নাপাকি কেন নাপাকি??

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৭/১১/২০১০ - ৯:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

নাপাকিস্তানকে আমি প্রায়শই নাপাকিস্তান হিসেবে লিখি, কিছু কারণে আমি নাপাকিস্তান লিখতেই নারাজ।কিন্তু কিছুদিন ধরে ফেইসবুক সহ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে আমি কেন নাপাকিস্তান কে নাপাকিস্তান আর নাপাকিদের নাপাকি বলি।কেউ কৌতুহল বশত জানতে চেয়েছে।আবার কেউ বা পুরোনো ভাইদের এ নাম বিকৃতি সহ্য করতে না পেরে প্রশ্নটা করেই ফেলেছে।

অনেক নাপাকি-প্রেমীই তাদের ভালবাসার দেশ নাপাকিস্তান(stan) কে নাপাকিস্থান (sthan) লেখে।তাই বলে আমি কিন্তু তাদের কোন প্রশ্ন করিনি। কারণ ওদের কে ভুল নামে ডাকলো কিংবা ঠিক নামে ডাকলো তাতে আমার কিস্‌সু যায় আসে না।

জনে জনে এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন।তাই ভাবলাম কষ্ট করে লিখেই ফেলি।যে জিজ্ঞাসা করবে তাকে এই পোস্টটা পড়ে নিতে বলবো।

নাপাকিস্তানের নামের ইতিহাস পর্যালোচনা করে পাই, ১৯৩৩ সালের জানুয়ারি Cambridge এর ছাত্র ও মুসলিম জাতীয়তাবাদী চৌধুরী রহমত আলী 'Now or Never' প্যামফ্ল্যাটে নাপাকিস্তানের নামের প্রস্তাব করেন। শুরুতে এর নাম ছিল নাপাকস্তান।এ নামের পেছনে দু'টো কারণ ছিলঃ

১। P-unjab, North-West Frontier Province (A-fghan Province), K-ashmir, S-ind and Baluchis-TAN.>>P+A+K+S+TAN = NaPakstan.

পরবর্তীতে উচ্চারণের সুবিধার জন্য 'i' স্বরের আগমন ঘটে।নামটা হয়ে যায় নাপাকিস্তান।

২। The name NaPakistan means Land of (the) Pure in Urdu and Persian. অর্থাৎ পাক(পূণ্য) স্তান(ভূমি)।

এখানে স্পষ্ট হয়ে যায় যে নাপাকিস্তান স্বপনের মাঝে বাঙ্গালি মুসলিমদের কোন জায়গাই ছিল না।আর শের-ই-বাংলা এর লাহোর প্রস্তাব এও একাধিক মুসলিম রাষ্ট্রের কথা ছিল।জিন্নাহ ও অন্যান্য নেতা এবং নানা ষড়যন্ত্রের কারণে পূর্ব-বাংলাও নাপাকিস্তানের কাছে চলে যায়।এমন কী জিন্নাহ এর বিহার ও আসাম কেও নাপাকিস্তানে নেওয়ার খায়েস ছিল।তবে তা আর সফল হয় নি।

দ্বিতীয় কারণটাই আমার নাম বিকৃতির কারণ।নাপাকস্তান বা পূণ্যভূমির কোন প্রমাণই মেলে নি দেশটির স্বাধীনতার নামে।শুরু থেকেই বেঈমানী শুরু হয়েছে। জিন্নাহ যে কারণে ভারত বিভাগ চান তার অন্যতম কারণ ছিল সংখ্যালঘুদের (মুসলমান সহ অন্যান্য) অধিকার।অথচ নাপাকিস্তান জন্মের শুরু থেকেই শুরু হয় বিভিন্ন সংখ্যালঘুদের (নাপাকিস্তানের অমুসলিম) উপর অত্যাচার।

