চাপাক্রোধ আর গভীর অনুরাগে মানসিক ভারসাম্যে সংযত খুব সীমিত সময়। যার জন্য সাজানো চিত্রকলা, নিজের মত! দেখি দেহস্বপ্নভঙ্গ ! কেঁপে কেঁপে উঠে ফনিল। আমি হিসেবের আঁধারে যাই না, যত পরো ভাঙ্গিমা করো আর ঘৃণা দাও। অবস্থান, কল্পের বিপরীতে গল্প সাজাও... ভেতরে জন্মে নেয়া স-সহস্র ঘৃণা, নিজকে ধিক্কার দিয়েও এর সুরাহা হয় না। আমাকে আরো ঘৃণা দাও। চোখের বিপরিতে তুলে নাও আরেকটা চোখ। প্রদীপের আলোকে প্রতীকের প্রভাত থেকে ঝরে পড়ুক নীলাকাশ। প্রতিফলন হোক বজ্রসম। ব্যাথা সব জেগে উঠুক মধ্যাকাশের চলন্ত সপ্তর্শি। হোক আরো শব্দক্ষরণের ভেতর রক্তক্ষরণ!
----------------------------------------------
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
মন্তব্য
চাপাক্রোধের আরেকটু বিস্তার হইলে ভাল্লাগতো ...
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
আর বেশি টাইট দিলে তো রশি ছিঁড়ে যাবে
-
হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
লাইনটি বেশ সুন্দর
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
ধন্যবাদ আফসার
-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
হামিদা আখতার,
হোক আরো শব্দক্ষরণের ভেতর রক্তক্ষরণ!
রোমেল চৌধুরী
পাঠের জন্য ধন্যবাদ রোমেল
ভালো থাকুন
- হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
নতুন মন্তব্য করুন