ভাবনাগুলো বেজায় হুলো
রাখ ভরে রাখ সিন্দুকে
চিত্তকে তোর বৃত্তে সেঁটে
আটকা বিষাদ-সিন্ধুকে
স্মৃতির কুলো উড়ায় ধুলো
ভীতির দিনেও যুদ্ধসাজ
কার্ফু মেরে মুন্ডু ফেঁড়ে
মগজ ধোলাই দিচ্ছি আজ
কেন রে তোর মনটা পুড়ে
ঘূর্ণিঝড় আর আইলাতে
বাউলা কোকিল চ্যাঁচাস কেন
লাভটি কোন নেই তাতে
আউলা কবি তোর কি সাজে
উথলে উঠা দেশপ্রেম
একটি চালেই কিস্তি গেলে
বুঝবি কি ঘোর দাবার গেম
ফের বাবাজী ফেরেব্বাজী
ধরতে যদি আসিস কাল
বেদম জোরে আছড়ে দেব
মুন্ডু হবে টালমাটাল
দেশটি মোরা লিজ নিয়েছি
চুষবো ওকে জীবনভর
হদ্দ-হাঁদা তোর তাতে কি
মুখটি বুঁজে কাজটি কর
কাব্যিখানি নাব্যি হলে
ঝুলবে ঘাড়ে দন্ডাদেশ
নীতির চ্যালা বুঝবি ঠ্যালা
দেশেই হবি নিরুদ্দেশ।
রোমেল চৌধুরী
মন্তব্য
খাসা লাগলো, আর ছন্দ তো লাজবাব!
২ খানা ছোট্টো জিনিস:
হদ্দ-হাঁদা তোর তাতে কি > হদ্দ-হাঁদা তোর তাতে কী
ঝুলবে ঘাড়ে দন্ডাদেশ > ঝুলবে ঘাড়ে দণ্ডাদেশ
কাব্যিখানি নাব্যি হলে: নাব্যি মানে কী?
ভাই,
মধ্য ও অন্তঃমিলের দীন প্রচেষ্টাটুকু আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম।
ভুল শুধরে দেবার জন্য কি বলে যে ধন্যবাদ জানাই আপনাকে? না আর দেরী নয়, প্রমিত বাংলা বানান নীতি এবার আয়ত্ত্বে আনতেই হবে আমায়। শুধরে নিয়ে নিয়ে আর কতকাল?
'নাব্য' কথাটিকে ইনিয়ে বিনিয়ে লেখা আর কি! কাব্যের তরীটি তো ছন্দের ছোট ছোট লহরীর উপর দিয়েই এগিয়ে যায়, তাইনা? সেখানটায় 'নাব্যতা' বোঝাতে 'নাব্যি' নবশব্দটি ব্যবহার করেছি।
ভালো থাকবেন।
রোমেল চৌধুরী
শেষ দুটো লাইন আমার একটা ব্লগের মন্তব্যে জুড়ে দিয়েছিলেন, পুরোটা পড়তে দারুণ লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
তাসনীম ভাই,
রাহমানের একটি কবিতার দু'টো চরণ মনে পড়লোঃ
"কি যুগে আমরা করি বাস
প্রাণ খুলে কথা বলা মহাপাপ"
রোমেল চৌধুরী
এইটা বোধহয় শিবঠাকুরের আপন দেশের উদ্বোধনী সঙ্গীত...![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
কৌস্তুভ ভাই,
মন্দ না, উদ্বোধনী সঙ্গীত হিসেবে গৃহীত হলে আমার ভাগ্যে রয়্যালটি জুটে যেতেও পারে।
রোমেল চৌধুরী
দাড়ি কমার সুষ্ঠু প্রয়োগ হলে আরো ভালো লাগত।
ভাই,
সেটি তো পাঠকের ওপরেই ছেড়ে দিয়েছি, শুধু শেষ বোঝাতে একটি দাড়ি টেনেছি মাত্র। বাকীটুকু না হয় একটু স্বাধীনতা নিয়ে পাঠকই নির্ধারণ করে নিক যে যার মতো করে!
রোমেল চৌধুরী
পড়ে আনন্দ পেলাম
ভাই,
আমার এ দীন উচ্চারণে যদি আপনার মনে আনন্দের প্রজাপতি মৃদুলয়ে ডানা মেলে দেয় তবে আমি কৃতার্থ। ভালো থাকবেন।
রোমেল চৌধুরী
নতুন মন্তব্য করুন