জহিরুল ইসলাম নাদিম
সাত সকালের রোদটি এতো মিঠে
রঙ যেন তার কমলা লেবুর কোয়া,
মিষ্টি এমন খাচ্ছি যেন পিঠে!
না জানি কোন সোনার রঙে ধোয়া।
সুর ছড়িয়ে সাঁঝের মায়া ভুলে
লক্ষ পাখি মেলছে হাওয়ায় পাখা,
তাদের কোমল পালকে ঢেউ তুলে
নাম না জানা স্বপ্নরা রয় আঁকা।
উত্তুরে শীত হাড় কাঁপানো হিমে
মন ভোলানো উপহারের ডালা,
মিশিয়ে রাখে ফুলকপি আর সিমে
কেমন যেন দিন বদলের পালা!
মন্তব্য
চমৎকার, ছন্দের দোদুল দোলা ও যথাশব্দের চয়নে অনন্য সুন্দর একদল সবুজ হিমেল বাতাসের মতো মন মাতিয়ে দিয়ে গেল! এমন লেখা আরো পড়তে চাই! আমরা কেন যে ইদানিং 'ভাবের খাতায় গাবের আঠায়' লালিত্যকে আটকে রাখতে চাই, ভেবে পাইনা!
রোমেল চৌধুরী
ধন্যবাদ রোমেল! আপনার মন্তব্য মূল লেখার চেয়ে কম ভালো নয়!! অর্থাৎ বেশি ভালো।
জহিরুল ইসলাম নাদিম
শিশিরভেজা শিউলিফুলের শুভেচ্ছা
আপনার জন্যেও ফুলেল শুভেচ্ছা!
ভালো লেগেছে।
সজল
ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
জহিরুল ইসলাম নাদিম
দুর্দান্ত। সরল ছন্দ সরল ভাষার মিঠে কবিতা ভাল লাগল।
কৃতজ্ঞতা।
জহিরুল ইসলাম নাদিম
নতুন মন্তব্য করুন