একটি বৃক্ষ বলে আমায়, মৃত্যু হয়েছে আমার।
আসলেই।
আত্মীয়েরা নাম নেয়, সেখানে আমি নেই।
বন্ধুরা চায় কিনা, বৃক্ষে শুধাই;
সে দোয়েলের গল্প বলে, বলে প্রজাপতির।
নিজস্ব নামহীনতায় ফিরে আসি হেমন্তের বিকেলের কাছে।
আহা, হেমন্তের বিকেল -
আমায় নিয়ে চল তোমার স্নিগ্ধ বাতাসে,
বুক ভরে নেই হিমেল হাওয়া সজল -
প্রজন্মের ভ্রান্তির ক্লান্তি মুছে যাক, যাক অবসাদ -
দু’য়েকটা পেঁচা কেবল করুক চিৎকার -
দূরের তেপান্তর
dur.prithibir.tepantorএটজিমেইলডটকম
মন্তব্য
ভাল্লাগসে!
'আমারে' এর পরিবর্তে 'আমায়' ব্যবহার করলে কেমন হয়?
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
আপনার ভাললাগাটুকু জেনে ভাল লাগলো।
আর হ্যাঁ, আপনার সাজেশন অনুযায়ী সংশোধিত কবিতা প্রকাশের জন্য মডারেটর ভাই/বোন কে অনুরোধ করেছি। আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
দূরের তেপান্তর
প্রিয় মডারেটর ভাই/বোন,
এই কবিতাটির সংশোধিতরূপটি প্রথম পাতায় দেখা যাচ্ছে বিধায়, এটিকে মুছে দেওয়ার অনুরোধ করছি। মুছে দেওয়ার জন্য ইমেইলেও অনুরোধ জানিয়েছি।
আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত।
দূরের তেপান্তর
এই পোস্টটিই তো আপডেট করা হয়েছে দেখা যাচ্ছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ্যাঁ, এখন আপডেটেট দেখতে পাচ্ছি। আপডেট করার আগে কমেন্টটা করেছিলাম। কারণ তখন দুটি পোষ্টই প্রথম পাতায় দেখা যাচ্ছিল।
আপনাকে ধন্যবাদ।
দূরের তেপান্তর
নতুন মন্তব্য করুন