বাড়ি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৮/১১/২০১০ - ১০:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হায়,
দুই শ কাঠা জমির মায়ায়
দেশটারে দেয় কুরবানি
কয় যে, স্বামীর অংশ দে
নইলে রবে রাজপথে
আর যাবে না সংসদে
অচল করে দেশটারে
ফায়দা হবে কার জানি!
দশের কথা যায় ভুলে যে
না-মাতা সে না-রানি!

বলি,
দেশ কি কারও বাপের কেনা?
নাকি কারও জমিদারি?
দেশ তো তোমার আমারি
তোমার আমার ধনে এসে
কারা করে পোদ্দারি?
কথাটা তাই রানির কাছে
তোলা ভীষণ দরকারি
দেশের চেয়ে দশের চেয়ে
কেমনে বড় হয় বাড়ি?

কুটুমবাড়ি


মন্তব্য

অনিকেত এর ছবি

ছড়াটা দারুন লাগল--!
ভাই, আপনি আরো একটু ঘন ঘন লিখেন তো---

শুভেচ্ছা অহর্নিশ

অতিথি লেখক এর ছবি

অনিকেতদা, আপনি তো রীতিমতো লজ্জায়ই ফেলে দিলেন দেখছি। তবুও কচিলেখক তো, তাই সাহসও পেলাম অনেক। শুভকামনা রইল। হাসি

কুটুমবাড়ি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বেশ! চালিয়ে যান!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান ভাই। ভালো থাকুন। হাসি

-কুটুমবাড়ি

বইখাতা এর ছবি

ছড়াটা বেশ ভাল লাগলো।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, আপু। হাসি কেমন আছেন?

-কুটুমবাড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।