একটি পোট্রেট প্রচেষ্টা ও আঁকার পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা

আঁকাইন এর ছবি
লিখেছেন আঁকাইন [অতিথি] (তারিখ: শুক্র, ০১/১০/২০১০ - ১২:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

[img=auto]z_trishia_small[/img]
সচলে এটাই আমার প্রথম ব্লগ লেখা। কিছুদিন আগে করা একটি পোট্রেট তৈরি করার পদ্ধতি নিয়েই এইবারের লেখাটি। পোট্রেটটি কীভাবে আঁকব, কীভাবে ডিটেইল করব সেটা নিয়ে এতই চিন্তিত ছিলাম যে টিউটোরিয়াল তৈরি করার কথা মাথায় ছিলো না। কিন্তু কাজ করার সময় কিছু স্ক্রিনশট নিয়ে রাখি, সেগুলোই তুলে ধরলাম।

[img=auto]Alfredo Rodriguez[/img]
উপরের 'Alfredo Rodriguez'-এর আঁকা এই অসাধারণ ডিটেইল আর রিয়েলিস্টিক ছবিটা দেখে এই পোট্রেইটটি আঁকার কথা মাথায় আসে। জানি, এইরকম ডিটেইল আঁকতে আমাকে আরো ১০ বছর প্র্যাক্টিস করতে হবে। আমি আঁকার জন্য প্রস্তুতি নিই, তেলরঙ আমার কখনো ধরা হয়নি, দেখে দেখে শিক্ষা নিতে আমি 'ঈমান মালেকির' আঁকা স্টাডি করি, http://imanmaleki.com/

[img=auto]trishia[/img]
কম্পোজিশনটা তৈরি করি 'gesture drawing'-এর মাধ্যমে।

[img=auto]trishia5[/img]
এরপর এক রঙ দিয়ে 'solid shape' টা তৈরি করি। কিছু কালার প্যালেট তৈরি করি, যা রেফারেন্স ছবিটা থেকে নিই। ব্রাশ এর 'opacity’ কমিয়ে রঙ মেশানো শুরু করি।

[img=auto]trishia6[/img]
মুখের ডিটেইল কিছুটা করে, কাপড়ের ডিটেইল শুরু করি।
৩টা স্টেপে কাপড়ের কাজটা শেষ করি। ১ম স্টেপ এ 'solid' রঙটা দিই।

[img=auto]trishia7[/img]
২য় স্টেপে, 'solid' রঙের উপর হাল্কা করে ভাঁজের রঙটা দিই।

[img=auto]trishia8[/img]
৩য় স্টেপে ডিটেইল করি।

[img=auto]trishia9[/img]
মুখে যেভাবে রঙ করি ওভাবেই আগে 'solid shape'-এর পরে রঙ নিয়ে মিশিয়ে, হাতটি আঁকি।

[img=auto]trishia10[/img]
স্কার্টের কাপড়ের ধরন ভিন্ন, এইটা আঁকতে আমি 'solid' রঙ নেয়ার পর স্প্রে ব্রাশ দিয়ে ডিটেইল করি। পরে আবার 'solid' রঙ দিয়ে কারুকাজ করি।

[img=auto]trishia11[/img]
এরপর কাগজটা্কে একি ভাবে এঁকে ক্ষুদ্র ডিটেইল শুরু করি। আমি মাঝে মাঝে পিছনের রঙ বদলাচ্ছি কাজ করার সময় ডিটেইল চোখে পরার সুবিধার্থে।

[img=auto]z_trishia_small[/img]
সিঁড়িটা আঁকার পর, ছবিটা জুম করে ডিটেইল আরো এঁকে, পিছনের দেয়ালটা আঁকলাম।

-আঁকাইন
r.hasan.artworkঅ্যাটgmail.com


মন্তব্য

সংসপ্তক এর ছবি

দারুন! চালিয়ে যান চলুক
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

আঁকাইন এর ছবি

ধন্যবাদ। যাবো হাসি

স্নিগ্ধা এর ছবি

বাহ! ফেইসবুকে (কমন কোন বন্ধুর করা মন্তব্যের লিঙ্কসূত্রে) প্রথম ছবিটা চোখে পড়েছিলো। কিন্তু, এখন ছবিটা তৈরী হওয়ার গল্প শুনে ভালো লাগলো আরও!

সচলে স্বাগতম হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। ভালো থাকবেন হাসি

-আঁকাইন
r.hasan.artworkঅ্যটgmail.com

জাহামজেদ এর ছবি

ভালো লাগলো খুব, সচলে স্বাগতম...

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

মূলত পাঠক এর ছবি

দুর্দ্ধর্ষ কাণ্ডকারখানা করেছেন দেখি!!!!

