ফটোব্লগ - বিশ্বাস [পর্ব -১]

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ০৪/১১/২০১০ - ৯:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন থেকেই ইচ্ছা ছিল মানুষের ছোট-ছোট বিশ্বাস এর ব্যাপারগুলা ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। বিশ্বাস বলতে আমরা অনেকে শুধু ধর্মীয় ব্যাপারটাই মনে করি কিন্তু আসলে বিশ্বাস এর ব্যাপকতা অনেক বেশি এবং সবক্ষেএে তা ধর্মের সাথে সম্পর্কিত নয় । যেমন অনেকে মনে করেন কুকুরের কান্নার শব্দ শুনলে বিপদ হবে ...অথবা ছোট শিশুদের অন্যের কূনজর থেকে রক্ষার জন্য কপাল এ কালো ফোটা দেওয়া ইত্যাদি । বিশ্বাস মূলত একটা অনুভব করার ব্যাপার ... ক্যামেরা বন্দি করতে গিয়ে সবসময় তাই সুবিধা করতে পারিনি। ছবি তোলার সময় আমার মুল লক্ষ ছিলো মানুষের বিশ্বাসের অনুভূতির মুহূর্তগুলো তুলে ধরা... কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দয়া করে ছবিগুলো দেখবেন না... কোন ধর্মকে তুলে ধরা আমার উদ্দেশ্য না। আর বিশ্বাস ব্যাপারটাও আপেক্ষিক যার যার কাছে তার তারটা সঠিক বাকি সবারটা ভুল মনে হতে পারে। এইসব স্পর্শকাতর ব্যাপারে কোন তর্ক না করার অনুরোধ রইল। যে যার বিশ্বাস নিয়ে থাকুক।

Faith & Light

আমার আরও অনেক ছবি তোলার বাকি এই সিরিজ এর সম্পূর্ণতা আনার জন্য। ইচ্ছা আছে কিছু বিশেষ উপলক্ষের ছবি তুলব ভবিষ্যতে । বিশেষ করে চড়ক পূজা, রাশ মেলা, বড়দিন এর ছবি তোলার ইচ্ছা আছে।
ছবিগুলার গঠনমূলক সমালোচনা আর পরামর্শ পেলে উপকৃত হব।

Faith is the strength by which a shattered world shall emerge into the light.
-Rabindranath Tagore

Faith

Faith 6

And He has set up on the earth mountains standing firm, lest it should shake with you; and rivers and roads; that ye may guide yourselves; Holy Quran 16:15

Rath Jatra

Faith & Gems 3

Faith 7

On life's journey faith is nourishment, virtuous deeds are a shelter, wisdom is the light by day and right mindfulness is the protection by night. If a man lives a pure life, nothing can destroy him.
-Buddha

Faith & Shadows

In faith there is enough light for those who want to believe and enough shadows to blind those who don't. ~Blaise Pascal

Faith 6

Faith

Faith 2

I tell you the truth, if you have faith as small as a mustard seed, you can say to this mountain, "Move from here to there" and it will move.
Matthew 17:20

Faith

faith

"To one who has faith, no explanation is necessary. To one without faith, no explanation is possible."
-- Thomas Aquinas

Faith

Faith

Some people lose their faith because Heaven shows them too little. But how many people lose their faith because Heaven showed them too much?

Faith 1

The look 3

Faith

Faith 5

Faith

"A man should believe in God through faith, not because of miracles."
-- Nachman of Bratslav

What Dreams May Come

Faith 4

সবাইকে অনেক ধন্যবাদ।

dr_sujon_bds@yahoo.com


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার বিষয়! চমৎকার ছবি! কতগুলো ব্যাপার মাথায় আসল।

১। ক্রীষ্ট উপাসনার ছবি কোথায়?

২। উপাসনার মিলগুলো তুলে ধরলে মজা হত। একটা ফটো স্টোরির মত করা যেত। যেমন: প্রতি ধর্মের একজনকে সাবজেক্ট হিসেবে নিন। এদের উপাসনার মিলগুলোর ছবি তুলুন (অমিলগুলোরও)। তারপর উপাসনার পর তারা কোন একটি ভালো কাজ করছে তার ছবি তুলুন। এতে করে, "সব ধর্মে কিছু মিল এবং কিছু অমিল আছে, কিন্তু দিনশেষে সবার মানবতাই সবাইকে এক করে তুলে ধরে" এই স্টোরী লাইনটা ফুটে উঠতে পারে।

৩। ফটো টিপস দিন

৪। আপনার এইরকম আইডিয়া নিয়ে ফ্লিকার+সচলায়তনের সদস্যদের মাঝে ফটো কনটেস্টের আয়োজন করতে পারেন।

