পেন স্কেচ: উলভেরিন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৪/১০/২০১০ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অফিসের কাজের এক ফাকে মাথা ফাকা করার জন্য জেলপেন দিয়ে রাফভাবে উলভেরিনকে এঁকে ফেললাম। ১৮ মিনিটে করা। যারা ছবি আঁকাআঁকির সাথে যুক্ত বা ধারণা রাখেন তারা এই হাত চালু রাখার রাফ ড্রয়িং সম্পর্কে ভালোভাবেই অবগত।
--
মু. তারিক সাইফুল্লাহ

auto


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।