১.
একটা শীর্ণ গোলাপগাছের গোড়ায় হাঁটতে গিয়া
দুইটা কালো পিঁপড়া পরস্পর প্রেমে পড়তেছিল।
পরদিন ছেলে পিঁপড়াটি ডালে ডালে ঘুরে ঘুরে অন্য পিঁপড়াটিকে খুঁজে।
সে তখন গাছটার আধমরা পাতায় পাতায় শুয়ে ঘুমায়।
২.
একাকী মানুষদের ভাবনায় পিঁপড়েরা হাঁটে
নির্জন মানুষদের স্বপ্নে জমে ওঠে মৃত ম্যাপল পাতার স্তুপ,
ম্যাপল গাছের ডালে শুক আর সারি কিছুক্ষণ বসিয়া থাকিল নিশ্চুপ।
৩.
শৈশবে এক কাগজের নৌকায় কয়েকটা পিঁপড়া রেখে
নৌকাটা ভাসিয়ে দিয়েছিলাম বৃষ্টিতে জমে যাওয়া পানিতে।
পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস?
- ইকথিয়ান্ডার
মন্তব্য
৩ সবচেয়ে ভাল লাগল।
ধন্যবাদ কৌস্তুভদা...
৩টা খুব ভালো লাগলো।
___________________
হামিদা আখতার
শুকরিয়া... ভালো থাকবেন..
-ইকথিয়ান্ডার
অসাধারন
..তাই? ধন্যবাদ জানবেন...
-ইকথিয়ান্ডার
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
.. হায় উভচর মানুষ... হায় টিনটিন.. হায় প্রফেসর শংকু.. হায় টেনিদা... ... কতো কি যে মনে হইলে 'হায়'ভাবের উদয় হয়...
ধন্যবাদ..
-ইকথিয়ান্ডার
দারুণ! দারুণ!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধন্যবাদ! ধন্যবাদ!
-ইকথিয়ান্ডার
আমার খুব ভালো লেগেছে । পিঁপড়াগুলি কি আসেলই পেরেিছল?
কিছু একটা নিশ্চয়ই হইছিল... নাইলে চলে কেমনে...
ধন্যবাদ...
-ইকথিয়ান্ডার
নতুন ধরণের, এবং চমৎকার! আপনার কবিতা আরো পড়তে চাই।
ধন্যবাদ... .. এর আগে একবার একখান কবিতা পোস্ট করছিলাম.. লাস্ট লাইন নিয়া জনগনের ঝাড়ি খাইসি..
-ইকথিয়ান্ডার
এইবার কিন্তু আমি পড়সি
মানে পড়েই মন্তব্য ক্রলাম
মানে এই যে সচলেও পড়সি...বুঝলি?
কোবতে ভালু হয়েচে...
পিঁপড়াগুলো ক্রীতদাস হয়েছিল আর আমি কলোম্বাস! মু হাহাহাহা!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
মোকে ধইন্য করিচো তারু বেইবি..
তুই কলোম্বাস হইতে যাবি কিল্লাই? অই একটা খ্রাপলুক আছিলো.. তুই না কতো ভালা...
-ইকথিয়ান্ডার
লা জবাব! চালিয়ে যান!
আখতার ভাই!!! কেমন আছেন? খুবই ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে...
-ইকথিয়ান্ডার
এইতো ভাই! চলছে জীবন। লেখার সময় পাই না। তাছাড়া লেখা আসেও না। সব অনুভব ভোঁতা হয়ে গেছে। এখন মন্তব্য করতে বেশি ভালো লাগে। সবাই লেখে আমি পড়ি।
ভাব আছে।
চমৎকার লাগলো!
আরে আমি তো দেখছি একের চার, দুই ও তিনের তিন নম্বর ছত্র পদ্যভূক ও কাব্যরসিক পিঁপড়ের দল সাবড়ে দিয়েছে, সেখানে ছিল কি কোন হীরের নাকছাবি কিম্বা জোনাকীর আলো মাখা আকন্দ ধুন্দুল?
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
বাহ্!! আরও কবিতা পড়তে চাই আপনার
অনেক ভালো লাগলো, অন্যরকমের চমৎকার এই টুকরো কবিতাগুলো। সবচেয়ে ভালো লাগলো .. 'পিঁপড়াগুলি শেষ পর্যন্ত কিছু কি হয়ে উঠতে পেরে ছিলো-
কলম্বাস অথবা ক্রীতদাস?'
এরকম আরো চাই। ভালো থাকুন।
enayet@fivdb.net
সহজপাচ্য হয় নাই আমার জন্যে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন