একটি সকাল কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে
কমলাবরন আকাশটাকে বিছিয়ে রাখে
একটি সকাল শিমুল ফুলের লাল আদরে
রাঙা বধুর মনটি রাঙায় পথের বাঁকে
একটি সকাল মাচার উপর বসে থাকা
ভাবুক বালক স্বপ্ন দেখে সবুজ দিনের
একটি সকাল স্নিগ্ধ রোদে আকাশ ঢাকা
ফিরিয়ে দেবে আশার বাণী নতুন গানের
একটি সকাল আকাশটিকে মিলিয়ে দেবে
ধানের ক্ষেতের সবুজ শাড়ীর জমিন মাঝে
একটি সকাল দিগন্তকে আটকে নেবে
সাতরঙা ঐ রামধনুটির আলতা সাজে
একটি সকাল ইলেক্ট্রিকের পোলের উপর
ভোরের পাখির সুখ জাগানো কলকলানি
একটি সকাল শুভ্র ফেনিল মেঘের বুকে
হলুদ বরণ আনন্দবান দিচ্ছে আনি
একটি সকাল আমার দেশের সবুজ মেখে
গায়ের মাঠে রাখাল সেজে গাইছে সুখে
একটি সকাল মগ্ন চেতন ভাবুক মনে
পদ্য লেখে শিশির ভেজা ঘাসের বুকে
মন্তব্য
ছবি পোষ্ট করায় আনাড়ী হওয়ায় একটি ছবি ভুল হয়ে গেছে, শুধরে দিলামঃ
একটি সকাল আকাশটিকে মিলিয়ে দেবে
ধানের ক্ষেতের সবুজ শাড়ীর জমিন মাঝে
একটি সকাল দিগন্তকে আটকে নেবে
সাতরঙা ঐ রামধনুটির আলতা সাজে
ছবিগুলার কথাই বলি। চমৎকার।
দুইটা মিলিয়েই পাঁচতারা।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে!
রোমেল চৌধুরী
ছোট ছোট ছবি-কবিতার জুটি ভাল লাগল।
কৌস্ত্তভ ভাই,
ধন্যবাদ আপনাকে!
রোমেল চৌধুরী
উফ, ছবিগুলো ভীষন সুন্দর। কবিতা গুলোও। তারা মারতে পারলে ভালু লাগতো ...
চালিয়ে যান। জনাব শেখ আলমামুন- কে শুভেচ্ছা জানাবেন।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনুপম ভাই,
আপনাকে ধন্যবাদ। সুন্দর বটে তব অন্তরখানি তারায় তারায় খচিত!
জনাব শেখ আলমামুন- কে আপনার শুভেচ্ছা পৌঁছে দেব।
রোমেল চৌধুরী
ছোট বেলায় এর রিভার্স একটা কম্পিটিশন হতো স্কুলে । বিখ্যাত সব কবিতার থিম নিয়ে ছবি আঁকা ।
ছবি সাথে কবিতাও অসাধারণ লাগলো । আর ফটোগ্রাফি শেখার ঝোঁকটাও বেড়ে গেল বহুগুণ ।
ভাই,
ছবি আঁকা ও ফটোগ্রাফির কোনটিই আমি পারি না, তবে ছেলেবেলায় মা যখন রাতের বেলা হাতে তুলে ভাত খাওয়াতে খাওয়াতে আবৃত্তি শোনাতেন,
"সন্ধ্যে হল, সূর্য নামে পাটে
এলেম যেন জোড়া দীঘির মাঠে
ধু ধু করে যেদিক পানে চাই
কোন খানেও জনমানব নাই"
তখন নিজমনে নির্জনতা ও ভয়মাখা একটি মোহন ছবি আঁকতাম, আজও মনে পড়ে!
আপনার সাফল্য কামনা করি, আপনাকে ধন্যবাদ!
রোমেল চৌধুরী
ছবির সাথে লেখার একটা চমৎকার যুগসূত্র তৈরি হয়েছে।
--------------------------
হামিদা আখতার
বোন,
ছবির সাথে লেখার যোগসূত্র যে যুগসূত্রটি তৈরি করেছে তা কি অসম্ভব দ্রুততায় বাস্তবে হারিয়ে যাচ্ছে, ভেবে মনে ব্যথা পাই!
ধন্যবাদ আপনাকে!
রোমেল চৌধুরী
আইডিয়াটা চমতকার। সিরিজটা ভাল হবে মনে হচ্ছে।
তবে ছবি আর লেখার এলাইনমেন্ট ঠিকঠাক থাকলে আরেকটু ভাল লাগবে।
ভাই,
আলাভোলা মানুষ আমি, a useless romantic fool. প্রাযুক্তিক আনড়ীপনা মার্জনা করবেন। আপনাদের ভালবাসা পেলে আমার সবটুকু ঢেলে দিব, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝোলা ঝুলি। আপনাকে ধন্যবাদ।
রোমেল চৌধুরী
কবিতা ছবিকে অতিক্রম করেছে; কিন্তু আপনি আপনাকে অতিক্রম করতে পারেন নাই। তবুও ভাল লাগল; কারন আম এক রকম ভাল, কাঁঠাল আরেক রকম ভাল। তুলনাটা কি স্হূল হয়ে গেল? কাব্যর সাথে খাদ্য যায় না জানি; কিন্তু খাদ্য ছাড়া পুষ্টি যেমন হয় না, পুষ্টি ছাড়া সৃষ্টিও তেমনি অসম্ভব; তাই একদম গোড়া ধরেই টান দিলাম।
অনন্ত আত্মা
অনন্ত আত্মা,
আমার মাঝেই দেয়াল তোলে নিত্যদিনের আমি
অপূর্ণতার পাত্রখানি ভরছে দিবসযামী
তবুও কোন প্রাণমদিরা লাগলে খানিক ভালো
বন্ধু যেনো, ভাববো মিছেই ঘর হয়েছে আলো!
মেনেছি গো হার মেনেছি!
রোমেল চৌধুরী
ছবিগুলো অদ্ভূদ সুন্দর!
সাবরিনা সুলতানা
বোন,
জনাব শেখ আলমামুন- কে আপনার শুভেচ্ছা পৌঁছে দেব।
রোমেল চৌধুরী
ভালো লেগেছে। আসতে থাকুক আরও।
কুটুমবাড়ি
ভাই,
আপনাদের ভাললাগাই আমার প্রেরণা। আপনাকে ধন্যবাদ।
রোমেল চৌধুরী
নতুন মন্তব্য করুন