জহিরুল ইসলাম নাদিম
খাচ্ছ বাদাম ফেলছ খোসা
ফেলছ কাগজ ঠোঙ্গা-ঠোসা।
পলিথিনের ব্যাগটা ধরে
হাওয়ায় ভাসাও আরাম করে।
শাড়ির প্যাকেট জুতোর ফিতে
গ্রীষ্মে ফেল ফেলছ শীতে।
মাছের কাঁটা পানের বোঁটা
জল খেয়ে ডাব ফেলছ গোটা।
ফেলছ থুতু ফেলছ কাশি
এক বছরের বারো মাস-ই।
কোকের বোতল তেলের শিশি
সুযোগ পেলেই ফেলছ হিশি!
মুখটা মুছে ফেলছ টিস্যু
বুড়ো থেকে ছোট্ট শিশু।
নেই তো কারো কোনো বিকার
সবার আছে এই প্রাধিকার।
ডাস্টবিন তো অনেক দূরে
সবাই জানে আমরা কুঁড়ে।
কিন্তু মাথায় বুদ্ধি আছে
তাই যাই না বিনের কাছে।
বিনকে বলি ছড়িয়ে যেতে
রাস্তা ঘাট ও উঠোন ক্ষেতে।
ভার্চুয়াল এই বিনের মাঝে
ময়লা ফেলি সকাল-সাঁঝে!
মন্তব্য
দারুণ, গনসচেতনতা বাড়াতে আপনার ছড়াটা FDC এর পাংখার মত ঝড়ো বাতাস দেউক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ সাইফ আপনাকে।
জহিরুল ইসলাম নাদিম
সাইফ ভাইয়ের সাথে একমত।
সামন্য সচেতন হলেই আমাদের চারপাশটা আরও সুন্দর রাখতে পারি। সচতেতনা বাড়ুক আমাদের সবার।
love the life you live. live the life you love.
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ক্রমশঃই আমরা আরো অসচেতন হয়ে উঠছি।
জহিরুল ইসলাম নাদিম
"ডাস্টবিন তো অনেক দূরে
সবাই জানে আমরা কুঁড়ে"
- এই দুই লাইন-ই যথেষ্ট। ছড়া ভাল লাগল।
ফারাবী
ধন্যবাদ ফারাবী আপনাকে।
জহিরুল ইসলাম নাদিম
ভাই,
ছড়াটি ভাষা ও ছন্দের গাঁথুনিতে জবাবছাড়া হয়েছে। ধন্যবাদ রইল।
কিন্তু মাথায় (৪) বুদ্ধি আছে (৪)
তাই যাই না (৩) বিনের কাছে (৪)।
এক মাত্রা কম পড়লো কি?
রোমেল চৌধুরী
হ্যাঁ অংকের হিসেবে এক মাত্রা কম আছে। তবে পড়তে গিয়ে দেখি কানে বাজছে না। অনেক সময় এরকম হয়। সম্ভবত তাই যাই এ পর পর দুবার ই ধ্বণি আসায় তা একমাত্রার ঘাটতিকে পুষিয়ে দিয়েছে।
বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য রোমেল আপনাকে অভিনন্দন ।
জহিরুল ইসলাম নাদিম
তাইতো, এবার একটু টেনে পড়াতে আর ঘাটতি থাকছে না। দু'দুবার স্বরান্ত ব্যবহারের কারণে এমনটি হচ্ছে!
রোমেল চৌধুরী
বেশ ভালো লেগেছে, লা জওয়াব।
আহাদিল
আহা!
জহিরুল ইসলাম নাদিম
ফাটাফাটি লাগলো । ময়লা ফেলা নিয়া দিগদারির একটা ভিসুয়াল চোখের সামনে ভাইসা উঠলো।
- মেফিস্টো
সচেতনতার উপর ছড়াখানা চমৎকার লাগল।
জহিরুল ইসলাম নাদিম
!
নতুন মন্তব্য করুন