খুলনা,কুষ্টিয়া,যশোর অঞ্চল ভারতে থাকার কথা ছিল।এই অঞ্চল ছিল মূলত নিম্নশ্রেণীর হিন্দু প্রধান, যারা ছিল উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা অত্যাচারিত। জিন্নাহ এদের নেতাদের(খুব সম্ভবত একজনের নাম ছিল শ্যামল) বোঝান যে তারা যদি নাপাকিস্তানের সাথে যোগ দেয় তো তারা পূর্ণ অধিকার পাবে।এইসব নেতা আর গোষ্ঠীর হিন্দুদের স্বপ্ন ভেঙে যেতে বেশিদিন লাগে নি। নতুন দেশের শুরুতেই জান-প্রাণ নিয়ে পালাতে হয়েছিল।

নাপাকিস্তানের নাম বিকৃতির বিভিন্ন কারণের মাঝে কিছু উল্লেখ না করলেই নয় -
# ১৯৪৮ সালে জিন্নাহ ঘোষণা দিলেন যে উর্দু হবে রাষ্ট্র ভাষা।সেই সময়ে দেশের মাত্র ৬% মানুষের মাতৃভাষা ছিল উর্দু আর বাংলাভাষীর সংখ্যা ছিল ৫৬%।রক্তের বিনিময়ে সে অধিকার আদায় করা হয়।
# আমাদের নিজ ভাষা লেখার জন্য ঐতিহাসিকভাবে মহামূল্যবান বর্ণমালা থাকলেও আরবি হরফে বাংলা লেখানোর প্রচেষ্টা চালানো হয়।
# আমাদের সাহিত্য থেকে রবীন্দ্রনাথ নামক নামটা মুছে ফেলার নানা চেষ্টা চলে।এমনকি আব্দুল হাই কে দিয়ে প্রচেষ্টা করা হয় নাপাকিস্তানি রবীন্দ্র সঙ্গীত লেখানোর।
# প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে শোষণ।
# বাঙ্গালি ঘুরে দাঁড়ায়।মুক্তির সংগ্রামে কণ্ঠ তোলে তা দাবিয়ে দিতে চলে আসে নাপাকিস্তানি সেনারা। নির্বিচারে মাত্র ৯ মাসেই হত্যা করা হয় ৩০ লাখ বাঙ্গালি; অত্যাচারিত হয় ২ লাখেরও বেশি বাঙ্গালি নারী।
# স্বাধীন দেশে বঙ্গবন্ধু, চার জাতীয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করা সহ বিভিন্ন ষড়যন্ত্র করা।

এইতো গেল আমাদের বিরুদ্ধে করা কর্মকাণ্ডের একটা অংশ। এবার দেখি তারা নিজেরাই নিজের লোকদের সাথে কী করছে -
# আন্দোলন দমনের নামে চলছে নির্বিচারে বেলুচ নিধন।
# জঙ্গী ও তালেবানদের সশস্ত্র ট্রেনিং এর ব্যবস্থা।
# নানাভাবে হিন্দু আর কাদিয়ানীদের হত্যা ও নির্যাতন।
# প্রতিদিন গড়ে শত মানুষ নানা বোমা-হামলার শিকার কিন্তু তাদের সরকার নির্বিকার।
# এমন কি ক্রীড়া ক্ষেত্রেও তাদের রেকর্ড উজ্জ্বল।ক্রিকেটে জুয়া,মাদক,বল-টেম্পারিং সহ সব ধরণের বিতর্কিত কাজেই তারা এগিয়ে।

এই আলোচনার পরে তথাকথিত পূণ্যভুমিতে যে আর কোন পূণ্যই অবশিষ্ট নেই তা বলার জন্য য়ারও প্রমাণের দরকার আছে কি? সেখানে পাক-পবিত্রতার চাইতে অপবিত্রতার পরিমানই বেশি। তাই নাপাকিস্তানকে নাপাকিস্তান বলাই শ্রেয়। আর লোকজনকে নাপাকি না বলে নাপাকি বলাই ঠিক।

বিশেষ দ্রষ্টব্য: এখানে ছাগুরাম সুলভ প্রবেশ নিষিদ্ধ।


মন্তব্য

অচল আনি [অতিথি] এর ছবি

নাপাকিস্তানের একটা যুতসই ভৌগলিক নামকরণ দরকার।
পামির মালভূমিকে যেমন পৃথিবীর ছাদ বলা হয় তেমন নাপাকস্তানকেও "পৃথিবীর ভাগাড়" অথবা "পৃথিবীর পায়খানা" বলা যায়। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন স্থানকে পৃথিবীর ভাগাড় বলা হয়? উত্তর হবে -নাপাকস্তান