৫। সচলায়তনে স্বাগতম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

টিউলিপ এর ছবি

দুই নাম্বার পয়েন্টে সহমত জানায় গেলাম।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতিথি লেখক এর ছবি

ক্রীষ্ট উপাসনার ছবি তোলার সুযোগ হয়নি , থাকি সিলেটে এখানে ক্রীষ্টধর্মের আয়োজন খুব কম। সামনের ক্রীসমাসে ঢাকা যাবার নিয়ত আছে এই বিষয়ের ছবি তোলার জন্য।

ছবির মিলের ব্যাপারটা আরও সমৃদ্ধ ভান্ডার হবার পর হয়তো সম্ভব হবে।

ফটো কনটেস্টের পুরস্কার এর sponsor আপনি হলে আমার কন সমস্যা নেই , আয়োজন করা যাবে

আপনাকে ধন্যবাদ

হাসান মোরশেদ এর ছবি

সিলেট শহরের ভেতরেই খ্রীষ্টানদের প্রার্থনাঘর আছে। যে কোন রবিবার চলে যান।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মূলত পাঠক এর ছবি

দুর্ধর্ষ সব ছবি! দেখে মুগ্ধ হলাম ভয়ানক রকম!

গোড়ার কৈফিয়তটা বোধ হয় দরকারি ছিলো না, মানুষের জীবনচর্চায় ধর্ম থাকে চিরকাল, তার প্রতিফলনের ছবি নিয়ে কারো অসুবিধা থাকার তো কথা নয়।

আরেকটা ছোটো ব্যাপার, "চিত্র" লিখতে আপনি লেখায় ও ট্যাগে "চিএ" লিখেছেন দেখলাম। "ত্র" লেখা কঠিক কিছু না, ত প্লাস র দিলেই এসে যাবে।

পরের পোস্টের আশায় রইলাম।

সুহান রিজওয়ান এর ছবি

স্রেফ অসাধারণ ...

১২ নম্বর এবং শেষ ছবিটা খুবই ভালো লেগেছে।

সচলায়তনে স্বাগতম। আপনার আরো ছবির প্রতীক্ষায় থাকলাম...

_________________________________________

সেরিওজা

তাসনীম এর ছবি

দারুন আইডিয়া আর ছবি। পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।

একটা ছোট প্রশ্ন, বাংলাদেশে ইহুদী ধর্মালম্বী মানুষ আছেন?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

আমার জানামতে নেই

সাইফ শহীদ এর ছবি

এমিল,


একটা ছোট প্রশ্ন, বাংলাদেশে ইহুদী ধর্মালম্বী মানুষ আছেন?
আমি অন্তত তেমন এক জনকে জানি। আদি জন্ম অবশ্য বাংলাদেশে নয়। কিন্তু বিগত ৩০ বছর ঢাকার অধিবাসী। আমার ভাল বন্ধুও বটে। [সব ধর্মেই আমার ভাল বন্ধু আছে]

সাইফ শহীদ

সাইফ শহীদ

অদ্রোহ এর ছবি

স্রেফ দুর্দান্ত!!

সামনের পর্বে আদিবাসীদের রিচুয়ালভিত্তিক কিছু স্ন্যাপশট দেখার আশা করতে পারি কি?

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অতিথি লেখক এর ছবি

কঠিন কিন্তু অসম্ভব নয়, চড়ক পূজার ছবি পাবেন কোন সমস্যা না হলে।

ওডিন এর ছবি

দুর্দান্ত সব ছবি!
চলুক

অটঃ ওয়াহিদ ভাই আপনার কেউ হন?

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ
ডাঃ ওয়াহিদ আমার অগ্রজ

অতিথি লেখক এর ছবি

চার জন বোরকা পড়া মহিলার ছবিটা সবচেয়ে স্ট্রং...!

--- থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

চমৎকার আইডিয়া।
চমৎকার উপস্থাপন।

---আশফাক আহমেদ

সংসপ্তক এর ছবি

ভাই, প্রতিটা ছবিই দূর্ধর্ষ। আমার অনেকদিনের ক্ষোভ, আমি কন্সেপ্ট বেইজড ছবি তুলতে পারি না.....আবারো দুঃখ টা জেগে উঠলো। অসাধারণ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

শংখ [অতিথি] এর ছবি

অসাধারণ সব ছবি। আইডিয়া টা ভালো। চার নাম্বার ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। সত্যি, খুব ভাল ছবি তোলেন আপনি।
-শংখ

অতিথি লেখক এর ছবি

খুবই সুন্দর ছবি এবং চিন্তাটা। চালিয়ে যান।

অমিত্রাক্ষর
অমিত্রাক্ষর@জিমেইল ডট কম

দুষ্ট বালিকা এর ছবি

ধর্ম সম্পর্কিত বিশ্বাস না থাকলেও প্রতিটি ছবি ভালো লাগলো! আপনার ব্লগের আইডিয়াটা চমৎকার! চলুক

