দু’দিনের ছুটি, হাতে গোনা ক'টি টাকা
যেতে হবে বাড়ি বিকেলের ট্রেন ধরে
হাতে চিঠি ধরা বুকের ভেতর ফাঁকা
মা যে লিখেছেন কাঁপা কাঁপা অক্ষরে
বাবা তোকে খুব দেখতে ইচ্ছে করে
রেলের বগিতে ভিড় বেশি এবেলায়
কাজ সেরে সব ধরেছে ফিরতি গাড়ি
বসে ঝুলে আর লেগে থেকে গায়ে গায়
চলার ছন্দে ঘামের গন্ধ মিশে
কু ঝিক ঝিক হারিয়ে ফেলেছে দিশে
চিলাহাটি নেমে ছয় কিলো যাবো হেঁটে
যেতে যেতে হবে নিজমনে কতো কথা
ছেঁড়া স্বপ্নেরা মগজের কোষ ঘেঁটে
বেদনা জাগাবে মৌনতা ভালোবেসে
সন্ধ্যের ছায়া কাঁদাবে আমাকে এসে
ধান কাটা ক্ষেতে যেতে হবে আড়াআড়ি
কুয়াশায় ভিজে সান্ত্বনা পাবে বুক
হাঁটুরের দল সওদা মাথায় করে
আমায় ফেলে চলে যাবে তাড়াতাড়ি
জোনাকি জ্বলবে ভাঙ্গা সাঁকো র'বে পড়ে
শূন্য উঠোনে ঝিঁ ঝিঁ ডাকে একমনে
কুয়োতলা থেকে জলের শব্দ আসে
ক্লান্তির ছাপ মুছে ফেলি প্রাণপণে
শৈশব এসে দাঁড়ায় আমার পাশে
বাতাসের বুকে মায়ের গন্ধ ভাসে
রোমেল চৌধুরী
মন্তব্য
অসম্ভব ভালো লাগলো ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ভাই,
আপনাদের আনন্দ দিতে পেরে ধন্য হলাম !
রোমেল চৌধুরী
ভাল্লাগলো
এ গানটা শুনছিলাম পড়ার সময়ে। শুনেছেন নিশ্চয়ই
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাই,
গানটি আগে শুনিনি, মন লাগিয়ে শুনলাম, খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ !
রোমেল চৌধুরী
এ যেন বাড়ি ফেরা নয়, নিজেকেই ফিরে পাওয়া!...
অসম্ভব ভালো লাগল। মাত্রা ও ছন্দের কাজ দেখে তো পুরাই টাসকি! ভাই, কেমনে লেখেন?
কুটুমবাড়ি
ভাই,
আপনার ভালো লেগেছে জেনে বড় ভালো লাগলো! চতুর্থ চরণে মাত্রাফের বোধকরি আপনার চোখে পড়েনি, অমন অকুন্ঠ প্রশংসায় বড়ই লজ্জা লাগে!
রোমেল চৌধুরী
অসম্ভব ভালো লাগলো রুমেল।
ভালো থাকুন
------------------------------------------
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
বোন,
আমি যুগপৎ আহ্লাদিত এবং লজ্জিত!
রোমেল চৌধুরী
ভাল জিনিষ প্রসব করেছেন ভাই। শেষ লাইনটা বেশী জোশ্, যদিও আমি পড়েছি - 'বাতাসের গায়ে মায়ের গন্ধ ভাসে।' কবে যে এত সুন্দর একটা কবিতা লিখতে পারব...
ভাল থাকবেন।
অনন্ত আত্মা
ভাই,
আপনার এমন কাব্যময় মন্তব্য আমায় মোহিত করলো ! আপনি শেষ চরণটি যেভাবে পড়েছেন সেটিই বোধহয় যথাশব্দের প্রয়োগে বেশী উজ্জ্বলতা পেয়েছে!যদি 'বুকে' পাল্টে 'গায়ে' লিখি তবে 'Plagiarism' হবে কি?
রোমেল চৌধুরী
খুব ভালো লাগলো।
ভাই,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে! অনুপ্রাণিত হলাম !
রোমেল চৌধুরী
মুগ্ধ হলাম।
কাকস্য পরিবেদনা
ভাই,
আপনার বদান্যতা আমায় ভীষণ অনুপ্রাণিত করলো !