দ্রোহী এর ছবি

পামির মালভূমি "পৃথিবীর ছাদ" হলে
পাকিস্তান হোক "পৃথিবীর পোঁদ"।

দেঁতো হাসি


কাকস্য পরিবেদনা

অতিথি লেখক এর ছবি

পুরো সহমত!

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

অতিথি লেখক এর ছবি

সহমত!

অতিথি লেখক এর ছবি

খাসা বলেছেন!!অনেক ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

খাসা বলেছেন!!অনেক ভালো লাগলো।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

অতিথি লেখক এর ছবি

আমি বস ফাকিস্তানকে ফাকিস্তান বলি। যে যা মনে করার করুক।
লেখার টপিকটা ভালো ছিল। লেখাটা আরেকটু গোছানো হতে পারতো। লেখালেখি জারি থাকুক।

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

আপনার নামটাও অসাধারণ!মনে ধরেছে।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।পরবর্তীতে আরো গুছিয়ে লেখার চেষ্টা করবো।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

অতিথি লেখক এর ছবি

জিন্নাহর পাকিস্তান চাওয়ার কারন মুসলমানদের অধিকার, সেটা তো কোন অংশেই সত্য না!

--- থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

তা না হলেও তিনি সেটাই দেখানোর চেষ্টা করেছেন।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

অতিথি লেখক এর ছবি

এটাতো স্বতঃসিদ্ধ হওয়ার কথা, এত বিশ্লেষণের দরকার কী? চোখ টিপি

সজল

অতিথি লেখক এর ছবি

তারপরও অনেকে প্রশ্ন করে তাই লিখলাম।

পড়ার জন্য ধন্যবাদ।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

কী কমু [অতিথি] এর ছবি

কী মুশকিল, এটা নিয়ে আবার ব্লগ লিখতে হবে কেন? আমরা যে কুকুরকে কুত্তা বলি, শূকরকে শুয়োর বলি, কই তার জন্য তো আলাদা করে ব্লগ লেখার দরকার মনে করি না। তবে নাপাকিস্তানকে নাপাকিস্তান বললে লিখতে হবে কেন? এতো এমনিতেই হওয়ার কথা। ইস্কাপনকে ইস্কাপন বলাই সঙ্গত (অনেকে এটাকে কোদালকে কোদাল বলা বলেন, আসলে এখানে স্পেড বলতে তাসের স্পেড বা ইস্কাপন বোঝায়)।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ!কথাগুলো অনেক ভালো লাগলো।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

অতিথি লেখক এর ছবি

অনেক অজানা তথ্য পেলাম। ধন্যবাদ।

-- প্রীতি রাহা

অতিথি লেখক এর ছবি

স্বাগতম!

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

কামরুল হাসান রাঙা [অতিথি] এর ছবি

লেখাটা প্রত্যাশার কাছাকাছিও যায়নি। এধরনের লেখা আরো তথ্যবহুল হওয়া উচিৎ। বানানের শুদ্ধতার দিকে খেয়াল রাখবেন।
লেখা চলুক।

