ডিপ্রেশন, ঘুমরাত স্বপ্ন হয়ে আসে বিশ্রাম
অতিসংবেদনে তার অবস্থান নির্ণয়, যদি
বলা যেতো! বিস্ময়ে এমন অবান্তর ইচ্ছাকে
দূরে ঠেলে কবিতায় মুখ লুকাতে হতো না;
আমার চাওয়া-পাওয়া এরচে' বেশি ছিলো না
বেপরোয়া ইচ্ছ-অনিচ্ছা অবস্থান কল্পে
ডিপ্রেশন কেটে গেলে কখন যে স্বস্তিতে
নিয়ত সময়ক্ষেপণ, এ ভরা শীতে
----------------------------------
-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
মন্তব্য
গোলকধাঁধা
ভালো লাগল।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
পাঠের জন্য ধন্যবাদ আফসার
----------------------------
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন
নতুন মন্তব্য করুন