১ | লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ৭:৪৬পূর্বাহ্ন)
ভাই গো, ট্যাগ ব্যবহার করার এক মাহাত্য আছে, একটা শানে নুযুল আছে। সেইটা হলো, ভবিষ্যতে একই ট্যাগের অন্তর্গত লেখা(গুলো) যাতে চট করে বের করে ফেলা যায়! আপনার ট্যাগ দেখে ঠিক বুঝতে পারলাম না, আপনি সামনে "গুলাবে", "গোলাপের", "একটি" নামে কোনো সিরিজ করবেন কি-না! যদি না করেন, তাইলে এই 'ট্যাগ'গুলো রাখার মানে কী? এর চেয়ে আপনার নাম "রোজারিও" ট্যাগ হিসেবে ব্যবহার করলেও তো ভবিষ্যতে যে পাঠক আপনার লেখা পড়তে চাইবেন, সেটা খুঁজে পাবেন চট করে।
ট্যাগের জায়গাটার একটা যৌক্তিক ব্যবহার করুন দয়াকরে।
আর হ্যাঁ, সচলে অবশ্যই আপনাকে স্বাগত জানাই।
২ | লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ১১:১৯অপরাহ্ন)
আজগুবি ট্যাগিং এর জন্য দুঃখিত। আসলে একেবারেই নতুন এখানে। ট্যাগগুলো ওভাবে দৃশ্যমান হবে, কোনো ধারণাই ছিল না। ভেবেছিলাম টেকনিক্যাল বিষয়; ক্যাটাগরী আর বয়সগ্রুপ শুধু দেখা যাবে শুধু। এখন এডিট করা যাবে কি!
মন্তব্য
ভাই গো, ট্যাগ ব্যবহার করার এক মাহাত্য আছে, একটা শানে নুযুল আছে। সেইটা হলো, ভবিষ্যতে একই ট্যাগের অন্তর্গত লেখা(গুলো) যাতে চট করে বের করে ফেলা যায়! আপনার ট্যাগ দেখে ঠিক বুঝতে পারলাম না, আপনি সামনে "গুলাবে", "গোলাপের", "একটি" নামে কোনো সিরিজ করবেন কি-না! যদি না করেন, তাইলে এই 'ট্যাগ'গুলো রাখার মানে কী? এর চেয়ে আপনার নাম "রোজারিও" ট্যাগ হিসেবে ব্যবহার করলেও তো ভবিষ্যতে যে পাঠক আপনার লেখা পড়তে চাইবেন, সেটা খুঁজে পাবেন চট করে।
ট্যাগের জায়গাটার একটা যৌক্তিক ব্যবহার করুন দয়াকরে।
আর হ্যাঁ, সচলে অবশ্যই আপনাকে স্বাগত জানাই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আজগুবি ট্যাগিং এর জন্য দুঃখিত। আসলে একেবারেই নতুন এখানে। ট্যাগগুলো ওভাবে দৃশ্যমান হবে, কোনো ধারণাই ছিল না। ভেবেছিলাম টেকনিক্যাল বিষয়; ক্যাটাগরী আর বয়সগ্রুপ শুধু দেখা যাবে শুধু। এখন এডিট করা যাবে কি!
আপনাকে ধন্যবাদ। সচলে আমার পাওয়া প্রথম মন্তব্য।
নতুন মন্তব্য করুন