পাঞ্জেরি প্রকাশনী থেকে এ বছরের বইমেলায় একটা শিশুতোষ বইয়ের কাজ পেয়েছিলাম আমি আর কার্টুনিস্ট কাম ডাক্তার শাহরীয়ার শরীফ (ডেইলি স্টারের শাহরীয়ার শরীফ নয়, উন্মাদের শাহরীয়ার শরীফ)। স্কেচ বাদে পুরোটাই করেছিলাম ফটোশপ সিএস৪ আর মাউস দিয়ে। সেই বইটার ব্যাক কভারের কাজটা আজকে ধাপে ধাপে দেখাব:
১. প্রথমেই কম্পোজিশন টা ঠিক করে নিলাম। অবশ্য বেশ কয়েকটা কম্পোজিশন করা হয়েছিল কিন্তু সেগুলো কোনোটাই পছন্দ না হওয়াতে দিলাম না।
২. এবার শাহী ভাই জেলপেন দিয়ে স্কেচটা করে ফেললেন
৩. ফটোশপে আমি সেটাকে স্ক্যান করে একটা নতুন ক্যানভাসে ফেলে স্কেচ লেয়ারের ওপাসিটি কমিয়ে দিলাম এবং ধাপে ধাপে মাউসের সাহায্যে রং চাপানো শুরু করলাম
৪. শ্যাডো বসাতেই দারুণ স্পেস তৈরি হয়ে গেল!
৫. ডিমের গায়ে কিছু ক্র্যাক আঁকলাম
৬. এবার বিড়ালের গলায় স্টিলের কলার বেল্ট ও তাতে কিছু ডিটেইলিং
৭. পুরো কাজটা করার সময় আমি ব্রাশ সেটিংস নিজের পছন্দ মতো কাস্টোমাইজ করে নিয়েছিলাম
৮. এবারে ফাইনাল টাচ্
মন্তব্য
নাম দিতে ভুলে গিয়েছিলাম! কিন্তু পোস্টটা এরকম জগাখিচুড়িভাবে আসলো কেন বুঝলাম না!
--
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
এর পরের পোস্টে ছবিগুলো ফ্লিকারে আপলোড করে কোডটা এমবেড করে দিয়েন। এখানে ছবির সাইজ ছোটো হবার কারণে টেক্সটটা ছবির নিচে না গিয়ে পাশে চলে গেছে।
যারা পারে তারা মাউস দিয়েই পারে। আর আমার মত লোক গ্রাফিক্স ট্যাবলেট নিয়েও কিছু পারেনা।
আরে বলেন কি! এভাবে বললে হবে? চালায়া যান...
বাহ্, পুরাই যাদু!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইরকম পোস্ট আরো আসতে থাকলে (বিভিন্ন লেখকের, অতিথিদের ও সচলদের থেকে) শীঘ্রই একটা সচিত্র ই-বুক তৈরি হয়ে যাবে। আর, বাচ্চাদের ছাপানো বই বা না কেন। আমাদের ড্রইং-এর বইগুলা বড়ই নীরস। সেগুলা খাতা পেন্সিলের বাইরে কম্পিউটারের টিউটোরিয়াল যুক্তও না। অথচ অনেক বাচ্চাই (শহুরে শিক্ষিত ও ন্যূনতম মধ্যবিত্ত পরিবারের) ড্রইং খাতা আর কম্পিউটার একই সাথে ধরে। তাই, কম্পিউটারে আঁকাআঁকির বাংলা বইয়ের প্রয়োজন।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
কমেন্টের জন্য ধন্যবাদ!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ্ বাহ্ !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তারিক ভাই, চালায় যান।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
সুন্দর হইছে
ফটোশপের কাজটুকু করতে আনুমানিক কতক্ষণ সময় লেগেছে?
কাকস্য পরিবেদনা
সাধারণত এমন কাজ করতে আমি ব্যপক সময় নেই কিন্তু এটার ক্ষেত্রে তাড়া থাকায় প্রায় ৬ ঘন্টা সময় লেগেছিল।
ইশ্ এমন শিক্ষাউপকরণ যদি GIMPএর জন্য থাকতো! ফটোশপের যে দাম ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ভাইজানের কি পাইরেসির ব্যপারে কোনো ধারণা নাই!?!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন