পিঁপড়ায় খাওয়া কবিতার ৩ টুকরা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১২/১১/২০১০ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
একটা শীর্ণ গোলাপগাছের গোড়ায় হাঁটতে গিয়া
দুইটা কালো পিঁপড়া পরস্পর প্রেমে পড়তেছিল।
পরদিন ছেলে পিঁপড়াটি ডালে ডালে ঘুরে ঘুরে অন্য পিঁপড়াটিকে খুঁজে।

সে তখন গাছটার আধমরা পাতায় পাতায় শুয়ে ঘুমায়।

২.
একাকী মানুষদের ভাবনায় পিঁপড়েরা হাঁটে
নির্জন মানুষদের স্বপ্নে জমে ওঠে মৃত ম্যাপল পাতার স্তুপ,

ম্যাপল গাছের ডালে শুক আর সারি কিছুক্ষণ বসিয়া থাকিল নিশ্চুপ।

৩.
শৈশবে এক কাগজের নৌকায় কয়েকটা পিঁপড়া রেখে
নৌকাটা ভাসিয়ে দিয়েছিলাম বৃষ্টিতে জমে যাওয়া পানিতে।

পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস?

- ইকথিয়ান্ডার


মন্তব্য

কৌস্তুভ এর ছবি

৩ সবচেয়ে ভাল লাগল।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ কৌস্তুভদা... হাসি

অতিথি লেখক এর ছবি

পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস?

৩টা খুব ভালো লাগলো।

___________________
হামিদা আখতার

অতিথি লেখক এর ছবি

শুকরিয়া... ভালো থাকবেন..

-ইকথিয়ান্ডার

সমুদ্র সন্তান [অতিথি] এর ছবি

অসাধারন

অতিথি লেখক এর ছবি

হাসি ..তাই? ধন্যবাদ জানবেন...

-ইকথিয়ান্ডার

তিথীডোর এর ছবি

"শৈশবে এক কাগজের নৌকায় কয়েকটা পিঁপড়া রেখে
নৌকাটা ভাসিয়ে দিয়েছিলাম বৃষ্টিতে জমে যাওয়া পানিতে।

পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস? "
চলুক

ইকথিয়ান্ডার?!
হায়, 'উভচর মানুষ'!! দিলেন তো মনটা আরো খারাপ করে...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

মন খারাপ .. হায় উভচর মানুষ... হায় টিনটিন.. হায় প্রফেসর শংকু.. হায় টেনিদা... ... কতো কি যে মনে হইলে 'হায়'ভাবের উদয় হয়... মন খারাপ

ধন্যবাদ..

-ইকথিয়ান্ডার

খেকশিয়াল এর ছবি

দারুণ! দারুণ!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ! ধন্যবাদ!

-ইকথিয়ান্ডার

কিশলয় এর ছবি

আমার খুব ভালো লেগেছে । পিঁপড়াগুলি কি আসেলই পেরেিছল?

অতিথি লেখক এর ছবি

কিছু একটা নিশ্চয়ই হইছিল... নাইলে চলে কেমনে...হাসি

ধন্যবাদ...

-ইকথিয়ান্ডার

মূলত পাঠক এর ছবি

নতুন ধরণের, এবং চমৎকার! আপনার কবিতা আরো পড়তে চাই।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ... হাসি .. এর আগে একবার একখান কবিতা পোস্ট করছিলাম.. লাস্ট লাইন নিয়া জনগনের ঝাড়ি খাইসি.. খাইছে

-ইকথিয়ান্ডার

তারানা_শব্দ এর ছবি

এইবার কিন্তু আমি পড়সি চোখ টিপি
মানে পড়েই মন্তব্য ক্রলাম খাইছে
মানে এই যে সচলেও পড়সি...বুঝলি? খাইছে

কোবতে ভালু হয়েচে...
পিঁপড়াগুলো ক্রীতদাস হয়েছিল আর আমি কলোম্বাস! মু হাহাহাহা! দেঁতো হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

মোকে ধইন্য করিচো তারু বেইবি.. খাইছে

তুই কলোম্বাস হইতে যাবি কিল্লাই? অই একটা খ্রাপলুক আছিলো.. তুই না কতো ভালা... দেঁতো হাসি

-ইকথিয়ান্ডার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

লা জবাব! চালিয়ে যান!

অতিথি লেখক এর ছবি

আখতার ভাই!!! কেমন আছেন? খুবই ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে... দেঁতো হাসি

-ইকথিয়ান্ডার

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

এইতো ভাই! চলছে জীবন। লেখার সময় পাই না। তাছাড়া লেখা আসেও না। সব অনুভব ভোঁতা হয়ে গেছে। এখন মন্তব্য করতে বেশি ভালো লাগে। সবাই লেখে আমি পড়ি। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাব আছে।

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার লাগলো!
আরে আমি তো দেখছি একের চার, দুই ও তিনের তিন নম্বর ছত্র পদ্যভূক ও কাব্যরসিক পিঁপড়ের দল সাবড়ে দিয়েছে, সেখানে ছিল কি কোন হীরের নাকছাবি কিম্বা জোনাকীর আলো মাখা আকন্দ ধুন্দুল?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

আনন্দী কল্যাণ এর ছবি

বাহ্‌!! আরও কবিতা পড়তে চাই আপনার হাসি

এনায়েৎ ইউ এস ইসলাম এর ছবি

অনেক ভালো লাগলো, অন্যরকমের চমৎকার এই টুকরো কবিতাগুলো। সবচেয়ে ভালো লাগলো .. 'পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস?'

এরকম আরো চাই। ভালো থাকুন।

enayet@fivdb.net

জি.এম.তানিম এর ছবি

সহজপাচ্য হয় নাই আমার জন্যে... খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।