয়,
প্রিয় শন।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
মন্তব্য
বাহ, বেশ লাগলো!
রোমেল চৌধুরী
ধন্যবাদ। প্রথম লেখা বিধায় কিঞ্চিৎ লজ্জা মিশ্রিত গর্বও হচ্ছে।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
ভাই,
নিজ প্রতিভার প্রতি বিশ্বস্ত থেকে লিখতে থাকুন। সময়ের স্রোতে তিনি কি ভেসে যাবেন নাকি সাফল্যের সোনালী তীরে পৌছুবেন, জীবনানন্দ কি তা জানতেন?
রোমেল চৌধুরী
উৎসাহে উৎসাহিত।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
ভাল লাগলো।
নতুন মন্তব্য করুন