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বইখাতা এর ছবি

খুবই চমৎকার ছবি, সবগুলোই। তিন নম্বর ছবিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দুর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বাধীন এর ছবি

সব গুলো ছবিই অসাধারণ।

মির্জা এর ছবি

যা যেভাবে আছে, সেভাবেই ছবিগুলো অসাধারন।

মীর বক্সটোলার উল্টো দিকে, মিশনারীজ অব চ্যারিটির অসিফের সাথে যোগাযোগ করলে সিলেটের ভেতরেই কোথায়-কোথায় বড়দিন উদযাপিত হচ্ছে জানতে পারবেন।

ছবির টিপ্‌স এবং ডিটেইল দিলে আমার মত মুর্খের উপকার হয়।

কৌস্তুভ এর ছবি

ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আরো আরো সুন্দর সুন্দর ছবি দেখান আমাদের।

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

দারুন ছবি।
ছবির আইডিয়াও খুব ভাল লাগল।
ভাল থাকবেন।

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

চমৎকার সব ছবি...হতভম্ব হয়ে গেলাম...প্রত্যেকটা ছবির দিকেই অনেকক্ষণ তাকিয়ে থাকলাম...অসাধারন ব্যাপার !!!
ফেইসবুক আর টুইটারে শেয়ার দিলাম হাসি

ধুসর গোধূলি এর ছবি

প্রায় সবগুলো ছবির বিষয়ই দেখলাম "প্রার্থণা"। শিরোনামের সাথে খুব বেশি পার্থক্য নেই যদিও।

ছবিগুলো ব্যাপক। অসাধারণ। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

রিজভী [অতিথি] এর ছবি

কখনো মাথায় আসেনি যে এটা (বিশ্বাস) একটা ফটোগ্রাফীর সাবজেক্ট হতে পারে! ছবিগুলো অসাধারণ...

-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;

সাইফ শহীদ এর ছবি

আরিফ (এই নামই তো?),

জীবন্ত যেন ছবিগুলি। অনেক ধন্যবাদ সহভাগ করার জন্যে।
স্থান, কাল ও পাত্রের পরিচয় থাকলে মন্দ হত না।
ভবিষ্যতে আরও বাংলাদেশের 'জীবনের ছবি' দেখার আশা করবো।

সাইফ শহীদ

সাইফ শহীদ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, খুব শিগগির বাংলাদেশের 'জীবনের ছবি' পাবেন
-আরিফ

দময়ন্তী এর ছবি

ছবি ও আইডিয়া দুইই দুর্দান্ত চলুক
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

বিষয়বস্তু আর ছবি দুটাই অসাধারণ হয়েছে।

অনন্ত

স্নিগ্ধা এর ছবি

মুগ্ধ হয়ে গেলাম! ছবি এবং আইডিয়া দুইই দারুণ!!!

অতিথি লেখক এর ছবি

আমি ছবি তুলতে পারি না কিন্তু ছবি তুলতে বেশ পছন্দ করি। তাই কেউ ভালো ছবি তুললে তারে আমি খুবই ভালও পাই। আপ্নারেও আজ থেকে ভালো পাইলাম।
ছবির বিষয়বস্তু দারুন। আপনার আরো ছবি দেখার আশায় রইলাম।

পাগল মন

অতিথি লেখক এর ছবি

অসাধারণ কিছু ছবির দেখা পেলাম।

আদনান0০৭

অতিথি লেখক এর ছবি

ছবি ও আইডিয়া মারাত্মক!
ধন্যবাদ শেয়ার করার জন্য

--
হামিদা আখতার

দ্রোহী এর ছবি

দুর্ধর্ষ সব ছবি!!!

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু


কাকস্য পরিবেদনা

নৈষাদ এর ছবি

চমৎকার সব ছবি। চমৎকার আইডিয়া।

শাহেনশাহ সিমন এর ছবি

চমৎকার! দুর্দান্ত! ৫*
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মুস্তাফিজ এর ছবি

আরিফকে সচলে স্বাগতম। সচল সমৃদ্ধ হলো আর একজন ডাক্তার কাম ফটোগ্রাফারের আগমনে। আশা করি সামনেই আরো কিছু চমৎকার কাজ দেখতে পাবো।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই। ইচ্ছা আছে সচল এ নিয়মিত হবার

মাহবুব লীলেন এর ছবি

এক্কেবারে অসাধারণ

নূপুরের ছন্দ এর ছবি

অসাধারন। মুগ্ধ হলাম।

hasan rezaul এর ছবি

ছবি গুলো অসাধারণ হয়েছে দাদা। আমি এর উপরে একটি প্রতিবেদন লিখেছি। যা আমার ভালো লাগার অনুভূতি বিদ্ধমান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।