ঘুমের ঘোড়া নেমে এল অন্ধকারে তারার সমাধী তবু আমার জেগে থাকার স্বাদ কুড়ায় সুখের সোনা সুক্ষ তারে বোনা দিন শেষে থাকে স্মৃতি কে কবে ধরেছিল হাত আর খুব পাশাপাশি বসেছিল
- সমুদ্র সন্তান
মন্তব্য
নতুন মন্তব্য করুন