অতিথি লেখক এর ছবি

বানান ভুলগুলো ধরিয়ে দিলে অনেক উপকৃত হতাম।

আর কী কী তথ্য দেওয়া যেত সে উপদেশ দিন।ভবিষ্যতে এই ব্যাপারে লিখলে দরকার হবে।

আর পড়ার জন্য ধন্যবাদ।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

ডাবলিনে পাকিদের মসজিদে নামায পড়তে আমি রীতিমত বিরক্তবোধ করি। একবার বাধ্য হয়ে গেলাম পড়তে। তখন রোজার মাস। একজন মাইকে ঘোষনা দিয়ে টাকা তুলছে। পাকিস্থানের বন্যা দূর্গতদের জন্যে সাহায্য। আমি পকেট থেকে কিছু ইউরো বের করলাম। হঠাৎ দেখি হুজুর বলছে, "রোজার মাসে দান করলে ৭০ গুন সোয়াব। আর এই টাকা পাকিস্থানে যাবে। সেজন্যে ৭০০গুন সোয়াব!"। বাটপারির একটা সীমা থাকে, এরা সেটাও পার করে দিয়েছে। হুজুরের কাছে মনে হয় ঐ সময় ওহি নিয়ে এসেছিল জিব্রাইল! যাইহোক, সাথে সাথে আমি টাকাটা পকেটে ভরে ফেলি।

আরেকদিন নামায পড়ছি আরবদের মসজিদে। তখন একজন পাকিস্থানী এসে জানালো তাদের সরকার কী কী করছে আফগান সংলগ্ন এলাকায়। রীতিমত ৭১ এর এ্যাকশন রিপ্লে। তারা তখন পাকিস্থানকে গালি দিয়ে টাকা তুলছিল। সেদিন বুঝেছিলাম পাকিরা পাকিদের কাছেও নিরাপদ নয়।

তারা দেয়া ক্ষমতা নেই। থাকলে পাঁচ তারা দিতাম। চলুক

হোম - টুইটার - ফেইসবুক - উইকিপিডিয়া - এ্যাকাডেমিয়া

অতিথি লেখক এর ছবি

তারা দিতে চেয়েছেন তাতেই অনেক খুশি।ধন্যবাদ।

নাপাকিদের কথা আর কী বলবো??'কয়লা ধুইলে ময়লা যায় না' কথার একটা সত্যিকার উদাহরণ এই নাপাকিস্তান।

--------- দেবাশিস মুখার্জি ---------
[db.mukherjee.blog@gmail.com]

প্রমিথিয়ুস [অতিথি] এর ছবি

দাদা, আপনার লেখাটির অন্তর্নিহিত চেতনার সাথে একাত্বতা পোষণ করছি।আমি পাকিস্তানকে পাকিস্তানই বলি।কখনো সখনো ফাঁকিস্তান।

আপনি পাকিস্তানকে কোনাবস্থাতেই পাকিস্তান বলতে নারাজ।একারণে আপনি একে বলছেন- নাপাকিস্তান।সমস্যা হচ্ছে, এতে করে 'পাকিস্তান'(পূত-পবিত্র অর্থে) বলতে কোনো একটা কিছু আদতেই আছে বা থেকে থাকতে পারে- এমন ধারণার মূলে পানি পড়ে বসতে পারে। পাক-নাপাক পুরাই এক ভ্রান্ত ধারমা বলেই মনে করি।দ্বিতীয়ত, স্রেফ এই স্ট্যান্ডের কারণে আপনার দারুণ লেখাটা শব্দগত দিক দিয়ে খানিক্টা এলোমেলো বলে বোধ হলো।যেমন-

"অনেক নাপাকি-প্রেমীই তাদের ভালবাসার দেশ নাপাকিস্তান(stan) কে নাপাকিস্থান (sthan) লেখে।"

বাক্যটি মনে হয় এমনও হতে পারতো,'অনেক নাপাকি-প্রেমীই তাদের ভালবাসার দেশ নাপাকিস্তান(stan) কে 'পাকিস্থান' (sthan) লেখে।'

কানা ছেলের নাম পদ্মলোচন হলে সেই পদ্মলোচন নাম বরং বোঝা হয়ে উঠে।পাকিস্তান নামের অর্থ যাই হোক না কেনো, একে মানুষ "পৃথিবীর পোঁদ"ই ভাবে(কপিরাইট দ্রোহীদা)। পাকিস্তান ও অধিবাসীদের কী কপাল দেখুন পাকি শব্দটা আজকের দিনে দিনকে দিন শক্তিশালী গালি হয়ে ওঠছে।(দাঁত বের করে হাসির ইমো হবে)

আর সেসময়কার "নিম্নশ্রেণীর হিন্দু" নেতাদের একজন সম্পর্কে এখানে কিছু কথা পাবেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।