রোমেল চৌধুরী
বাড়ি ফেরার এ অনুভূতিতে কখনো মরচে ধরেনা।
মনটা খারাপ হয়ে গেল।
--------------------------------------------
আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
ভাই,
আমার বাবা একজন স্বল্প আয়ের পেশাজীবি ছিলেন । তিনি সম্প্রতি তাঁর মাকে হারিয়েছেন । এটি ছিল মায়ের মুখখানি শেষবারের মতো দেখতে তাঁরই বাড়ী ফেরা । ভাঙ্গা সাঁকোর মতোই তিনি সারাজীবন গ্রামের সাথে আমাদের বন্ধন অটুট রেখেছিলেন !
রোমেল চৌধুরী
সুন্দর!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
বোন,
আপনাকে অনেক ধন্যবাদ !
রোমেল চৌধুরী
অসম্ভব সুন্দর! কেমন যেন মন খারাপ লাগার সাথে ভালোলাগার আলতো পরশ!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বোন,
উত্তম পুরুষটি আমার বাবা, তিনি সম্প্রতি তাঁর মাকে হারিয়েছেন! আমি তাঁর কথাগুলোকেই লিখতে চেষ্টা করেছি !
রোমেল চৌধুরী
ভালো লাগল, অনুভূতিগুলো একই হয় বারবার।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ভাই,
যথার্থ বলেছেন, তরঙ্গদৈর্ঘ্য এক হলেই তো অনুভূতিতে অনুরণন! একসময় আমাদের সবাইকে তো বাড়ী ফিরতেই হয় বুড়ো সাইলাসের মতো!
রোমেল চৌধুরী
"সারাদেহে জলের আদর মাখতে থাকা বেভুল কিশোর,
ভায়ের জন্য কালো স্যুয়েটার, বোনের জন্য রিবনখানি--
নদীর কাছে, মায়ের কাছে সমর্পিত ভীতু বালক...
সূর্য ডোবার আগেই তবে গ্রামে ফিরি!"
পড়তে গিয়ে এই প্রিয় লাইনগুলো মনে পড়ছিলো...
কবিতায় পুরো এক ঝুড়ি তারা!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
বোন,
ওই চরণ ক'টি আমার মনেও অযাচিতে ডুবসাঁতার দেয় প্রতিনিয়তই! এক ঝুড়ি তারার মাঝে মৃত নক্ষত্ররাও জেগে থাকে, তাইনা!
রোমেল চৌধুরী
দুর্ধর্ষ!!
ভাই,
ধন্যবাদ আপনাকে, আমি ভীষণ অনুপ্রাণিত!
রোমেল চৌধুরী
প্রচন্ড ভাল লাগল!!!! 5*
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বোন,
আপনার ত্রিলোচনে শুভ্র দীপ্তি!
রোমেল চৌধুরী
খুব সুন্দর।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ!
রোমেল চৌধুরী
রোমেল ভাইয়ের অতিথি একাউন্ট সক্রিয় করার অনুরোধ জানাচ্ছি। এতে উনার লেখা পাওয়া অনেক সহজ হবে।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই,
নিয়মমাফিকই হোক না, 'আমার কোন তাড়া নেই'!
রোমেল চৌধুরী
চমৎকার, মুগ্ধ হবার মত একটি কবিতা! ভাল লাগাটুকু জানিয়ে গেলাম।
কবি,
আপনার প্রশংসা ও অনাদর দুইই আমায় মোহিত করে, অশেষ ধন্যবাদ!
রোমেল চৌধুরী
মুগ্ধ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজরুল ভাই,
আপনার 'একটি কথার দ্বিধা থরথর চূড়ে, ভীড় করেছে সাতটি অমরাবতী'।
অশেষ ধন্যবাদ!
রোমেল চৌধুরী
মুগ্ধতা জানিয়ে গেলাম। এমন মুগ্ধতা জানানোর সুযোগ প্রায়ই করে দেবেন অমন আবদারটাও করে গেলাম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ! মনে হচ্ছে সার্কাসের সরু দড়ির উপর দিয়ে হাঁটছি, কখন যে পা ফস্কায়, চেষ্টা করে যাবো!
রোমেল চৌধুরী
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
রোমেল চৌধুরী
অত্যন্ত চমৎকার। আপনার কবিতা তো ভাই ছবির মত।
অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম
ভাই,
সেতো আপনার সবকিছুকে সুন্দর দেখার ক্ষমতা, অশেষ ধন্যবাদ!
রোমেল চৌধুরী
নতুন মন্তব্য করুন