ছবি ও কবিতা

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: শনি, ০৯/১০/২০১০ - ৮:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

[ছবিগুলো অনুজপ্রতিম শেখ আলমামুনের অনুমতিপুর্বক তাঁর Illusion of Shadows অ্যালবাম থেকে নেয়া হয়েছে। মূলত ছবিগুলির অসামান্যতাই আমাকে নিচে জুড়ে দেয়া পদ্যটি লিখতে অনুপ্রাণিত করেছে! কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ লেখাটি শেখ আলমামুনকে উৎসর্গ করলাম।]

পলায়ন

(শেখ আলমামুন প্রীতিভাজনেষু)

উদাস দুপুর বাজায় নুপুর
কাঁপায় বনের ছায়া
কোনটা মাতায় মনটাকে তোর
ছায়া না তার কায়া?

কায়ার পিছে ছুটেই গেলি
রইল ছায়া পড়ে
মায়ার জগৎ ছেড়ে পেলি
অনন্তধাম কি রে?

ঝোড়ো হাওয়ায় উড়ছে ধুলো
ছুটছে তুফান মেল
পড়ন্ত রোদ ধুলোয় ঢাকা
স্মৃতির সাইকেল।

স্মৃতির ছিপে আটকে গেছে
আজব কিসিম মাছ
সেসব ভুলে হাঁপটি ছেড়ে
বাঁচ বাবাজী বাঁচ।

রোমেল চৌধুরী


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

এক যুগেরও বেশি আগে, ছায়া ও কায়া নিয়ে একটা কাব্য লিখেছিলাম; আপনার কাব্য দেখে সেই কথা মনে পড়ল।

অনন্ত আত্মা

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

ধন্যবাদ, আপনার কাব্যটি পড়তে চাই!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছড়া ভালোই লাগলো। তবে ছবিগুলো দেখতে একটু ঝামেলা হলো। সবগুলো লিংক মনে হয় একসাথে এসেছে। ছবির একেবারে মাঝখানে ফটোগ্রাফারের নাম থাকায় ছবি দেখে ভালো লাগলো না।

অতিথি লেখক এর ছবি

ভাই,
অনেক কেঁচো-গন্ডুষ করার পর সচলায়তনে এই প্রথম ছবি পোষ্ট করতে পারলাম! মডারেটরদের কেউ যদি দয়া করে ছবিগুলি সাজিয়ে দেন তবে কৃতার্থ হই। প্রথমে ৯ টি ছবি পর পর সাজানো যেতে পারে, তারপর কবিতার শিরোনাম 'পলায়ন', এরপর উৎসর্গের চরণটি, সবশেষে কবিতাটি। অথবা, কবিতার এক একটি স্তবকের ফাঁকে কয়েকটি করে ছবি দেয়া যেতে পারে। সেক্ষেত্রে সাইকেলের ছবিগুলি স্মৃতির সাইকেল শব্দগুচ্ছ ধারণকারী স্তবকের সাথে আসলে বোধহয় ভালো লাগবে! অগ্রীম কৃতজ্ঞতা রইল।
রোমেল চৌধুরী

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবি যোগ করা সবচেয়ে সহজ। লিংক কপি করে এডিটরের উপরে ছবি বাটনে চাপ দিলেই যে উইণ্ডো আসবে সেখানে পেস্ট করতে হবে।

মডুরা কখন দেখে বা ঠিক করে তাই ঠিক নাই। আপনি পোস্টটা আবার তৈরী করে ইমেইলে পাঠিয়ে দেন। নতুন করে সেভ করার দরকার নেই। শুধু তৈরী করে, প্রিভিউ দেখে ঠিক থাকলে কনটেন্টটা পাঠিয়ে দিন। তাহলে মনে হয় দ্রুত হবে।

রাহিন হায়দার এর ছবি

ভালো লাগলো!
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

রোমেল চৌধুরী [অতিথি] এর ছবি

রাহিন ভাই,
আপনাকে ধন্যবাদ, প্রেরণা পেলাম!
রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

ঝোড়ো হাওয়ায় উড়ছে ধুলো
ছুটছে তুফান মেল
পড়ন্ত রোদ, ধুলোয় ঢাকা
স্মৃতির সাইকেল;

Illusion of Shadows-2Illusion of Shadows-2

Illusion of Shadows 3Illusion of Shadows 3

অতিথি লেখক এর ছবি

উদাস দুপুর বাজায় নুপুর
কাঁপায় বনের ছায়া
কোনটা মাতায় মনটাকে তোর
ছায়া না তার কায়া?

Illusion of Shadows

Illusion of Shadows-1 by শেখ আলমামুন

নাজনীন খলিল এর ছবি

ছবিগুলোতো দারুন! ১ম ছবি মানে যে ছবিটির নাম ছায়া-মায়া মারাত্মক লাগল।
একদম একজন মানুষের বক্ষপিঞ্জর বলে মনে হয়েছে।যার ছবি তার একটা ধন্যবাদ অবশ্যই পাওনা।
ছড়া-কবিতাটির জন্য কবিকে ধন্যবাদ।
শুভেচ্ছা।

অতিথি লেখক এর ছবি

বোন,
আপনাকে ধন্যবাদ! আপনার মুগ্ধতামাখা অনুভূতিটুকু নিভৃতচারী আলোকচিত্রীকে পৌছে দেব!
রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

দারুন তো! যেমন ছবিগুলো তেমনি আপনার কবিতা।

অনন্ত

অতিথি লেখক এর ছবি

অনন্ত ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ!
রোমেল চৌধুরী

অতিথি লেখক এর ছবি

আরো দুটো ছবি জুড়ে দিলাম

কায়ার পিছে ছুটেই গেলি
রইল ছায়া পড়ে
মায়ার জগৎ ছেড়ে পেলি
অনন্তধাম কি রে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।