মো: সহিদুর রহমান সুমন (কীরণ)

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৩/১১/২০১০ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

ফাঁকি

রাজা মশায় করবে স্নান দুগ্ধ সরোবরে
ডঙ্কা বাজে প্রহরী হাকে সকলের ঘরে ঘরে ।
সূর্য ওঠার আগেই যেন প্রজা সকলে
পূর্ণ ঘটি দুধ খাটি সরোবরে ঢালে।
ব্যর্থ হলে বড়ই কঠিন শাস্তি পেতে হবে
রাজার আদেশ মানতে হবে, প্রতিবাদ হয় কবে?
প্রজা সকল ভাবল অনেক ঠিক করল শেষে
এক ঘটি দুধ সরোবরে এমন কি যায় আসে?
সবাই দেবে দুধের ঘটি আমিই দেব পানি
জানবে রাজা কেমন করে কে দিল কত খানি?
এমন ভাবনা ভাবল সবাই করল তেমন কাজ
দুধের সাগরে রাজা মশায় স্নান করবেন আজ।
সকাল হলে সদলবলে রাজা আসেন ঘাটে,
প্রহরীরা দেয় পাহারা সরোবরের মাঠে।
চোখ কপালে ওঠে রাজার দুধ গেল তার কই?
এক ফোটা দুধ নেই তো সেথা পানিতে থই থই।

ফাঁকির রাজ্যে বাস যে করি, ফাঁিক যে সব খানে
অফিস-বাসা, ব্যবসা-সেবা, ফাঁকি নেই কোনখানে
ফাঁকি দিলে পরব ফাঁকে ভাবিনা একটিবার,
নিজে যখন পরি ফাঁকে বুঝি মজা তার।
তবু আমরা হইনা সজাগ ফাঁকি দিয়ে যাই,
ফাঁকির যত উপায় শত নিত্য শিখতে চাই।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বস, লেখার শিরোনামটা একটু ধীরেসুস্থে দিলে হত না?
ছড়া/কবিতা ভাল্লাগসে

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

শিরোনামটা চ্রম! দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেঁতো হাসি

মূলত পাঠক এর ছবি

প্রতি লাইনে ছন্দের ভুল, হোঁচট খেতে খেতে পায়ের নখ উঠে গেলো!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাত্রা জ্ঞানে ভীষণ সমস্যা,
যেমন:
...২.....৩........৩......৩.....৩......৪...
রাজা মশায় করবে স্নান দুগ্ধ সরোবরে
...৩.......২......৪.....২.......৪........২......২
ডঙ্কা বাজে প্রহরী হাকে সকলের ঘরে ঘরে

বদলে এরকমটা হতে পারত:
...৩.....৩........৩......৩.....৩......৪...
রাজন মশায় করবে সিনান দুগ্ধ সরোবরে
...৩.....৩........৩......৩.....৩......২..২..
ছুটল বার্তা, হাঁকলো কর্তা, সবার ঘরে ঘরে

শিরোনামটা ছড়ার নামে হবে না? আইডিয়াটা মন্দ ছিল না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

ছড়ার আইডিয়াটা দারুণ!
মুর্শেদ ভাইয়ের এনালাইসিস ও পরামর্শটা চমৎকার;
ছড়াকারের অনেক উপকার নিশ্চয় হবে।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আজ পর্যন্ত কোন ব্লগের এমন শিরোনাম দেখি নাই। এই কবির পোস্ট আগেও পড়েছি বলে মনে হচ্ছে। তাই এটা কে ঠিক 'ভুল করে' বলে মনে হচ্ছেনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

গঠন মূলক মন্তব্যের জন্য সকল পাঠককে আন্তরিক ধন্যবাদ।
সচলের নতুন সদস্য, আপনাদের সহযোগীতায় শ্রীঘ্রই পূর্ণ সচল হব।

দ্রোহী এর ছবি

শিরোনামে ৫ তারা।


কাকস্য পরিবেদনা

বইখাতা এর ছবি

এইরকম শিরোনামের আইডিয়া আমার মাথায় কখনোই আসতোনা। হাসি কবিতার আইডিয়াটা কিন্তু চমৎকার।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।