- অনন্ত আত্মা
গালিবী শের
গালিবী শের- দ্বিতীয় পর্ব
গালিবী শের- তৃতীয় পর্ব
১০.
এদিকে আমি-
সহস্র আর্তনাদে অধীর;
ওদিকে তুমি-
পরমাশ্চর্য না-শোনা, বধির।
১১.
লাগাম নেইকো, নেই
রেকাব জোড়া।
ছুটে শুধু, ছুটে চলে
জীবন ঘোড়া।
১২.
আর কতো কাল থাকবে উদাস
ওগো রাজার ঝি?
যতই শোনাই প্রেমের কথা,
তুমি বলো ‘কী?’
১৩.
যা-ই তুমি বলো,
লাগে খুব ভালো।
মনে হয় বহুদিন এই কথাগুলো
হৃদয়েই ছিলো।
১৪.
প্রশ্নঃ কী ছিলো ঘরে, যা ঘোচাত
তার দেওয়া দুঃখ, যাতনা?
উত্তরঃ ছিলো কিছু গড়ে তুলবার
বিষন্ন বাসনা।
১৫.
নয় মন্দির, নয়তো কাবা,
নয় কারো আস্তানা;
পথের উপর আছি বসে,
তা-ও বসতে দেয় না।
মন্তব্য
১০ আর ১১ বেশি ভালো লাগল।
কুটুমবাড়ি
ভালো লাগল জেনে ভাল লাগল।
ধন্যবাদ
অনন্ত আত্মা
দশ নম্বরে দশে দশ!
ধন্যবাদ অনিকেতদা সব সময় উৎসাহ দেবার এবং সঙ্গে থাকার জন্য।
অনন্ত আত্মা
ভালো লাগলো। চলতে থাকুক...
আপনাদের 'ভালো লাগা' নামক জ্বালানী থাকলে চলতে বা চালাতে সমস্যা হবে না । ভালো থাকবেন।
অনন্ত আত্মা
আমার কাছে ১৫ নম্বরটা বেশী ভালো লেগেছে।
কৃতজ্ঞতা রইল।
অনন্ত আত্মা
চমৎকার!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন