মনের সাথে মনের মিল, প্রাণের সাথে প্রাণ,
বুকের মাঝে আয়রে সখা, আয় ধরি সেই গান।
ছোট্টবেলা নদীর ধারে, জলের মাঝে পা দুলিয়ে,
গান জুড়োতাম গলা ছেড়ে। সময়টা দেয় সব ভুলিয়ে।
তবু ভুলিনি সেসব স্মৃতি, শতকথা তোমার-আমার।
বুঝিনি তখন বন্ধুত্ব কী, গুরুত্ব কী তোমার।
ঝড়ের রাতে আম কুড়োতাম মজিদ মিয়ার বাগে;
ফিরলে বাড়ি, কান মলুনি দিতেন মা রাগে।
সন্ধ্যেবেলা জ্বরের ঘোরে কেঁপে কেঁপে মরি,
চুরি করে এনে দিতে জ্বর তাড়ানোর বড়ি।
পরলে ধরা, জ্যাঠামশাই দিলেন তোমায় মার,
মার খেয়েও দুষ্টূমিটা মানেনি কভু হার।
আজ একলা যখন থাকি, মনটা বড়ই কাঁদে।
তোমার থেকে অনেক দূরে, জীবনেরই ফাঁদে।
ভাবি নানান কাজের মাঝে, লিখবো চিঠি তোমায়,
বন্ধু তুমি আছো কেমন? মনে আছে আমায়?
আজ বুঝি বন্ধুত্ব কী, আমার তুমি কী যে।
যতই থাকো দূরে তুমি, আছো হৃদয় মাঝে।
দেবাশিস মুখার্জি
মন্তব্য
ঝড়ের রাতে আম কুড়োতাম মজিদ মিয়ার বাগে;
ফিরলে বাড়ি, কান মলুনি দিতেন মা রাগে।
বাহ! বেশ লাগল।
ধন্যবাদ।
আরাম করে পড়ছিলাম পাঁচ নাম্বার লাইনে এসে তাল কেটে গেল।
কেন জানি মনে হচ্ছে এটা আপনার সেরা লেখা নয়।
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
হ্যাঁ, ভাই, মাত্রা আর ছন্দ নিয়ে একতু সমস্যা আছে।আগের চারটি লাইনের সাথে পঞ্চম লাইনটিতে মাত্রায় মিল খায় না।খুব একটা লিখি নি।তাই সেরা আর খারাপ লেখা বলে কিছু নেই আমার।
তবে আপনাকে অনেক ধন্যবাদ সমস্যাটা তুলে ধরার জন্য।অনেকেই পড়েন, সমস্যা দেখেন, কিন্তু কিছু না লিখে চলে না যান।পাঠক যদি তাদের খুঁজে পাওয়া সমস্যা আমাদেরকে না বলেন তো আমরা কীভাবে আমাদের ভুল শুধরাবো।
বুকের মাঝে আয়রে সখা, রবীন্দ্রনাথের সার্থক প্রয়োগ। কবিত্বে শুধু ঐতিহ্যের ভাঙন নয় বরং প্রত্যাবর্তনও দরকারি। ভালো লাগল।
আপনার কথাটা অনেক ভালো লাগলো।অনুপ্রেরণাদায়ক।কিন্তু এই কবিতা লিখে তো মাছি তাড়াতে হচ্ছে।মাত্র পাঁচটা মন্তব্য, তাও আমারই দু'টা।কেও পড়েই দেখে না।
নতুন মন্তব্য করুন