আমরা কেন ঘরের বাইরে পা বাড়াই! আমরা কেন আপন ঘর ছেড়ে বিশ্বঘরে খুঁজি ঘর! কেন ছুটে যাই দেশ ছেড়ে অন্য দেশে, গোলার্ধ ছেড়ে ভিন-গোলার্ধে!
মূলত আমাদের গোপন কিংবা ঘোষিত অভিলাষ - একটি আপাত-মসৃণ জীবন, শ্রেয়তর জীবিকা এবং একটি শান্ত নিষ্কম্প অধিবাস কে ঘিরে।
নিচের পদ্যটি পূর্ব-প্রকাশিত এবং বন্ধুবর জুবায়ের লেখাটিকে সত্যবাদী বলে জানিয়েছিলো টেলিফোনে। প্রয়াত বন্ধুর কথা মনে রেখে...
একটি শান্ত নিষ্কম্প অধিবাস
খুঁজ়ে-খুঁজে
খুঁজতে-খুঁজতে
আমাদের দিন যায়
বহুদিন
আমাদের রাত্রি যায়
নিদ্রাহীন
শুধু চাই
একটুখানি ঠাঁই
একটি ঘর
একটি গৃহকোণ
একটি উপবন
উপবনের কাছাকাছি অধীর ঝর্ণাধারা
এভাবেই
ছুটতে-ছুটতে
ছুটতে-ছুটতে
আমাদের বেলা যায়, খেলা হয় সারা ।
বদিউজ্জামান নাসিম
মন্তব্য
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ভাল লাগাটুকু জানিয়ে গেলাম।
ভালো লেগেছে।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নতুন মন্তব্য করুন