কৌস্তুভ এর ছবি

চলুক

তিথীডোর এর ছবি

অতি উত্তম জাঝা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দুষ্ট বালিকা এর ছবি

বাহ! পরের বারে লেখাটা আরেকটু ডিটেইল করো! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

আঁকাইন এর ছবি

এই লেখাটা ডিটেইল করা যায় কিন্তু আর বিস্তারিতো 'wacom Intuos pen tablet' ব্যবহার নিয়ে। ওটা বুঝতে আগে আরো অনেক কিছু বুঝাতে হবে। যার কাছে নাই, হয়তো বুঝতে পারবেন না কি বলছি। ধন্যবাদ। মাথায় থাক্লো।

দুর্দান্ত এর ছবি

বেশ ভালো।

খেকশিয়াল এর ছবি

দারুণ! দারুণ! দারুণ!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দেবোত্তম দাশ এর ছবি

অন্যধারার, খুব ভালো লাগলো। চলুক দাদা
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতিথি লেখক এর ছবি

চলবে। হাসি

-আঁকাইন
r.hasan.artworkঅ্যটgmail.com

অর্ক [অতিথি] এর ছবি

আরিব্বাস !! চমৎকার হয়েছে!!!!

অতিথি লেখক এর ছবি

খুবই ভালো লেগেছে।আরো বিশদ হলে ভালো লাগতো।

দেবাশিস মুখার্জি

মুস্তাফিজ এর ছবি

ভালো লেগেছে। তবে শুধু মুখ আঁকা নিয়েই একটা লেখা হতে পারতো, বিশেষ করে মুখ আকাঁটাই সবচাইতে জটিল লাগে যেখানে।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

মুখ আঁকার আগে যা যা বিস্তারিতো জানতে হবে সেগুলো হলো এনাটোমি, স্কিন টোন, কালার মিশাতে হয় কী করে, লাইট আর শেড, wacom এর pressure sensitive brush setting, জানতে হবে opacity কী, আরো অনেক কিছু। উপরের সব গুলো নিয়েই একটা করে পোস্ট দেয়া সম্ভব। একদম গোড়া থেকে শুরু করার পরিকল্পনা করছি। ধন্যবাদ। হাসি

-আঁকাইন
r.hasan.artworkঅ্যটgmail.com

দেবাশিস মুখার্জি [অতিথি] এর ছবি

মুখ আঁকা নিয়ে একটা বিশদ লেখা চাই।

নাশতারান এর ছবি

সচলে স্বাগতম!
দীক্ষা চাই!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ইশতিয়াক রউফ এর ছবি

দেশটা অমানুষে ভরে যাচ্ছে...

দ্রোহী এর ছবি
অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

-আঁকাইন
r.hasan.artworkঅ্যটgmail.com

অকুতোভয় বিপ্লবী এর ছবি

বাইও বাই ! অ্যাঁ
দেখসোনি ! মাই গড !! অ্যাঁ

সচলে স্বাগতম হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অদ্রোহ এর ছবি

আমার অপটু হাতের কিম্ভূত আঁকাআঁকি নিয়েই সুকুমারবাবু বলে গিয়েছেন-

হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না)
হয়ে গেল "হাঁসজারু" কেমনে তা জানি না।

একরাশ হিংসে রেখে গেলাম।

--------------------------------------------

আজি দুঃখের রাতে, সুখের স্রোতে ভাসাও তরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অতিথি লেখক এর ছবি

এইটে দেখেন হাঁস নিয়ে কি না করে লোকটা।

এই পর্যন্ত আসতে হলে বেশ ব্যাকরণ তো জানতেই হয়। হাসি
http://paperwalker.blogspot.com/

-আঁকাইন
r.hasan.artworkঅ্যটgmail.com

জি.এম.তানিম এর ছবি

ছবিটা দারুণ হয়েছে। আমি উপরে আরও সবার মতো কিছু আবদার রেখে যাই।

১. যে যন্ত্রটি ব্যবহার করে এঁকেছেন, তার বর্ণনা। ও কীভাবে সেটা দিয়ে আঁকেন তার উপরে কিছু নোটস এন্ড টিপস।

২. ফেসিয়াল এক্সপ্রেশন এবং ফেইস কালারিং-এর উপরে আরো ডিটেইলড বর্ণনা।

৩. কম্পিউটারে নেওয়ার পরে কোন সফটওয়্যার ব্যবহার করে কোন কাজটা করেন, অর্থাৎ টুলগুলোর বর্ণনা।

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আঁকাইন এর ছবি

তানিম্ভাই,

গোড়া থেকে শুরু করব। প্রথম পর্ব নিয়ে লেখা শেষ, আজ কাল এর মধ্যে পোস্ট করব। পর্যায়ক্রমে এগুলো সব আসবে। বিস্তারিত আলোচনা করব ও কেউ চাইলে তার বাড়ির কাজও দিতে পারবেন।

ধন্যবাদ

১. যে যন্ত্রটি ব্যবহার করে এঁকেছি, Wacom Intuos3 4 x 6-Inch Wide Format Pen Tablet.
এটাতে একটি pressure sensitive pen আছে। বিস্তারিত http://www.amazon.com/Wacom-Intuos3-6-Inch-Format-PTZ431W/dp/B000I62PEU
নোটস ও টিপস দিবো যখন এর উপর পোস্ট দিবো।

২. ফেসিয়াল এক্সপ্রেশন এবং ফেইস কালারিং-এর আগে মুখ ও মাথার গঠন নিয়ে আলোচনা করব।

৩. এখন আর কম্পিউটারে নেওয়া হয়না সরাসরি কম্পিউটারে কাজ করি/ Photoshop cs 5 ব্যবহার করি। এর টুল গুলোর বর্ণনাও আসবে পর্যায়ক্রমে।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

অনিন্দ্য রহমান এর ছবি

অনেক ভালো লাগল। আপনার আরো পোস্টের অপেক্ষায়।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঁস বাবুর পোট্রেট আগেই দেখেছিলাম ফেসবুকে এখন বিস্তারিত পড়তে পারলাম।
আপনার কাজগুলো দারুন লাগে। চালিয়ে যান !
--------------------------------------------------------

--------------------------------------------------------

কনফুসিয়াস এর ছবি

ফেইসবুকে হেথায় হোথায় ঘুরে টুরে আপনার বেশ কিছু কাজ দেখেছি। খুব ভাল লেগেছে। চালিয়ে যান।
উপরে জিএমটি-র মন্তব্যে সহমত জানিয়ে গেলাম।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তানিমের মত জিজ্ঞেস করতে চাইছিলাম কোন সফটওয়্যার ব্যবহার করেছেন। কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন দেখলাম। আমি আঁকাআঁকিতে এক্কেবারে বকলম। কিন্তু প্রবল আগ্রহ। একটা ডিজিটাল পেন কিনব নাকি ভাবছিলাম। কিন্তু গুরুর অভাবে আর ওদিকে সাহস করে আগাইনি। আপনার পেছন পেছন একটু আগাবো কিনা ভাবছি।

অনেক ধন্যবাদ লেখাটি শুরু করার জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আঁকাইন এর ছবি

'Digital Media' ধরার আগে 'Traditional Media' থেকে শুরু করতে পারেন। আমি নিজেও অনেক কিছু জানিনা, তাই নতুন করে শুরু করব। আঁকাআঁকি করতে কী কী লাগবে আমার পরের পোষ্ট এ বিস্তারিত আছে। ভাইয়ের মত পাশে দাড়াবেন দেখবেন ভয় নাই। হাসি

ধন্যাবাদ আপনাকে।

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

ধুসর গোধূলি এর ছবি

বাবুর মুখটা কেমন জানি পরিচিত পরিচিত লাগে! আমার আদৌ পরিচিত কি-না, বুঝতে পারছি না যদিও! চিন্তিত

আমার খুব শখ ছিলো ভালো চিত্রকর হবো। কিন্তু মাঠে নেমে বুঝলাম, আমাকে দিয়ে বড়জোর ব্যাঙকেগরুআঁকা শিল্পকর্ম সম্ভব, এর বেশি কিছু না। ঐটাই আমার সেকেন্ড বেস্ট আউটপুট। বেস্ট হইলো একজনের পোট্রেইট! যদিও পোট্রেটের মডেল আমার চিত্রকর্ম দেখে দুইটা হার্টবিট মিস করে ফেলেছিলেন। দেঁতো হাসি

তবে, আমি তারপরেও আঁকতে চাই। এঁকেই যেতে চাই। যতোদিন বাঁচবো খালি আঁকবোই। আঁকতে আঁকতে নিঃস্ব করে চলে যাবো দুনিয়ার সব কালির ভাণ্ডার। জয় মা কালী!



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

আঁকাইন এর ছবি

জয় মা কালী!

============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ধুগোদা, ধরে নিচ্ছি পোর্ট্রেটের সাব্জেক্ট যিনি ছিলেন, তিনি আঁতকে উঠেই হার্টবিট মিস করেছিলেন, তবে হার্টবিট কিন্তু আরেকটা কারণেও মানুষ মিস করে! দেঁতো হাসি
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আহা! আমি আপনার কাজ দেখেছি তো কিছু! তাই তো বলি... দেঁতো হাসি
বাহ্‌! বাহ্‌! চমৎকার। সিরিজের নিয়মিত পাঠক এবং গুঁতিয়ে দেখতে আগ্রহী আঁকিয়ে পাবেন আমাকে আশা রাখছি। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুলতানা সাদিয়া এর ছবি

হাততালি

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

অতিথি লেখক এর ছবি

হাততালি

দেবদ্যুতি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।